মুম্বই, 29 অক্টোবর : প্রমোদতরীতে মাদক উদ্ধারের ঘটনায় নতুন প্রশ্ন তুললেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্র মন্ত্রিসভার অন্যতম সদস্য নবাব মালিক (Nawab Malik) ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘গত 2 অক্টোবর মুম্বই উপকূলে ওই প্রমোদতরীতে রেভ পার্টির আয়োজন করেছিলেন কাশিফ খান (Kashiff Khan) ৷ তিনি একটি নামজাদা টিভি চ্যানেলের উচ্চপদস্থ কর্তা ৷ অথচ এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি ৷’’ নবাবের প্রশ্ন, যাঁর পার্টিতে এত কাণ্ড ঘটে গেল, তাঁর বিরুদ্ধে এখনও কেন কোনও ব্যবস্থা নিল না এনসিবি ?
আরও পড়ুন : Sameer Wankhede : জন্মসূত্রে হিন্দু সমীর কোনও দিনই ধর্ম পরিবর্তন করেননি, দাবি স্ত্রী ক্রান্তির
নবাব মালিকের অভিযোগ, কাশিফ খান আসলে সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বন্ধু ৷ সেই কারণেই কাশিফকে ছেড়ে দেন এনসিবি-র (Narcotics Control Bureau) আঞ্চলিক অধিকর্তা ৷ সাংবাদিক সম্মেলনে নবাব বলেন, ‘‘মাস খানেক আগে এক নিরাপরাধ তরুণের গ্রেফতারির পিছনে থাকা এক ব্যক্তি (কিরণ গোসাভি) এখন কারাগারে বন্দি ৷ আর যিনি এই গোটা ঘটনার নেতৃত্বে ছিলেন (সমীর ওয়াংখেড়ে), তিনি এখন আদালতে ছুটছেন ৷’’ তাঁর দাবি, মুম্বই পুলিশ যে তদন্ত করছে, তা যেন অবিলম্বে সিবিআই বা এনআইএ-র হাতে তুলে দেওয়া হয় ৷’’
নবাবের মতে, গত একমাসে এই ঘটনায় প্রেক্ষাপট একদম বদলে গিয়েছে ৷ মুম্বই পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াংখেড়েকে গ্রেফতারের তিনদিন আগে তাঁকে নোটিস দেওয়া হবে ৷ পাশাপাশি, নবাব জানান, তিনি কখনও সমীর ওয়াংখেড়ের মায়ের উদ্দেশ্যে কোনও ব্যক্তিগত আক্রমণ করেননি ৷ এমনকী, সমীরের মা ও স্ত্রীর প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছেন নবাব মালিক ৷
আরও পড়ুন : Sameer Wankhede : আগাম নোটিশ ছাড়া গ্রেফতার নয় ওয়াংখেড়েকে, আদালতে জানাল মহারাষ্ট্র সরকার
এদিকে, বম্বে হাইকোর্ট আরিয়ান খান (Aryan Khan), আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদন মঞ্জুর করতেই একটি টুইট করেন নবাব মালিক ৷ তিনি লেখেন, ‘‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত ৷’’ যা আদতে আরিয়ানের বাবা শাহরুখ খানের (Shah Rukh Khan) একটি বিখ্যাত ডায়লগ ৷ মনে করা হচ্ছে, মাদক কাণ্ডে আরও অনেক গোপন তথ্য সামনে আসতে চলেছে ৷ সেই বার্তা দিতেই এই ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন নবাব মালিক ৷