শামলি, 2 জুন : স্ত্রীর কাছে স্য়ালাড খেতে চেয়েছিলেন মদ্যপ স্বামী ৷ কিন্তু স্ত্রী সেই ‘হুকুম তামিল’ করেননি ৷ আর শুধুমাত্র সেই কারণেই স্ত্রীকে খুন করলেন ওই ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার গোগওয়ান গ্রামে ৷ বাবার হামলায় গুরুতর জখম হয়েছেন এই দম্পতির 20 বছরের ছেলেও ৷ সোমবারের ঘটনা ঘিরে এখনও থমথমে গোটা এলাকা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মুরলী সিং ৷ তাঁর স্ত্রীর নাম সুদেশ ৷ এই দম্পতির ছেলের নাম অজয় ৷ প্রতিবেশীদের দাবি, স্য়ালাড না দেওয়ায় স্ত্রীর উপর রেগে ছিলেন মুরলী ৷ পরে যখন তিনি দেখেন, তাঁর স্ত্রী ও ছেলে ঘুমোচ্ছেন, তখনই তাঁদের উপর হামলা চালান ওই ব্যক্তি ৷ আক্রান্তদের কান্না শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ মা ও ছেলেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন তাঁরা ৷ তাঁরাই আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন অভিযুক্ত মুরলী ৷
আরও পড়ুন : কুস্তিগীর খুনের ঘটনায় আরও চারজন গ্রেফতার
এদিকে, হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্য়ু হয় সুদেশের ৷ তাঁর ছেলের অবস্থা এখনও সংকটজনক ৷ তাঁর চিকিৎসা চলছে ৷ অন্যদিকে, এখনও পাত্তা নেই ঘটনায় মূল অভিযুক্ত মুরলী সিংয়ের ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ চলছে তল্লাশি ৷ সার্কেল অফিসার অমিত সাক্সেনা জানিয়েছেন, মুরলীকে পাকড়াও করতে বিশেষ দল গঠন করা হয়েছে ৷ সুদেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আপাতত সেই রিপোর্টের জন্যই অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷