সাহারানপুর (উত্তরপ্রদেশ), 12 অগস্ট: গ্রেফতার নূপুর শর্মার খুনের সুপারি পাওয়া দুষ্কৃতী ৷ শুক্রবার উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে তাকে গ্রেফতার করেছে এটিএস ৷ মাসখানেক আগে পয়গম্বর বিতর্কে শিরোনামে আসেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ৷ তড়িঘড়ি তাঁকে সাসপেন্ড করে গেরুয়াশিবির ৷ যদিও মহম্মদকে নিয়ে মন্তব্য করার পরেই বিভিন্ন ধর্মীয় সংগঠনের কোপের মুখে পড়েন তিনি ৷ তাঁকে মারার ফতোয়াও জারি করে অনেক সংগঠন (Terrorist Muhammad Nadeem arrested) ৷
নূপুরকে খুন করার পরিকল্পনা নিয়ে গত মাসে পাকিস্তান থেকে ভারতে এসে রাজস্থান সীমান্তে গ্রেফতার হয় এক যুবক । ধরা পড়ার পর খুনের পরিকল্পনার কথা স্বীকার করে নেয় ওই যুবক । এবার আরেক জঙ্গিকে গ্রেফতার করল এটিএস বা অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড । ওই যুবক জেরায় স্বীকার করেছে, তাকে নিয়ন্ত্রণ করত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ।
আরও পড়়ুন : নূপুর শর্মাকে নিয়ে বিতর্কিত ভিডিয়ো, আজমের থেকে গ্রেফতার সলমন চিস্তি
ধৃতের নাম মহম্মদ নাদিম । তার মোবাইলের ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, দিন কয়েকের মধ্যেই তার পাকিস্তানে যাওয়ার কথা ছিল তার । শুধু জইশ-ই-মহম্মদ নয়, পাকিস্তানের আরেক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-ইনসাফের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল ৷