কলকাতা, 22 সেপ্টেম্বর: ভেঙে দেওয়া হোক কলকাতা ও জলপাইগুড়ির আইএমএ শাখা। এমনই সুপারিশ করল আইএমএ'র রাজ্য শাখা। দিল্লিতে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে এই সুপারিশ । তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, আইএমএ-র কলকাতা শাখার চিকিৎসক কৌশিক বিশ্বাস পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। মেইল করে দিল্লিতে সংস্থার এক শীর্ষকর্তাকে পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন।
রবিবার ছিল আইএমএ-র বৈঠক। তাতে চিকিৎসকদের এই সংগঠনের নির্বাচনের আয়োজন নিয়ে কথা হবে বলে ঠিক ছিল । তবে আরজি করের ঘটনা নিয়ে যে অচলাবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গত কয়েকদিন ধরে তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব বৈঠকের উপর পরে । প্রধান বিষয় হিসেবে উঠে আসে আরজি কর । সদস্যরা সকলেই আরজি কর নিয়ে কথা বলতে থাকেন । একাধিক চিকিৎসকের ভূমিকা ঘিরেও প্রশ্ন উঠতে থাকে। পাশাপাশি হাসাপাতালের ব্যবস্থা নিয়েও ওঠে প্রশ্ন।
সভায় হাজির সদস্যদের অনেকেই দাবি করতে থাকেন, যে সমস্ত চিকিৎসক আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় অভিযুক্ত তাঁদের সদস্য পদ বাতিল করতে হবে । সেই কথার মধ্যেই আইএমএ-র কলকাতা শাখার সদস্য চিকিৎসক অসীম সরকার নিজের বক্তব্য রাখেন । সেই বক্তব্যকে ঘিরেই শুরু হয় উত্তেজনা ।
চিকিৎসক অসীম সরকার বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত । একপক্ষের কথা শুনে হেডকোয়ার্টারের কাছে কারও সদস্যপদ বাতিলের কথা বলা বাঞ্ছনীয় নয়। তাঁর এই বক্তব্যের পর ফের উত্তাল হয়ে যায় আইএমএর বৈঠক । অনেকেই মনে করেন চিকিৎসক অসীম সরকার সন্দীপ ঘোষ, বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে-কে আড়াল করার চেষ্টা করছেন ।