ETV Bharat / bharat

G20 Summit in Delhi: বৈঠক শেষে খোশমেজাজে হাসিনা-বাইডেন, সেলফিতে মজলেন দুই রাষ্ট্রপ্রধান

দিল্লিতে জি20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । ওইদিন দুপুরেই দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভারতের প্রতিনিধিত্বে 9 এবং 10 সেপ্টেম্বর 'ভারত মণ্ডপম'-এ জি20 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করছে। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনার সঙ্গে এসেছেন মেয়ে সাইমাও।

Etv Bharat
হাসিনা-বাইডেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 10:56 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে শনিবার জি20 সম্মেলনে ভারত মণ্ডপমে সেলফি তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সংবাদ সংস্থা এএনআই তাদের এক্স হ্যান্ডেল (টুইটার)-এ দুই রাষ্ট্রপ্রধানের সেই সেলফি তোলার মুহূর্তের ছবি শেয়ার করেছে।

দিল্লিতে জি20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । ওইদিন দুপুরেই দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভারতের প্রতিনিধিত্বে 9 এবং 10 সেপ্টেম্বর 'ভারত মণ্ডপম'-এ জি20 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করছে। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনার সঙ্গে এসেছেন মেয়ে সাইমাও। সূত্রের খবর, বাংলাদেশে শেখ হাসিনার উত্তরসূরি হিসাবে সাইমাকেই সম্ভবত প্রজেক্ট করতে চাইছে আওয়ামি লিগ । অন্যদিক, 'হু'-এর ভোটেও সম্ভবত লড়তে চলেছেন সাইমা । এদিন বাইডেনের সঙ্গে সেলফিতে দেখা গিয়েছে সাইমাকেও ।

শীর্ষ সম্মেলনে 30টিরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্তা, আমন্ত্রিত অতিথি দেশ এবং 14টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশ নিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জি20 শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মানবকেন্দ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তার আহ্বান যেমন জানিয়েছেন, তেমনই সন্ত্রাসবাদ এবং যুদ্ধের তীব্র নিন্দা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ভারত এক বিশ্বের চেতনা নিয়ে, লাইফ মিশনের মতো উদ্যোগে কাজ করছে । সেইসঙ্গে, মিলেট আন্তর্জাতিক বছরের উপরও জোর দিয়েছে তিনি।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "জি20 শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে 'ওয়ান আর্থ'-এর বিষয়ে কথা বলেছেন। আরও মানবকেন্দ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তা প্রয়োজন । যা ভারতীয় সংস্কৃতিতে সর্বদা জোর দিয়েছে। এক বিশ্বের চেতনা নিয়েই ভারত লাইফ মিশনের মতো উদ্যোগে কাজ করেছে, যা আন্তর্জাতিক মিলেট (বাজরা) বছর, গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ, সৌর শক্তি ব্যবহার, প্রাকৃতিক উৎসাহ দেয়। কৃষি এবং জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনও গুরুত্বপূর্ণ।"

আরও পড়ুন: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের ঘোষণা জি20'র মঞ্চে, স্বপ্নের প্রকল্প বললেন মোদি

প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনে একটি সুষ্ঠু বৈঠক হয়েছে। একই সঙ্গে, এদিন তিনি জি20 গোষ্ঠীর মধ্যে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকেও স্বাগত জানান।

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে শনিবার জি20 সম্মেলনে ভারত মণ্ডপমে সেলফি তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সংবাদ সংস্থা এএনআই তাদের এক্স হ্যান্ডেল (টুইটার)-এ দুই রাষ্ট্রপ্রধানের সেই সেলফি তোলার মুহূর্তের ছবি শেয়ার করেছে।

দিল্লিতে জি20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । ওইদিন দুপুরেই দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভারতের প্রতিনিধিত্বে 9 এবং 10 সেপ্টেম্বর 'ভারত মণ্ডপম'-এ জি20 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করছে। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনার সঙ্গে এসেছেন মেয়ে সাইমাও। সূত্রের খবর, বাংলাদেশে শেখ হাসিনার উত্তরসূরি হিসাবে সাইমাকেই সম্ভবত প্রজেক্ট করতে চাইছে আওয়ামি লিগ । অন্যদিক, 'হু'-এর ভোটেও সম্ভবত লড়তে চলেছেন সাইমা । এদিন বাইডেনের সঙ্গে সেলফিতে দেখা গিয়েছে সাইমাকেও ।

শীর্ষ সম্মেলনে 30টিরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্তা, আমন্ত্রিত অতিথি দেশ এবং 14টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশ নিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জি20 শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মানবকেন্দ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তার আহ্বান যেমন জানিয়েছেন, তেমনই সন্ত্রাসবাদ এবং যুদ্ধের তীব্র নিন্দা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ভারত এক বিশ্বের চেতনা নিয়ে, লাইফ মিশনের মতো উদ্যোগে কাজ করছে । সেইসঙ্গে, মিলেট আন্তর্জাতিক বছরের উপরও জোর দিয়েছে তিনি।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "জি20 শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে 'ওয়ান আর্থ'-এর বিষয়ে কথা বলেছেন। আরও মানবকেন্দ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তা প্রয়োজন । যা ভারতীয় সংস্কৃতিতে সর্বদা জোর দিয়েছে। এক বিশ্বের চেতনা নিয়েই ভারত লাইফ মিশনের মতো উদ্যোগে কাজ করেছে, যা আন্তর্জাতিক মিলেট (বাজরা) বছর, গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ, সৌর শক্তি ব্যবহার, প্রাকৃতিক উৎসাহ দেয়। কৃষি এবং জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনও গুরুত্বপূর্ণ।"

আরও পড়ুন: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের ঘোষণা জি20'র মঞ্চে, স্বপ্নের প্রকল্প বললেন মোদি

প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনে একটি সুষ্ঠু বৈঠক হয়েছে। একই সঙ্গে, এদিন তিনি জি20 গোষ্ঠীর মধ্যে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকেও স্বাগত জানান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.