ETV Bharat / bharat

মন্দিরে প্রতিষ্ঠার জন্য রামলালার মূর্তি বাছাইয়ে আজ অযোধ্যায় ভোটগ্রহণ - Ram Mandir

Ayodhya Ram Mandir: আগামী 22 জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামলালার মূর্তি ৷ কোন মূর্তি রাখা হবে, তা বাছাইয়ে আজ ভোট নেওয়া হবে ৷ তিনটি নকশার মধ্য়ে যেটি বেশি ভোট পাবে, সেটিই প্রতিষ্ঠা করা হবে মন্দিরের গর্ভগৃহে ৷

Ayodhya Ram Mandir
Ayodhya Ram Mandir
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 1:25 PM IST

অযোধ্যা, 29 ডিসেম্বর: রামমন্দিরের গর্ভগৃহে স্থান পাবে রামলালার কোন মূর্তি ! তা আজ শুক্রবার চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে ৷ একটি সূত্রের দাবি, অযোধ্যায় রামমন্দির নির্মাণকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মূর্তি বাছাইয়ে ভোট নেবে ৷ তিনটি মূর্তির মধ্যে এই ভোটপর্ব চলবে ৷ যে মূর্তিটি বেশি ভোট পাবে, সেটিকেই আগামী 22 জানুয়ারি নবনির্মিত রামমন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে ৷

বুধবার ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছিলেন যে পাঁচবছর বয়সী রামলালাকে তুলে ধরতে 51 ইঞ্চি মূর্তি তিনটি নকশার মধ্য থেকে বেছে নেওয়া হবে ৷ যেটা সবচেয়ে ভালো হবে সেটাকেই নেওয়া হবে ৷ অন্যদিকে বৃহস্পতিবার অযোধ্যার রাম জন্মভূমি পথের নির্মাণ কাজ খতিয়ে দেখেন শ্রী রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ৷ আগামী মাসে মন্দিরের উদ্বোধন হলেও বছর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় সফর করবেন ৷ তার দু’দিন আগেই সব খতিয়ে দেখলেন নৃপেন্দ্র মিশ্র ৷ তিনি নিরাপত্তার সব ব্যবস্থা ডিসেম্বরের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছেন ৷

সংবাদসংস্থা এএনআই-কে নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, কোনও কাজই তাড়াহুড়োয় করা হচ্ছে না ৷ বরং সময় নিয়ে করা হচ্ছে, যাতে গুণগতমান ভালো হয় ৷ তিনটি ধাপে কাজ হচ্ছে ৷ চলতি ডিসেম্বরে শেষ হতে চলেছে প্রথম ধাপের কাজ ৷ দ্বিতীয় ধাপের কাজ শেষ অর্থাৎ মন্দির নির্মাণ শেষ হবে জানুয়ারিতে ৷ তৃতীয়ধাপে শেষ করা হবে কমপ্লেক্স নির্মাণের কাজ ৷ তবে এই কাজ শেষের সময়সীমা কবে, তা অবশ্য তিনি জানাননি ৷

রামমন্দিরে রামলালাকে প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে আগামী 16 জানুয়ারি ৷ সাতদিন চলবে এই উৎসব৷ পুরো অনুষ্ঠানের আয়োজক শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ সাতদিনের অনুষ্ঠানের শেষদিনে মন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা ৷ তা প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. অযোধ্যার নতুন বিমানবন্দরের নাম 'মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর', উদ্বোধন করবেন মোদি
  2. রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার
  3. অযোধ্যায় মোদির ঝটিকা সফর ঘিরে বাড়তি নিরাপত্তা, বদলে গেল স্টেশনের নাম

অযোধ্যা, 29 ডিসেম্বর: রামমন্দিরের গর্ভগৃহে স্থান পাবে রামলালার কোন মূর্তি ! তা আজ শুক্রবার চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে ৷ একটি সূত্রের দাবি, অযোধ্যায় রামমন্দির নির্মাণকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মূর্তি বাছাইয়ে ভোট নেবে ৷ তিনটি মূর্তির মধ্যে এই ভোটপর্ব চলবে ৷ যে মূর্তিটি বেশি ভোট পাবে, সেটিকেই আগামী 22 জানুয়ারি নবনির্মিত রামমন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে ৷

বুধবার ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছিলেন যে পাঁচবছর বয়সী রামলালাকে তুলে ধরতে 51 ইঞ্চি মূর্তি তিনটি নকশার মধ্য থেকে বেছে নেওয়া হবে ৷ যেটা সবচেয়ে ভালো হবে সেটাকেই নেওয়া হবে ৷ অন্যদিকে বৃহস্পতিবার অযোধ্যার রাম জন্মভূমি পথের নির্মাণ কাজ খতিয়ে দেখেন শ্রী রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ৷ আগামী মাসে মন্দিরের উদ্বোধন হলেও বছর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় সফর করবেন ৷ তার দু’দিন আগেই সব খতিয়ে দেখলেন নৃপেন্দ্র মিশ্র ৷ তিনি নিরাপত্তার সব ব্যবস্থা ডিসেম্বরের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছেন ৷

সংবাদসংস্থা এএনআই-কে নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, কোনও কাজই তাড়াহুড়োয় করা হচ্ছে না ৷ বরং সময় নিয়ে করা হচ্ছে, যাতে গুণগতমান ভালো হয় ৷ তিনটি ধাপে কাজ হচ্ছে ৷ চলতি ডিসেম্বরে শেষ হতে চলেছে প্রথম ধাপের কাজ ৷ দ্বিতীয় ধাপের কাজ শেষ অর্থাৎ মন্দির নির্মাণ শেষ হবে জানুয়ারিতে ৷ তৃতীয়ধাপে শেষ করা হবে কমপ্লেক্স নির্মাণের কাজ ৷ তবে এই কাজ শেষের সময়সীমা কবে, তা অবশ্য তিনি জানাননি ৷

রামমন্দিরে রামলালাকে প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে আগামী 16 জানুয়ারি ৷ সাতদিন চলবে এই উৎসব৷ পুরো অনুষ্ঠানের আয়োজক শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ সাতদিনের অনুষ্ঠানের শেষদিনে মন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা ৷ তা প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. অযোধ্যার নতুন বিমানবন্দরের নাম 'মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর', উদ্বোধন করবেন মোদি
  2. রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার
  3. অযোধ্যায় মোদির ঝটিকা সফর ঘিরে বাড়তি নিরাপত্তা, বদলে গেল স্টেশনের নাম

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.