ETV Bharat / bharat

দ্বিতীয় এয়ারস্ট্রিপ তৈরির কাজ শেষ যোগীর

উত্তরপ্রদেশের মুকুটে নয়া পালক৷ রাজ্য়ের দ্বিতীয় এয়ারস্ট্রিপ তৈরির কাজ শেষ৷ কুরেভারের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে তৈরি হয়েছে 3 হাজার 300 মিটারের এই এয়ারস্ট্রিপটি৷ আপদকালীন সময়ে যুদ্ধবিমান ওঠা-নামার জন্য় এই এয়ারস্ট্রিপটি ব্য়বহার করা যাবে ৷

UP becomes first state to have 2 airstrips on expressways for landing, take-off of fighter planes
দ্বিতীয় এয়ারস্ট্রিপ তৈরির কাজ শেষ উত্তরপ্রদেশে
author img

By

Published : Jan 24, 2021, 4:36 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 24 জানুয়ারি : উত্তরপ্রদেশের মুকুটে নয়া পালক ৷ রাজ্য়ের দ্বিতীয় এয়ারস্ট্রিপ তৈরির কাজ শেষ ৷ কুরেভারের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে তৈরি হয়েছে 3 হাজার 300 মিটারের এই এয়ারস্ট্রিপটি৷ আপদকালীন সময়ে যুদ্ধবিমান ওঠা-নামার জন্য় এই এয়ারস্ট্রিপটি ব্য়বহার করা যাবে৷

রাজ্য় সরকারের তরফে অতিরিক্ত মুখ্য়সচিব অবনীশ কুমার অবস্তি জানিয়েছেন, পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের কাজ খুব দ্রুত শেষ করা হয়েছে৷ তার উপর 3 হাজার 300 মিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরির কাজও শেষ হয়েছে৷ সমস্ত ধরনের বিমানই এখানে অবতরণ করতে পারবে৷ শীঘ্রই ভারতীয় বায়ুসেনা এটির পরীক্ষা করবে৷

উল্লেখযোগ্য় বিষয় হল, ভারতের মধ্য়ে উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য়, যার এক্সপ্রেস ওয়ের উপর এমন দু‘টি এয়ারস্ট্রিপ রয়েছে৷ এর মধ্য়ে প্রথমটি তৈরি করা হয় লখনউ-আগ্রা এক্সপ্রেস ওয়ের উপর৷ আর দ্বিতীয়টি তৈরি হল পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে৷

এর আগে, যমুনা এক্সপ্রেস ওয়ে এবং আগ্রা এক্সপ্রেস ওয়েতে বিমান ওঠানামার পরীক্ষামূলক আয়োজন করেছিল ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ 2000, জাগুয়ার, সুখোই 30 এবং সুপার হারকিউলিসের মতো যুদ্ধ বিমানগুলি ইতিমধ্য়েই লখনউ-আগ্রা এক্সপ্রেস ওয়েতে সফলভাবে অবতরণ করেছে৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকারের লক্ষ্য়ই হল, এক্সপ্রেস ওয়ের মাধ্য়মে দেশের সমগ্র উত্তর ভাগের মধ্য়ে যোগাযোগ স্থাপন করা৷

লখনউ (উত্তরপ্রদেশ), 24 জানুয়ারি : উত্তরপ্রদেশের মুকুটে নয়া পালক ৷ রাজ্য়ের দ্বিতীয় এয়ারস্ট্রিপ তৈরির কাজ শেষ ৷ কুরেভারের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে তৈরি হয়েছে 3 হাজার 300 মিটারের এই এয়ারস্ট্রিপটি৷ আপদকালীন সময়ে যুদ্ধবিমান ওঠা-নামার জন্য় এই এয়ারস্ট্রিপটি ব্য়বহার করা যাবে৷

রাজ্য় সরকারের তরফে অতিরিক্ত মুখ্য়সচিব অবনীশ কুমার অবস্তি জানিয়েছেন, পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের কাজ খুব দ্রুত শেষ করা হয়েছে৷ তার উপর 3 হাজার 300 মিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরির কাজও শেষ হয়েছে৷ সমস্ত ধরনের বিমানই এখানে অবতরণ করতে পারবে৷ শীঘ্রই ভারতীয় বায়ুসেনা এটির পরীক্ষা করবে৷

উল্লেখযোগ্য় বিষয় হল, ভারতের মধ্য়ে উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য়, যার এক্সপ্রেস ওয়ের উপর এমন দু‘টি এয়ারস্ট্রিপ রয়েছে৷ এর মধ্য়ে প্রথমটি তৈরি করা হয় লখনউ-আগ্রা এক্সপ্রেস ওয়ের উপর৷ আর দ্বিতীয়টি তৈরি হল পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে৷

এর আগে, যমুনা এক্সপ্রেস ওয়ে এবং আগ্রা এক্সপ্রেস ওয়েতে বিমান ওঠানামার পরীক্ষামূলক আয়োজন করেছিল ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ 2000, জাগুয়ার, সুখোই 30 এবং সুপার হারকিউলিসের মতো যুদ্ধ বিমানগুলি ইতিমধ্য়েই লখনউ-আগ্রা এক্সপ্রেস ওয়েতে সফলভাবে অবতরণ করেছে৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকারের লক্ষ্য়ই হল, এক্সপ্রেস ওয়ের মাধ্য়মে দেশের সমগ্র উত্তর ভাগের মধ্য়ে যোগাযোগ স্থাপন করা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.