মুম্বই, 1 ডিসেম্বর : হুমকির মুখে বাতিল হয়ে গেল কৌতুক শিল্পী কুণাল কামরার (Comedian Kunal Kamra) অনুষ্ঠান (stand-up shows) ৷ বুধবার তিনি নিজেই একথা জানিয়েছেন ৷ বেঙ্গালুরুতে তাঁর বেশ কয়েকটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৷ সেগুলিই বাতিল করে দেওয়া হয়েছে বলে দাবি কুণালের ৷ উল্লেখ্য, এর আগে বেঙ্গালুরুতেই কৌতুক শিল্পী মুনওয়ার ফারুকিকেও (Comedian Munnawar Faruqui) অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি ৷ পুলিশের বক্তব্য ছিল, তিনি (মুনওয়ার) একজন ‘বিতর্কিত’ ব্যক্তি ৷ সেই কারণেই তাঁকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া সম্ভব নয় ৷
আরও পড়ুন : ‘‘টুইট প্রত্য়াহার বা ক্ষমা চাইব না’’, অনড় কমেডিয়ান কুণাল কামরা
কুণাল কামরাকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয় ৷ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন কুণাল ৷ তাঁর সমালোচক যেমন প্রচুর, তেমনই অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয় ৷ এদিন টুইটারে তাঁর ফলোয়ারদের অনুষ্ঠান বাতিল হওয়ার কথা নিজেই জানান কুণাল ৷
এদিন কুণাল এই প্রসঙ্গে জানান, ‘‘হ্যালো বেঙ্গালুরুবাসী ৷ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী 20 দিনের মধ্যে বেঙ্গালুরুতে আমার যে অনুষ্ঠানগুলি হওয়ার কথা ছিল, সেগুলি বাতিল হয়ে গিয়েছে ৷ মূলত দু’টি কারণে অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ প্রথমত, যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে একসঙ্গে 45 জনের বসার বিশেষ অনুমতিই দেওয়া হয়নি ৷ অথচ, সেখানকার আসনসংখ্যা আরও বেশি ৷ দ্বিতীয়ত, উদ্যোক্তাদের হুমকি দেওয়া হয়েছে, যদি তাঁরা ওই জায়গায় আমাকে অনুষ্ঠান করতে দেন, তাহলে তা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে ৷ আমার মনে হয়, এটাই হয়তো নতুন কোভিড প্রোটোকল এবং নয়া গাইডলাইন ৷ মনে হচ্ছে আমাকেই এখন কোভিডের নতুন একটি ভ্যারিয়্যান্ট হিসাবে গণ্য করা হচ্ছে ৷’’
আরও পড়ুন : 4টি সংস্থার বিমানে আপাতত যাতায়াত করতে পারবেন না কুণাল কামরা
কুণালের মতে, যেভাবে মুনওয়ার ফারুকির পর তাঁর অনুষ্ঠানের উপরেও লাগাম টানা হচ্ছে, তা থেকে এটাই স্পষ্ট হয় যে শাসকশিবির সাম্য ও সমানাধিকারকে দমন করার চেষ্টা করছে ৷ প্রসঙ্গত, সম্প্রতি কৌতুক অনুষ্ঠান থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন মুনওয়ার ফারুকি ৷ ইদানীংকালে তাঁর একের পর এক অনুষ্ঠান বাতিল হওয়ার জেরেই এই সিদ্ধান্ত নেন এই হাস্যকৌতুক শিল্পী ৷ কুণাল এই প্রসঙ্গে বলেন, ‘‘ফারুকি যখন কৌতুক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন, তখন কুণাল কামরা কীভাবে অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন, অনেকেই একথা ভাবছিলেন ৷’’ কুণালের বার্তা, বর্তমান প্রেক্ষাপটই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ৷