অযোধ্যা, 29 ডিসেম্বর: রামমন্দিরের গর্ভগৃহে স্থান পাবে রামলালার কোন মূর্তি ! তা আজ শুক্রবার চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে ৷ একটি সূত্রের দাবি, অযোধ্যায় রামমন্দির নির্মাণকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মূর্তি বাছাইয়ে ভোট নেবে ৷ তিনটি মূর্তির মধ্যে এই ভোটপর্ব চলবে ৷ যে মূর্তিটি বেশি ভোট পাবে, সেটিকেই আগামী 22 জানুয়ারি নবনির্মিত রামমন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে ৷
বুধবার ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছিলেন যে পাঁচবছর বয়সী রামলালাকে তুলে ধরতে 51 ইঞ্চি মূর্তি তিনটি নকশার মধ্য থেকে বেছে নেওয়া হবে ৷ যেটা সবচেয়ে ভালো হবে সেটাকেই নেওয়া হবে ৷ অন্যদিকে বৃহস্পতিবার অযোধ্যার রাম জন্মভূমি পথের নির্মাণ কাজ খতিয়ে দেখেন শ্রী রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ৷ আগামী মাসে মন্দিরের উদ্বোধন হলেও বছর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় সফর করবেন ৷ তার দু’দিন আগেই সব খতিয়ে দেখলেন নৃপেন্দ্র মিশ্র ৷ তিনি নিরাপত্তার সব ব্যবস্থা ডিসেম্বরের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছেন ৷
সংবাদসংস্থা এএনআই-কে নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, কোনও কাজই তাড়াহুড়োয় করা হচ্ছে না ৷ বরং সময় নিয়ে করা হচ্ছে, যাতে গুণগতমান ভালো হয় ৷ তিনটি ধাপে কাজ হচ্ছে ৷ চলতি ডিসেম্বরে শেষ হতে চলেছে প্রথম ধাপের কাজ ৷ দ্বিতীয় ধাপের কাজ শেষ অর্থাৎ মন্দির নির্মাণ শেষ হবে জানুয়ারিতে ৷ তৃতীয়ধাপে শেষ করা হবে কমপ্লেক্স নির্মাণের কাজ ৷ তবে এই কাজ শেষের সময়সীমা কবে, তা অবশ্য তিনি জানাননি ৷
রামমন্দিরে রামলালাকে প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে আগামী 16 জানুয়ারি ৷ সাতদিন চলবে এই উৎসব৷ পুরো অনুষ্ঠানের আয়োজক শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ সাতদিনের অনুষ্ঠানের শেষদিনে মন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা ৷ তা প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আরও পড়ুন: