ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের কানপুরে পথ দুর্ঘটনায় 16 জনের মৃত্যু

উত্তরপ্রদেশের কানপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হল । ঘটনাটি ঘটে কানপুরের কিষাণ নগর থানা এলাকায় । দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

KANPUR
উত্তরপ্রদেশের কানপুরে দুর্ঘটনায় মৃত্যু 16 জনের
author img

By

Published : Jun 8, 2021, 10:56 PM IST

Updated : Jun 9, 2021, 8:35 AM IST

কানপুর, 8 জুন: উত্তরপ্রদেশের কানপুরে পথ দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হল । ঘটনাটি ঘটে কানপুরের কিষাণ নগর থানা এলাকায় । বাস ও জেসিবির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

কানপুর আউটারের এসপি অস্তভুজা প্রসাদ সিং বলেন, কিষাণ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ একটি দ্রুতগতির বাস রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিকে ধাক্কা মারে ৷ ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, জেসিবিটি হাইওয়ের অন্যপ্রান্তে ছিটকে পড়ে ৷ বাসটিও উল্টে একটি পরিখাতে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন ৷

প্রশাসনের এক মুখপাত্র বলেন, মুখ্যমন্ত্রী দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছন ৷ এবং আধিকারিকদের দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

কানপুর, 8 জুন: উত্তরপ্রদেশের কানপুরে পথ দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হল । ঘটনাটি ঘটে কানপুরের কিষাণ নগর থানা এলাকায় । বাস ও জেসিবির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

কানপুর আউটারের এসপি অস্তভুজা প্রসাদ সিং বলেন, কিষাণ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ একটি দ্রুতগতির বাস রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিকে ধাক্কা মারে ৷ ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, জেসিবিটি হাইওয়ের অন্যপ্রান্তে ছিটকে পড়ে ৷ বাসটিও উল্টে একটি পরিখাতে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন ৷

প্রশাসনের এক মুখপাত্র বলেন, মুখ্যমন্ত্রী দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছন ৷ এবং আধিকারিকদের দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

Last Updated : Jun 9, 2021, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.