দিল্লি, 9 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি শনিবার দাবি করেন যে এই রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আল কায়দা। বোমা তৈরির ঘটনাও বাড়ছে বাংলায়।
শনিবার তিনি দিল্লিতে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। ওই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানিয়েছেন। তাঁর প্রশ্ন, "আমি জানতে চাই যে তাঁরা (বাংলার প্রশাসন) কী করছে?" তিনি সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। এই রাজ্যের পুলিশ এখন 'পলিটিক্যাল' হয়ে গিয়েছে বলে তিনি কটাক্ষ করেছেন।
একই সঙ্গে তিনি মনে করেন, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি উদ্ধারের এটাই সেরা সুযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় এই ভাবমূর্তি উদ্ধারের সুযোগ রয়েছে। কেন তিনি এই কথা বলছেন, সেই ব্যাখ্যাও এদিন দেশের রাজধানীতে বসে দিয়েছেন বাংলার রাজ্যপাল। তাঁর দাবি, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন ও তার পরের বছর লোকসভা নির্বাচনের প্রতিটি দফাতেই বাংলায় হিংসার ঘটনা ঘটেছে। সাধারণ ভোটারের মৌলিক অধিকার খর্ব হয়েছে। আমলাতন্ত্র ও পুলিশ ঠিক মতো কাজ করেনি। তাই তিনি মনে করেন যে এবার একেবারে অবাধ ও মুক্ত ভোটের পরিবেশ হওয়া উচিত। ভোটের সময় হিংসার যেন কোনও ভূমিকাই না থাকে।
পাশাপাশি তিনি সাংবিধানিক কাঠামো অবহেলা করার অভিযোগ তুলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। নাম না করে সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের। বিজেপির কেন্দ্রীয় নেতাদের যে তৃণমূলের নেতা-নেত্রীরা বহিরাগত বলছেন, এদিন তিনি সেই প্রসঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, ভারত মাতার কোনও সন্তানই বহিরাগত নয় পশ্চিমবঙ্গে। আর তিনি যে একতায় বিশ্বাস করেন, এই কথাও জানাতে ভোলেননি ধনকড়।
আরও পড়ুন: মিথ্যা খবর ছড়ানোয় বিজেপিকে নোবেল দেওয়া উচিত, দাবি কাকলির
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর কী কথা হল, সেই বিষয়টি স্পষ্ট করে কিছু জানাননি ধনকড়। তবে তাঁর কথা থেকে স্পষ্ট যে তিনি রাজ্য়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।