ETV Bharat / bharat

কোভিড রুখতে সেনার সাহায্য চাওয়ার ইঙ্গিত হেমন্ত সোরেনের

author img

By

Published : Apr 18, 2021, 5:26 PM IST

যে ভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে তা রুখতে সেনাবাহিনীর সাহায্য চাইতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তিনি তেমনই ইঙ্গিত দিয়েছেন ৷

'Want Defence Ministry's Manpower To Handle Covid Crisis': Hemant Soren
কোভিড রুখতে সেনার সাহায্য চাওয়ার ইঙ্গিত হেমন্ত সোরেনের

নয়াদিল্লি, 18 এপ্রিল: কোভিড 19-এর বাড়-বাড়ন্ত রুখতে সেনার সাহায্য চাইতে পারেন বলে ইঙ্গিত দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ অতিমারী হু হু করে ডালপালা বিস্তার করলেও মানুষের মনে কোনও ভয় আসছে না দেখে উষ্মা প্রকাশ করেছেন তিনি ৷

একটি বেসরকারি চ্যানেলের সম্মেলনে যোগ দিয়ে হেমন্ত সোরেন বলেন, "আমরা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি লিখব ৷ আমরা তাঁদের লোকবল ও রাজ্যের জন্য যে সুবিধেগুলি রয়েছে, সে গুলি ব্যবহার করতে চাইব ৷" হেমন্ত আরও বলেছেন, "সবে একটি উপনির্বাচনের কর্মসুচি সেরে এলাম ৷ আমি ভয় পেয়ে গিয়েছি ৷ মানুষ মাস্ক পরছেন না ৷ সামাজিক দূরত্ব মানছেন না...মানুষের একেবারে ভয় কেটে গিয়েছে ৷ তাঁদের কড়া বার্তা দেওয়া প্রয়োজন ৷" মানুষ যাতে কোভিড নিয়ম মানতে বাধ্য হন, সে জন্য কেন্দ্রের কাছে কড়া নির্দেশিকা জারির আবেদন জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: সর্বাধিক উচ্চতায় করোনার দৈনিক সংক্রমণ ! আক্রান্ত আরও 2.61 লাখ, মৃত 1500

শনিবার ঝাড়খণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,838 জন ৷ করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে 30 জনের ৷ এর ফলে সে রাজ্যে মোট আক্রান্ত ও করোনায় মৃতের সংখ্যা যথাক্রমে 1.6 লাখ ও 1,400 হয়েছে ৷ দেশে আজ দৈনিক সংক্রমণ সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে ৷ দৈনিক সংক্রমণ হয়েছে 2,61,500 ৷ এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে 1,47,88,109 ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে 1,501 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,77,150 ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল: কোভিড 19-এর বাড়-বাড়ন্ত রুখতে সেনার সাহায্য চাইতে পারেন বলে ইঙ্গিত দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ অতিমারী হু হু করে ডালপালা বিস্তার করলেও মানুষের মনে কোনও ভয় আসছে না দেখে উষ্মা প্রকাশ করেছেন তিনি ৷

একটি বেসরকারি চ্যানেলের সম্মেলনে যোগ দিয়ে হেমন্ত সোরেন বলেন, "আমরা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি লিখব ৷ আমরা তাঁদের লোকবল ও রাজ্যের জন্য যে সুবিধেগুলি রয়েছে, সে গুলি ব্যবহার করতে চাইব ৷" হেমন্ত আরও বলেছেন, "সবে একটি উপনির্বাচনের কর্মসুচি সেরে এলাম ৷ আমি ভয় পেয়ে গিয়েছি ৷ মানুষ মাস্ক পরছেন না ৷ সামাজিক দূরত্ব মানছেন না...মানুষের একেবারে ভয় কেটে গিয়েছে ৷ তাঁদের কড়া বার্তা দেওয়া প্রয়োজন ৷" মানুষ যাতে কোভিড নিয়ম মানতে বাধ্য হন, সে জন্য কেন্দ্রের কাছে কড়া নির্দেশিকা জারির আবেদন জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: সর্বাধিক উচ্চতায় করোনার দৈনিক সংক্রমণ ! আক্রান্ত আরও 2.61 লাখ, মৃত 1500

শনিবার ঝাড়খণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,838 জন ৷ করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে 30 জনের ৷ এর ফলে সে রাজ্যে মোট আক্রান্ত ও করোনায় মৃতের সংখ্যা যথাক্রমে 1.6 লাখ ও 1,400 হয়েছে ৷ দেশে আজ দৈনিক সংক্রমণ সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে ৷ দৈনিক সংক্রমণ হয়েছে 2,61,500 ৷ এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে 1,47,88,109 ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে 1,501 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,77,150 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.