ETV Bharat / bharat

কোটায় আত্মঘাতী বাংলার ছাত্র! উদ্ধার নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ - নিট পরীক্ষার্থী আত্মহত্যা

West Bengal Student Hanging Body Recovered in Kota: কোটায় ফের আত্মহত্যা নিট পরীক্ষার্থীর ৷ তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

NEET aspirant died by suicide
কোটায় আত্মহত্যা বীরভূমের নিট পরীক্ষার্থীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 11:23 AM IST

কোটা, 28 নভেম্বর: কোটায় ভাড়া বাড়ি থেকে পশ্চিমবঙ্গের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান ৷ মৃতের নাম ফরিদ হুসেন (20) ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাজস্থানের কোটার দাদাবাড়ি থানার ওয়াকফ নগর এলাকায় ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ তবে এই ঘটনায় পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং পূর্ণাঙ্গ তদন্তের পরই আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে ।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটির বাসিন্দা ওই ছাত্র গত এক বছর ধরে কোটায় থাকছেন ৷ তিনি প্রাইভেট কোচিং নিয়ে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কোটায় । ফরিদ একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷ সোমবার বিকেল 4টের দিকে ফরিদকে শেষবার অন্য কোচিং-এর ছাত্ররা বাইরে দেখতে পেয়েছিলেন । তবে এরপর সন্ধ্যে 7টার দিকে তাঁকে ফোন করা হলে পাওয়া যায়নি ৷ তাঁর বন্ধুরা এসে ডাকাডাকি করলেও তিন ঘরের দরজা খোলেন না ৷ তখনই সন্দেহ হয় তাঁদের । সহপাঠীরা বাড়িওয়ালাকে বিষয়টি জানায় । তিনি এসে দরজা খুলে দেখেন ফরিদের ঝুলন্ত দেহ। তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দাদাবাড়ি থানার অফিসার রাজেশ পাঠক জানান, ওয়াকফ নগর এলাকার একটি বাড়িতে আত্মহত্যার খবর পান তিনি । সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তদন্তে জানা গিয়েছে, তরুণ পশ্চিমবঙ্গের বাসিন্দা 20 বছর বয়সি ফরিদ হুসেন ৷ তিনি মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ আত্মহত্যা করেছেন । তিনি বলেন, "ঘরে তল্লাশি করলেই জানা যাবে সুইসাইড নোট আছে কি না । তরুণের দেহ এমবিএস হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পশ্চিমবঙ্গ থেকে ফরিদের পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত শেষে দেহ হস্তান্তর করা হবে ।"

উল্লেখ্য, কোটায় বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা থাকেন ৷ তাঁরা সেখানকার কোচিং সেন্টারে পড়ে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেন ৷ কিন্তু চলতি বছরে একের পর এক কোচিং ছাত্রদের আত্মহত্যার ঘটনা ঘটছে সেখানে ৷ এর ফলে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় ৷ প্রশাসন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং সমস্ত কোচিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে ডেকে বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল । তবে গত এক মাস ধরে আর আত্মহত্যার ঘটনা সামনে আসেনি । ছাত্ররা দীপাবলির ছুটিতে তাদের বাড়িতে গিয়েছিলেন এবং তারা ফিরে এসে আবার পড়াশুনাও শুরু করেছিলেন । তবে সোমবার ফের পড়ুয়ার আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. কোটায় ফের আত্মঘাতী ছাত্র, তদন্তে পুলিশ
  2. ফের কোটায় 2 নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, কোচিং সেন্টারগুলির সব পরীক্ষা 2 মাসের জন্য স্থগিত
  3. কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

কোটা, 28 নভেম্বর: কোটায় ভাড়া বাড়ি থেকে পশ্চিমবঙ্গের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান ৷ মৃতের নাম ফরিদ হুসেন (20) ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাজস্থানের কোটার দাদাবাড়ি থানার ওয়াকফ নগর এলাকায় ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ তবে এই ঘটনায় পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং পূর্ণাঙ্গ তদন্তের পরই আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে ।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটির বাসিন্দা ওই ছাত্র গত এক বছর ধরে কোটায় থাকছেন ৷ তিনি প্রাইভেট কোচিং নিয়ে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কোটায় । ফরিদ একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷ সোমবার বিকেল 4টের দিকে ফরিদকে শেষবার অন্য কোচিং-এর ছাত্ররা বাইরে দেখতে পেয়েছিলেন । তবে এরপর সন্ধ্যে 7টার দিকে তাঁকে ফোন করা হলে পাওয়া যায়নি ৷ তাঁর বন্ধুরা এসে ডাকাডাকি করলেও তিন ঘরের দরজা খোলেন না ৷ তখনই সন্দেহ হয় তাঁদের । সহপাঠীরা বাড়িওয়ালাকে বিষয়টি জানায় । তিনি এসে দরজা খুলে দেখেন ফরিদের ঝুলন্ত দেহ। তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দাদাবাড়ি থানার অফিসার রাজেশ পাঠক জানান, ওয়াকফ নগর এলাকার একটি বাড়িতে আত্মহত্যার খবর পান তিনি । সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তদন্তে জানা গিয়েছে, তরুণ পশ্চিমবঙ্গের বাসিন্দা 20 বছর বয়সি ফরিদ হুসেন ৷ তিনি মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ আত্মহত্যা করেছেন । তিনি বলেন, "ঘরে তল্লাশি করলেই জানা যাবে সুইসাইড নোট আছে কি না । তরুণের দেহ এমবিএস হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পশ্চিমবঙ্গ থেকে ফরিদের পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত শেষে দেহ হস্তান্তর করা হবে ।"

উল্লেখ্য, কোটায় বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা থাকেন ৷ তাঁরা সেখানকার কোচিং সেন্টারে পড়ে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেন ৷ কিন্তু চলতি বছরে একের পর এক কোচিং ছাত্রদের আত্মহত্যার ঘটনা ঘটছে সেখানে ৷ এর ফলে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় ৷ প্রশাসন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং সমস্ত কোচিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে ডেকে বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল । তবে গত এক মাস ধরে আর আত্মহত্যার ঘটনা সামনে আসেনি । ছাত্ররা দীপাবলির ছুটিতে তাদের বাড়িতে গিয়েছিলেন এবং তারা ফিরে এসে আবার পড়াশুনাও শুরু করেছিলেন । তবে সোমবার ফের পড়ুয়ার আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. কোটায় ফের আত্মঘাতী ছাত্র, তদন্তে পুলিশ
  2. ফের কোটায় 2 নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, কোচিং সেন্টারগুলির সব পরীক্ষা 2 মাসের জন্য স্থগিত
  3. কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.