ETV Bharat / bharat

"মোদি, শাহ বন্ধু... বিজেপিতে যাওয়ায় ভুল কিছু নেই"

বিজেপিতে যোগ দেওয়ার জন্য আলাদা করে আমন্ত্রণের দরকার নেই । নরেন্দ্র মোদি ও অমিত শাহ তাঁর দীর্ঘদিনের বন্ধু । গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা অনেকটা বাড়িয়ে দিয়ে বললেন দীনেশ ত্রিবেদী ।

দীনেশ ত্রিবেদী
দীনেশ ত্রিবেদী
author img

By

Published : Feb 12, 2021, 10:58 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি : আকস্মিক দলত্যাগের পর থেকেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল । এবার সেই জল্পনা আরও উসকে দিলেন সদ্য তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা দীনেশ ত্রিবেদী । জানিয়ে দিলেন, "নরেন্দ্র মোদি ও অমিত শাহ আমার অনেক দিনের পুরানো বন্ধু ।" বিজেপিতে যোগ দেওয়ার জন্য আলাদা করে কোনও আমন্ত্রণের দরকার নেই বলেই মনে করছেন তিনি । তদোপরি, বিজেপিতে যোগ দেওয়ার মধ্যে কোনও ভুল দেখতে পাচ্ছেন না দীনেশ ত্রিবেদী ।

রাজ্যসভায় বাজেট অধিবেশন চলাকালীন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি । জানান, "রাজ্যে হিংসার ঘটনা ঘটছে । কিন্তু, এখানে কিছু বলতে পারছি না।" অধিবেশন কক্ষের মধ্যে সাংসদ পদে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী । এরপর তৃণমূলও সঙ্গেও নিজের যাবতীয় সম্পর্ক ছিন্ন করেন ।

বর্ষীয়ান নেতা আজ বলেন, "দলের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমায় এখানে পাঠিয়েছে। রাজ্যে যে হিংসা চলছে তাতে কিছু করতে পারছি না। তাই আমার দম বন্ধ হয়ে আসছে। আমার অন্তরাত্মা বলছে, যদি এখানে বসে থেকে কিছু না করতে পারি তাহলে আমার পদত্যাগ করাই ভালো। আমি পশ্চিমবঙ্গবাসীর হয়ে কাজ করে যাব।"

আরও পড়ুন : "ব্যথা" নিয়ে দল ছাড়লেন দীনেশ, "ধাক্কা নয়" বললেন সৌগত

এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁর বিজেপিতে যোগদান নিয়ে । রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং, প্রত্যেকেই তাঁকে দলে স্বাগত জানিয়েছেন । এবার সেই জল্পনা আরও অনেকটা উসকে দিলেন দীনেশ ত্রিবেদী ।

দিল্লি, 12 ফেব্রুয়ারি : আকস্মিক দলত্যাগের পর থেকেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল । এবার সেই জল্পনা আরও উসকে দিলেন সদ্য তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা দীনেশ ত্রিবেদী । জানিয়ে দিলেন, "নরেন্দ্র মোদি ও অমিত শাহ আমার অনেক দিনের পুরানো বন্ধু ।" বিজেপিতে যোগ দেওয়ার জন্য আলাদা করে কোনও আমন্ত্রণের দরকার নেই বলেই মনে করছেন তিনি । তদোপরি, বিজেপিতে যোগ দেওয়ার মধ্যে কোনও ভুল দেখতে পাচ্ছেন না দীনেশ ত্রিবেদী ।

রাজ্যসভায় বাজেট অধিবেশন চলাকালীন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি । জানান, "রাজ্যে হিংসার ঘটনা ঘটছে । কিন্তু, এখানে কিছু বলতে পারছি না।" অধিবেশন কক্ষের মধ্যে সাংসদ পদে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী । এরপর তৃণমূলও সঙ্গেও নিজের যাবতীয় সম্পর্ক ছিন্ন করেন ।

বর্ষীয়ান নেতা আজ বলেন, "দলের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমায় এখানে পাঠিয়েছে। রাজ্যে যে হিংসা চলছে তাতে কিছু করতে পারছি না। তাই আমার দম বন্ধ হয়ে আসছে। আমার অন্তরাত্মা বলছে, যদি এখানে বসে থেকে কিছু না করতে পারি তাহলে আমার পদত্যাগ করাই ভালো। আমি পশ্চিমবঙ্গবাসীর হয়ে কাজ করে যাব।"

আরও পড়ুন : "ব্যথা" নিয়ে দল ছাড়লেন দীনেশ, "ধাক্কা নয়" বললেন সৌগত

এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁর বিজেপিতে যোগদান নিয়ে । রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং, প্রত্যেকেই তাঁকে দলে স্বাগত জানিয়েছেন । এবার সেই জল্পনা আরও অনেকটা উসকে দিলেন দীনেশ ত্রিবেদী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.