ETV Bharat / bharat

দুর্ঘটনায় জখম কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতাপ সারাঙ্গি - বালাসোর

পথ দুর্ঘটনায় জখম হলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতাপ সারাঙ্গি ৷ পশুপালন, দুগ্ধ ও মৎস্য মন্ত্রক এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি ৷ রবিবার ওড়িশার বালাসোরের নিলাগিরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷

Union Minister Pratap Sarangi injured in road accident in Odisha
দুর্ঘটনায় জখম কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী প্রতাপ সারাঙ্গি
author img

By

Published : May 9, 2021, 6:54 PM IST

বালাসোর, 9 মে : পথ দুর্ঘটনায় জখম হলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতাপ সারাঙ্গি ৷ রবিবার ওড়িশার বালাসোরের নিলাগিরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ পোদাসুলা চকের কাছে দুর্ঘটনার কবলে পড়েন প্রবীণ মন্ত্রী ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রতাপের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি ট্রাক্টরের ৷ তাতেই গুরুতর জখম হন তিনি ৷ আহত হয়েছেন তাঁর ব্য়ক্তিগত সচিব এবং গাড়ির চালকও ৷

বালাসোর লোকসভা আসন থেকে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন প্রতাপ ৷ রবিবারের দুর্ঘটনার পরই দ্রুত তাঁকে নিলাগিরি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিকভাবে সেখানেই শুরু হয় চিকিৎসা ৷ পরে তাঁকে বালাসোর জেলা হাসপাতালে রেফার করে দেন চিকিৎসকরা ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর পায়ে চোট লেগেছে ৷

আরও পড়ুন : জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ আহত 2

পশুপালন, দুগ্ধ ও মৎস্য মন্ত্রক এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রতাপ ৷ এদিন কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল তাঁর গাড়ি, সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি ৷ তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কীভাবে মুখোমুখি ধাক্কা লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

সূত্রের খবর, এদিন গাড়িতে বাধিয়াপালা গ্রামে যাচ্ছিলেন প্রতাপ ৷ সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা ৷

বালাসোর, 9 মে : পথ দুর্ঘটনায় জখম হলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতাপ সারাঙ্গি ৷ রবিবার ওড়িশার বালাসোরের নিলাগিরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ পোদাসুলা চকের কাছে দুর্ঘটনার কবলে পড়েন প্রবীণ মন্ত্রী ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রতাপের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি ট্রাক্টরের ৷ তাতেই গুরুতর জখম হন তিনি ৷ আহত হয়েছেন তাঁর ব্য়ক্তিগত সচিব এবং গাড়ির চালকও ৷

বালাসোর লোকসভা আসন থেকে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন প্রতাপ ৷ রবিবারের দুর্ঘটনার পরই দ্রুত তাঁকে নিলাগিরি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিকভাবে সেখানেই শুরু হয় চিকিৎসা ৷ পরে তাঁকে বালাসোর জেলা হাসপাতালে রেফার করে দেন চিকিৎসকরা ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর পায়ে চোট লেগেছে ৷

আরও পড়ুন : জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ আহত 2

পশুপালন, দুগ্ধ ও মৎস্য মন্ত্রক এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রতাপ ৷ এদিন কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল তাঁর গাড়ি, সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি ৷ তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কীভাবে মুখোমুখি ধাক্কা লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

সূত্রের খবর, এদিন গাড়িতে বাধিয়াপালা গ্রামে যাচ্ছিলেন প্রতাপ ৷ সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.