ETV Bharat / entertainment

অস্কার মঞ্চে পৌঁছল না 'লাপাতা লেডিজ', ভরসা একমাত্র 'অনুজা' - OSCARS 2025

97তম অ্যাকাডেমি পুরস্কার নমিনেশনের শর্টলিস্টে স্থান পেল না 'লাপাতা লেডিজ'৷ আশার আলো দেখাচ্ছে লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মে জায়গা পাওয়া 'অনুজা' ৷

Oscars 2025
অস্কারে আশা জাগাচ্ছে 'অনুজা' (এএনআই)
author img

By ANI

Published : 3 hours ago

লস অ্যাঞ্জেলস, 18 ডিসেম্বর: ক্রস ফিঙ্গার করে রেখেছিলেন ভারতবাসী ৷ কিরণ রাওয়ের ছবি 'লাপাতা লেডিজ' যাতে অস্কার প্রতিযোগিতার পরবর্তী ধাপে পৌঁছে যায় ৷ তবে সেই আশা ব্যর্থ হয়েছে ৷ 97তম অ্যাকাডেমি পুরস্কার নমিনেশনের শর্টলিস্টে স্থান পেল না ফুল ও জয়ার কাহিনী ৷ তবে হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মে জায়গা পাওয়া 'অনুজা' ৷ অস্কারজয়ী গুণীত মঙ্গা কাপুর এই ছবি প্রযোজনা করেছেন ৷

মঙ্গলবার আমেরিকার স্থানীয় সময় অনুসারে দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস 97তম অস্কার পুরস্কারের জন্য 10টি বিভাগে বাছাই করা নমিনেশনের তালিকা প্রকাশ করে ৷ ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ কিন্তু এই ছবি পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়নি ৷ এই খবরে পরিচালক থেকে অনুরাগীরা, সকলেরই মন খারাপ ৷

তবে কিছুটা আশার আলো জাগিয়ে রেখেছে মোঙ্গা প্রযোজিত 'অনুজা' যা বেস্ট লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে ৷ ছবির বিষয়বস্তু হিসাবে উঠে এসেছে শিশুশ্রমের প্রসঙ্গ ৷ এক জামাকাপড়ের কারখানায় এক শিশু কাজ করে ৷ তাঁর জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প ৷ মুখ্যচরিত্রে নাগেশ ভোঁসলে, সাজদা পাঠান ও অনন্যা শানভাগ ৷ ছবিটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস ৷

এই নিয়ে গুণীত মঙ্গা কাপুর তৃতীয়বারের জন্য অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলেন ৷ এর আগে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স' ও 'পিরিয়ড: এন্ড দ্য সেনটেন্স' জিতে নিয়েছে অস্কার ৷ যা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে গর্বিত করেছে ৷ 'অনুজা' ছাড়াও আরও একটি হিন্দি সিনেমা অস্কার প্রতিযোগিতায় রয়েছে ৷ ছবির নাম 'সন্তোষ' ৷ এটি আসলে ব্রিটিশ-ইন্ডিয়ান ফিল্ম ৷ পরিচালনা করেছেন সন্ধ্যা সুরি ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছে সাহানা গোস্বামীকে ৷ সন্তোষ ইউনাইটেড কিংডম-এর হয়ে অস্কার প্রতিযোগিতায় অফিসিয়াল এন্ট্রি পেয়েছে ৷ এই ছবি কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ৷

দ্য একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস সেরা লাইভ অ্যাকশন শর্ট এবং সেরা অ্যানিমেটেড শর্ট অস্কার বিভাগে 30টি সিনেমার শর্টলিস্ট প্রকাশ করেছে ৷ প্রতিযোগিতায় রয়েছে 'ক্লোডাঘ', 'ক্রাস্ট' 'ডোভেকোট' 'এজ অফ স্পেস' এবং 'দ্য আইসক্রিম ম্যান'-এর মতো ছবি ৷

লস অ্যাঞ্জেলস, 18 ডিসেম্বর: ক্রস ফিঙ্গার করে রেখেছিলেন ভারতবাসী ৷ কিরণ রাওয়ের ছবি 'লাপাতা লেডিজ' যাতে অস্কার প্রতিযোগিতার পরবর্তী ধাপে পৌঁছে যায় ৷ তবে সেই আশা ব্যর্থ হয়েছে ৷ 97তম অ্যাকাডেমি পুরস্কার নমিনেশনের শর্টলিস্টে স্থান পেল না ফুল ও জয়ার কাহিনী ৷ তবে হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মে জায়গা পাওয়া 'অনুজা' ৷ অস্কারজয়ী গুণীত মঙ্গা কাপুর এই ছবি প্রযোজনা করেছেন ৷

মঙ্গলবার আমেরিকার স্থানীয় সময় অনুসারে দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস 97তম অস্কার পুরস্কারের জন্য 10টি বিভাগে বাছাই করা নমিনেশনের তালিকা প্রকাশ করে ৷ ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ কিন্তু এই ছবি পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়নি ৷ এই খবরে পরিচালক থেকে অনুরাগীরা, সকলেরই মন খারাপ ৷

তবে কিছুটা আশার আলো জাগিয়ে রেখেছে মোঙ্গা প্রযোজিত 'অনুজা' যা বেস্ট লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে ৷ ছবির বিষয়বস্তু হিসাবে উঠে এসেছে শিশুশ্রমের প্রসঙ্গ ৷ এক জামাকাপড়ের কারখানায় এক শিশু কাজ করে ৷ তাঁর জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প ৷ মুখ্যচরিত্রে নাগেশ ভোঁসলে, সাজদা পাঠান ও অনন্যা শানভাগ ৷ ছবিটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস ৷

এই নিয়ে গুণীত মঙ্গা কাপুর তৃতীয়বারের জন্য অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলেন ৷ এর আগে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স' ও 'পিরিয়ড: এন্ড দ্য সেনটেন্স' জিতে নিয়েছে অস্কার ৷ যা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে গর্বিত করেছে ৷ 'অনুজা' ছাড়াও আরও একটি হিন্দি সিনেমা অস্কার প্রতিযোগিতায় রয়েছে ৷ ছবির নাম 'সন্তোষ' ৷ এটি আসলে ব্রিটিশ-ইন্ডিয়ান ফিল্ম ৷ পরিচালনা করেছেন সন্ধ্যা সুরি ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছে সাহানা গোস্বামীকে ৷ সন্তোষ ইউনাইটেড কিংডম-এর হয়ে অস্কার প্রতিযোগিতায় অফিসিয়াল এন্ট্রি পেয়েছে ৷ এই ছবি কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ৷

দ্য একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস সেরা লাইভ অ্যাকশন শর্ট এবং সেরা অ্যানিমেটেড শর্ট অস্কার বিভাগে 30টি সিনেমার শর্টলিস্ট প্রকাশ করেছে ৷ প্রতিযোগিতায় রয়েছে 'ক্লোডাঘ', 'ক্রাস্ট' 'ডোভেকোট' 'এজ অফ স্পেস' এবং 'দ্য আইসক্রিম ম্যান'-এর মতো ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.