ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় আগুন ! শ্বাসরোধ হয়ে মৃত প্রাক্তন ডিএসপি-সহ 6; জখম 4 - FIRE IN JAMMU AND KASHMIR

জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! ঘটনাস্থল থেকে উদ্ধার 10 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, 4 জন আশঙ্কাজনক ৷

Fire in Jammu and Kashmir
জম্মু ও কাশ্মীরে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

জম্মু ও কাশ্মীর, 18 ডিসেম্বর: ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ছয় জনের ৷ আহত হয়েছেন আরও চারজন ৷ মৃতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ডিএসপি ও তাঁর তিন বছরের নাতি ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাঠুয়া জেলার শিব নগর এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায় ৷ এরপর ঘন ধোঁয়ায় ভরে যায় ঘরের চারিদিক ৷ সেই সময় ওই বাড়ির ভিতরে সকলেই ঘুমিয়ে ছিলেন । রাত আড়াইটার দিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ওই বাড়ির দিকে ছুটে যান । খবর দেওয়া হয় দমকল ও পুলিশে ৷ ঘটনাস্থল থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

আহতদের উদ্ধার করে কাঠুয়ার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে দুই নাবালক-সহ ছ'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । হাসপাতালের একজন চিকিৎসক বলেন, "দশ জনকে হাসপাতালে আনা হয়েছিল । ছ'জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন ৷" প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে ওই ছয় জনের মৃত্যু হয়েছে ৷ তবে অগ্নিদগ্ধের কোনও খবর পাওয়া যায়নি ।

রকি শর্মা নামে এক ছাত্র জানান, রাত জেগে তিনি পড়াশোনা করছিলেন ৷ সেসময় কালো ধোঁয়া দেখতে পান ৷ এরপর অন্যদের সঙ্গে ওই ছাত্র সেই বাড়িতে যান । ততক্ষণে আগুন বাড়ির ড্রয়িং রুমটিকে গ্রাস করেছিল এবং ধোঁয়া অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে ৷ তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ছয় জনের, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও 4 জন ৷

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন 81 বছর বয়সি অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার অবতার কৃষ্ণ রায়না, তাঁর মেয়ে বরখা রায়না (25), নাতি তাকাশ (3), 17 বছরের গঙ্গা ভগত, 15 বছরের দানিশ ভগত এবং 6 বছরের আদবিক ৷ কাঠুয়া সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন স্বর্ণা (61), নীতু দাভি (40), অরুণ কুমার (15) এবং কেওয়াল কৃষাণ (69) ।

কাঠুয়া জিএমসির অধ্যক্ষ এসকে অত্রি বলেন, "একজন অবসরপ্রাপ্ত সহকারী ম্যাট্রনের ভাড়া বাড়িতে আগুন লেগেছে । 10 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে এবং তাঁদের মধ্যে 4 জন আহত হয়েছে । প্রাথমিকভাবে মনে হচ্ছে, মৃত্যুর কারণ শ্বাসরোধ । পুলিশ বিষয়টি তদন্ত করছে । ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।"

পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি । দেহগুলি কাঠুয়া জিএমসি মর্গে রাখা হয়েছে ৷ তবে ওই ভাড়া বাড়ির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িটি কালো ছাইয়ে ঢেকে গিয়েছে । এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ । (এজেন্সি ইনপুট সহ)

জম্মু ও কাশ্মীর, 18 ডিসেম্বর: ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ছয় জনের ৷ আহত হয়েছেন আরও চারজন ৷ মৃতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ডিএসপি ও তাঁর তিন বছরের নাতি ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাঠুয়া জেলার শিব নগর এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায় ৷ এরপর ঘন ধোঁয়ায় ভরে যায় ঘরের চারিদিক ৷ সেই সময় ওই বাড়ির ভিতরে সকলেই ঘুমিয়ে ছিলেন । রাত আড়াইটার দিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ওই বাড়ির দিকে ছুটে যান । খবর দেওয়া হয় দমকল ও পুলিশে ৷ ঘটনাস্থল থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

আহতদের উদ্ধার করে কাঠুয়ার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে দুই নাবালক-সহ ছ'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । হাসপাতালের একজন চিকিৎসক বলেন, "দশ জনকে হাসপাতালে আনা হয়েছিল । ছ'জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন ৷" প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে ওই ছয় জনের মৃত্যু হয়েছে ৷ তবে অগ্নিদগ্ধের কোনও খবর পাওয়া যায়নি ।

রকি শর্মা নামে এক ছাত্র জানান, রাত জেগে তিনি পড়াশোনা করছিলেন ৷ সেসময় কালো ধোঁয়া দেখতে পান ৷ এরপর অন্যদের সঙ্গে ওই ছাত্র সেই বাড়িতে যান । ততক্ষণে আগুন বাড়ির ড্রয়িং রুমটিকে গ্রাস করেছিল এবং ধোঁয়া অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে ৷ তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ছয় জনের, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও 4 জন ৷

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন 81 বছর বয়সি অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার অবতার কৃষ্ণ রায়না, তাঁর মেয়ে বরখা রায়না (25), নাতি তাকাশ (3), 17 বছরের গঙ্গা ভগত, 15 বছরের দানিশ ভগত এবং 6 বছরের আদবিক ৷ কাঠুয়া সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন স্বর্ণা (61), নীতু দাভি (40), অরুণ কুমার (15) এবং কেওয়াল কৃষাণ (69) ।

কাঠুয়া জিএমসির অধ্যক্ষ এসকে অত্রি বলেন, "একজন অবসরপ্রাপ্ত সহকারী ম্যাট্রনের ভাড়া বাড়িতে আগুন লেগেছে । 10 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে এবং তাঁদের মধ্যে 4 জন আহত হয়েছে । প্রাথমিকভাবে মনে হচ্ছে, মৃত্যুর কারণ শ্বাসরোধ । পুলিশ বিষয়টি তদন্ত করছে । ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।"

পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি । দেহগুলি কাঠুয়া জিএমসি মর্গে রাখা হয়েছে ৷ তবে ওই ভাড়া বাড়ির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িটি কালো ছাইয়ে ঢেকে গিয়েছে । এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ । (এজেন্সি ইনপুট সহ)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.