রামপুর (উত্তরপ্রদেশ), 27 অক্টোবর: ঘৃণা ভাষণের (Hate Speech) মামলায় তিন বছরের কারাদণ্ড হল সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা আজম খানের (Azam Khan) ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর জেলা আদালত এই রায় দিয়েছে ৷ একই সঙ্গে তাঁর 25 হাজার টাকা জরিমানাও হয়েছে ৷ এদিন ছেলেকে নিয়ে আদালতে হাজির হয়েছিলেন তিনি ৷
2019 সালের লোকসভা নির্বাচনের প্রচারে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল আজম খানের বিরুদ্ধে ৷ রামপুরের একটি গ্রামে নির্বাচনী প্রচার সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে ৷ যা অশান্তি তৈরি করতে পারে বলে অভিযোগ উঠেছিল ৷
সেই ভাষণের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ পলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ৷ তবে তার আগে নির্বাচন কমিশনের ভিডিয়ো পর্যবেক্ষণ টিম সেটিকে খতিয়ে দেখেছিল ৷ ঘটনার তদন্তের পর আদালতে পুলিশ চার্জশিট পেশ করে ৷ সেখানে সমাজবাদী পার্টির এই নেতার নাম ছিল ৷
এই মামলা চলছিল রামপুরের এমপি-এমএলএ কোর্টে (MP-MLA Court) ৷ মামলার শুনানি শেষ হয় গত 21 অক্টোবর ৷ সেদিনই আদালত রায়দানের জন্য 27 অক্টোবরের দিন ধার্য করেছিল ৷ বৃহস্পতিবার আদালত আজম খানকে দোষী সাব্যস্ত করে ৷ তার পর তাঁকে তিন বছরের কারাবাসের সাজা দেয় ৷
প্রসঙ্গত, আজম খান রামপুরের বিধায়ক৷ তাঁকে সম্প্রতি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল ৷ কিন্তু পরে তিনি তা ফিরিয়ে দেন ৷ তখন জানা গিয়েছিল যে আজম খান উত্তরপ্রদেশ সরকারের কাছে জেড ক্যাটাগরির নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন ৷ কিন্তু তাঁকে দেওয়া হয় ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ৷ সেই কারণেই তিনি তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷
যদিও উত্তরপ্রদেশ পুলিশ সেই সময় জানিয়েছিল যে প্রয়োজনে আবার নিরাপত্তা দেওয়া হবে সমাজবাদী পার্টির ওই বিধায়ককে ৷ তবে বৃহস্পতিবার রামপুর আদালতের রায়ের পর নিরাপত্তার বিষয়টির আর প্রয়োজন রইল না বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন: যোগীর দেওয়া ওয়াই ক্যাটাগরির সুরক্ষা ফেরালেন আজম খান