উত্তরকাশী, 27 নভেম্বর: সিল্কিয়ারা টানেল থেকে শ্রমিকদের উদ্ধার করতে 19.2 মিটার ভার্টিকেল বা উল্লম্ব ড্রিলিংয়ের কাজ শেষ হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) ম্যানেজিং ডিরেক্টর মাহমুদ আহমেদ ৷ তিনি বলেন, "আমরা প্রায় 19.2 মিটার ড্রিলিং সম্পন্ন করেছি । আমাদের চার দিন অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে প্রায় 86 মিটার আরও ড্রিল করতে হবে । আশা করি এই কাজের মাঝে আর কোনও বাধা আসবে না এবং কাজটি সময়মতো শেষ হবে ৷"
16 দিন ধরে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে রয়েছেন 41 জন শ্রমিক ৷ তাঁদের উদ্ধার করতে সবরকম চেষ্টা করছে উত্তরাখণ্ড প্রশাসন ৷ উদ্ধারের কাজে হাত লাগিয়েছে সেনাও ৷ সিল্কিয়ারা টানেল উদ্ধার অভিযানে নিয়োজিত আধিকারিক এবং বিশেষজ্ঞরা গত 16 দিন ধরে আটকে পড়া 41 জন শ্রমিককে বাঁচাতে একাধিক পরিকল্পনা করেছেন । তার মধ্যে একটি হল উল্লম্ব ড্রিলিং করে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা ৷
সোমবারের উদ্ধারকার্য নিয়ে উত্তরাখণ্ড সরকারের সচিব এবং উদ্ধার অভিযানের নোডাল অফিসার নীরজ খয়েরওয়াল বলেছেন, টানেলে আটকে থাকা অগার মেশিনটি সরাতে গিয়ে উদ্ধার কাজে ছেদ পড়েছে । প্লাজমা কাটিং মেশিন এবং অন্যান্য মেশিন আসার সঙ্গে সঙ্গে আবার কাজ খুব দ্রুত গতিতে চলছে । এরপর কাজে এখনও পর্যন্ত কোন বাধা আসেনি ৷ তবে কতক্ষণে আমরা ভাঙা অগার মেশিনটি সরিয়ে ফেলব বলতে পারছি না । মেশিনটি সরানের পরে আমরা ভিতরে ম্যানুয়াল ড্রিলিং করব । সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট আরও কীভাবে কাজ করা যায় সে সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করবে ৷"
বেরনোর পথের বিষয়ে এনএইচআইডিসিএলের এমডি মাহমুদ আহমেদ বলেন, "আমরাও এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি । এ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেখান থেকে কিছু বেরিয়ে আসবে । আজকের মতো আমাদের প্রথম লক্ষ্য 41 জন কর্মীকে নিরাপদে টানেল থেকে বের করে আনা ।"
একদিকে 8 ইঞ্চি পাইপলাইনের ড্রিলিং প্রায় 70-80 মিটার করা হয়েছে ৷ অন্যদিকে 1.2 মিটার ব্যাসের একটি পাইপলাইনের ড্রিলিং প্রায় 20 মিটারের জন্য করা হয়েছে ৷ এমনটাই আধিকারিকরা জানিয়েছেন । জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সদস্য, লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন বলেছেন, "উত্তরকাশীর টানেলের ভিতরে পৌঁছনোর জন্য 86 মিটার উল্লম্ব ড্রিলিংয়ের প্রয়োজন ৷ যেখানে 41 জন শ্রমিক আটকে রয়েছেন ৷ 17 মিটার ড্রিলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ।"
আরও পড়ুন: