নয়াদিল্লি, 17 জানুয়ারি : 15 থেকে 18 বছর বয়সি দেশের 3 কোটি 31 লক্ষ কিশোর-কিশোরী ইতিমধ্যেই কোভিড টিকার প্রথম ডোজের আওয়ায় এসেছে ৷ সেই সাফল্যকে সঙ্গী করেই দেশে এবার শুরু হত চলেছে 12-14 বয়সিদের টিকাকরণ ৷ রূপরেখা তৈরিই রয়েছে, সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতেই আরম্ভ হবে 12 থেকে 14 বয়সিদের টিকাকরণ কর্মসূচি (12 to14 age group COVID vaccination all set to begin from March) ৷ এমনই জানালেন এনটিএজিআই (National Technical Advisory Group on Immunisation) ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডঃ এন কে অরোরা ৷
রবিবার দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "15 থেকে 17 বয়সবন্ধনীর আওতায় থাকা দেশের 7কোটি 40 লক্ষ ছেলেমেয়ের প্রত্যেককে আমরা জানুয়ারির মধ্যে টিকার প্রথম ডোজের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়েছি ৷ ফলে ফেব্রুয়ারির শুরু থেকেই তাদের টিকার দ্বিতীয় ডোজের কর্মসূচি আমরা শুরু করতে পারব ৷ সব ঠিকঠাক চললে ফেব্রুয়ারির মধ্যে 15-17 বয়সিদের দ্বিতীয় ডোজের কর্মসূচি সম্পন্ন হবে ৷ তাহলে আমরা ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতেই 12-14 বয়সিদের টিকাকরণ কর্মসূচি শুরু করতে পারব ৷"
আরও পড়ুন : Firhad Hakim on Covid Vaccination : 12 বছর থেকেই কোভিড টিকাকরণের দাবি ফিরহাদের
12-17 বছর বয়সবন্ধনীর ছেলেমেয়েরা অনেক বেশি চলনশীল ৷ স্কুল, কলেজে গিয়ে তাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ঢের বেশি ৷ তাই আঠারোর কমবয়সিদের টিকাকরণে সরকার যে দ্রুততার সঙ্গে বাড়তি উদ্যোগ নিচ্ছে, তা আশ্বস্ত করছে বিশেষজ্ঞদের ৷ ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স অ্যাকাডেমির প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ প্রমোদ জগ জানান, "শিশুদের টিকাকরণের পরিধি বৃদ্ধির পদক্ষেপকে স্বাগত ৷ এবার 5 থেকে 12 বয়সি শিশুদের টিকার আওতায় আনার বিষয়টিও সরকারের ভেবে দেখা উচিত ৷ কারণ কোভিডে তাদেরও যথেষ্ট ঝুঁকি রয়েছে ৷"