ETV Bharat / bharat

UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক - উত্তর প্রদেশে সাত দফায় বিধানসভা ভোট

আগামী 10 ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) শুরু ৷ তার আগে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে (up bjp exodus continues) ৷ গত তিনদিনে সাতজন বিজেপি বিধায়ক দল ছাড়লেন (7 Resignation in three days in UP BJP) ৷

up bjp exodus continues as another quits the party
UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক
author img

By

Published : Jan 13, 2022, 1:11 PM IST

লখনউ, 13 জানুয়ারি : ভোট ঘোষণা হওয়ার পর থেকে উত্তরপ্রদেশ বিজেপিতে (Uttar Pradesh BJP) ভাঙন অব্যাহত ৷ বৃহস্পতিবারও এক বিধায়ক ইস্তফা দিয়েছেন দল থেকে (Another MLA Quits BJP in UP) ৷ এই নিয়ে গত তিনদিনে বিজেপি ছাড়লেন সাতজন বিধায়ক ৷

এদিন যিনি দল ছেড়েছেন, তাঁর নাম মুকেশ বর্মা ৷ তিনি উত্তরপ্রদেশের শিকোহাবাদের বিধায়ক ছিলেন ৷ সূত্রের খবর, তিনিও সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন ৷

গত সোমবার এই ভাঙন শুরু হয় ৷ প্রথমে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ৷ তার পর একে একে বাকিরাও দল ছাড়তে শুরু করেছেন ৷

এদিন পদত্যাগ করার পর পদত্যাগপত্রটি টুইটারে পোস্ট করেন মুকেশ বর্মা ৷ তার পর লেখেন, ‘‘স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা ৷ তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা তাঁকে সমর্থন করব ৷ আরও অনেক নেতা আগামিদিনে আমাদের সঙ্গী হবেন ৷’’

স্বামী প্রসাদের মতো মুকেশও ওবিসি নেতা ৷ তিনিও দাবি করেছেন যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার পিছিয়ে পড়া মানুষদের প্রতি গত পাঁচ বছর ধরে বারবার অবহেলা করেছে ৷ তাই সেই অবহেলিতদের পক্ষে যিনি সরব হয়েছেন, সেই স্বামী প্রসাদের সঙ্গী হচ্ছেন বলেও তিনি দাবি করেছেন ৷

এদিকে উত্তরপ্রদেশ বিজেপিতে ভাঙন নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা তথা ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ তাঁর দাবি, এই বিদ্রোহের জেরেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে হারতে হবে যোগী আদিত্যনাথকে ৷

বৃহস্পতিবার ছত্তীশগড়ের বীরগাঁও পৌরনিগমের মেয়রের শপথগ্রহণ ছিল ৷ সেখানে উপস্থিত হয়েই এই মন্তব্য করেন তিনি ৷ ভূপেশ বাঘেলের ব্যাখ্যা, এতদিন প্রতিটি ভোটের আগে অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখা যেত ৷ কিন্তু এখন উল্টো ঘটনা ঘটছে ৷ এর থেকেই প্রমাণ হয় যে যোগী আদিত্যনাথের বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : আজই উত্তরপ্রদেশ ভোটের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করবেন প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা ভোট (UP Assembly Polls 2022) ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ওই রাজ্যের 403টি বিধানসভা আসনে নির্বাচন ৷ 10 মার্চ ভোটের ফল ঘোষণা ৷ সেই দিন ফলাফল গেরুয়া শিবিরের পক্ষে থাকবে নাকি, বিরোধীরা বিজেপিকে হারাতে পারবে বিরোধীরা, সেই দিকেই তাকিয়ে গোটা দেশ ৷

লখনউ, 13 জানুয়ারি : ভোট ঘোষণা হওয়ার পর থেকে উত্তরপ্রদেশ বিজেপিতে (Uttar Pradesh BJP) ভাঙন অব্যাহত ৷ বৃহস্পতিবারও এক বিধায়ক ইস্তফা দিয়েছেন দল থেকে (Another MLA Quits BJP in UP) ৷ এই নিয়ে গত তিনদিনে বিজেপি ছাড়লেন সাতজন বিধায়ক ৷

এদিন যিনি দল ছেড়েছেন, তাঁর নাম মুকেশ বর্মা ৷ তিনি উত্তরপ্রদেশের শিকোহাবাদের বিধায়ক ছিলেন ৷ সূত্রের খবর, তিনিও সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন ৷

গত সোমবার এই ভাঙন শুরু হয় ৷ প্রথমে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ৷ তার পর একে একে বাকিরাও দল ছাড়তে শুরু করেছেন ৷

এদিন পদত্যাগ করার পর পদত্যাগপত্রটি টুইটারে পোস্ট করেন মুকেশ বর্মা ৷ তার পর লেখেন, ‘‘স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা ৷ তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা তাঁকে সমর্থন করব ৷ আরও অনেক নেতা আগামিদিনে আমাদের সঙ্গী হবেন ৷’’

স্বামী প্রসাদের মতো মুকেশও ওবিসি নেতা ৷ তিনিও দাবি করেছেন যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার পিছিয়ে পড়া মানুষদের প্রতি গত পাঁচ বছর ধরে বারবার অবহেলা করেছে ৷ তাই সেই অবহেলিতদের পক্ষে যিনি সরব হয়েছেন, সেই স্বামী প্রসাদের সঙ্গী হচ্ছেন বলেও তিনি দাবি করেছেন ৷

এদিকে উত্তরপ্রদেশ বিজেপিতে ভাঙন নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা তথা ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ তাঁর দাবি, এই বিদ্রোহের জেরেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে হারতে হবে যোগী আদিত্যনাথকে ৷

বৃহস্পতিবার ছত্তীশগড়ের বীরগাঁও পৌরনিগমের মেয়রের শপথগ্রহণ ছিল ৷ সেখানে উপস্থিত হয়েই এই মন্তব্য করেন তিনি ৷ ভূপেশ বাঘেলের ব্যাখ্যা, এতদিন প্রতিটি ভোটের আগে অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখা যেত ৷ কিন্তু এখন উল্টো ঘটনা ঘটছে ৷ এর থেকেই প্রমাণ হয় যে যোগী আদিত্যনাথের বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : আজই উত্তরপ্রদেশ ভোটের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করবেন প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা ভোট (UP Assembly Polls 2022) ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ওই রাজ্যের 403টি বিধানসভা আসনে নির্বাচন ৷ 10 মার্চ ভোটের ফল ঘোষণা ৷ সেই দিন ফলাফল গেরুয়া শিবিরের পক্ষে থাকবে নাকি, বিরোধীরা বিজেপিকে হারাতে পারবে বিরোধীরা, সেই দিকেই তাকিয়ে গোটা দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.