ETV Bharat / bharat

Union Budget 2023-24: প্রজাতন্ত্র দিবসেই হবে বাজেটের 'হালুয়া সেরিমনি' - কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

2023-24 অর্থবর্ষের বাজেট পেশের (Union Budget 2023-24) আগে প্রথাগত হালুয়া সেরিমনির আয়োজন করা হবে নর্থ ব্লকে অর্থমন্ত্রকের দফতরে ৷ 26 জানুয়ারি এই 'হালুয়া সেরিমনি আয়োজিত হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে ৷

Union Budget 2023 24 ETV BHARAT
Union Budget 2023 24
author img

By

Published : Jan 25, 2023, 1:59 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে সংসদে প্রথাগত 'হালুয়া সেরিমনি' আয়োজিত হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে (Customary Halwa Ceremony will be Held on 26th January) ৷ বাজেট তৈরি করতে অর্থমন্ত্রকের যে সকল আধিকারিকরা গত কয়েকদিন ধরে লাগাতার কাজ করে গিয়েছেন, তাঁদের অর্থমন্ত্রী নিজের হাতে সংসদ ভবনে মিষ্টিমুখ করাবেন ৷ বাজেট 'লক-ইন' প্রসেস হওয়ার আগে বৃহস্পতিবার এই অনুষ্ঠান পালিত হবে ৷ বহুদিন ধরেই চলে আসছে এই প্রথা ।

উল্লেখ্য, এই প্রথাগত 'হালুয়া সেরিমনি' কেন্দ্রের বার্ষিক বাজেট ছাপাখানায় যাওয়ার আগে হয়ে থাকে ৷ সংসদ ভবনে এটিকে নতুন অর্থবর্ষের সূচনার শুভারম্ভ হিসেবে ধরা হয় ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রথাগত 'হালুয়া সেরিমনি'র সূচনা করবেন ৷ 1 ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবেন তিনি ৷ সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 31 জানুয়ারি থেকে ৷ ওইদিন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন বসবে ৷ সেখান রাষ্ট্রপতি বক্তব্য পেশ করবেন ৷

হালুয়া সেরিমনিতে অর্থমন্ত্রী ছাড়াও, মন্ত্রকের দুই রাষ্ট্রমন্ত্রী ডক্টর ভগবত কিষাণ রাও কারাদ এবং শ্রী পঙ্কজ চৌধুরি উপস্থিত থাকবেন ৷ এছাড়াও কেন্দ্রীয় অর্থসচিব এবং মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে ৷ 2021-22 অর্থবর্ষের বাজেটের আগে করোনার কারণে 'হালুয়া সেরিমনি’ আয়োজিত হয়নি ৷ তবে, 2022-23 অর্থবর্ষের বাজেটের আগে কোভিডবিধি মেনে ‘হালুয়া সেরিমনি’ করা হয় ৷

আরও পড়ুন: নতুন সংসদ ভবনে বাজেট পেশ করতে পারেন সীতারমন, প্রস্তুতি তুঙ্গে

উল্লেখ্য, এই হালুয়া সেরিমনির পর বাজেট তৈরি করার দায়িত্বে থাকা অর্থমন্ত্রকের আধিকারিকদের আলাদা রাখা হয় ৷ 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার পর তাঁদের অর্থমন্ত্রকের নর্থ ব্লক থেকে বেরনোর অনুমতি দেওয়া হয় ৷ এর প্রধান কারণ, বাজেটের বিষয়বস্তুকে গোপন রাখা ৷ এমনকী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীরা বাইরে বেরনোর অনুমতি পেলেও তাঁদের একাধিক বিধিনিষেধ মেনে চলতে হয় ৷

নয়াদিল্লি, 25 জানুয়ারি: 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে সংসদে প্রথাগত 'হালুয়া সেরিমনি' আয়োজিত হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে (Customary Halwa Ceremony will be Held on 26th January) ৷ বাজেট তৈরি করতে অর্থমন্ত্রকের যে সকল আধিকারিকরা গত কয়েকদিন ধরে লাগাতার কাজ করে গিয়েছেন, তাঁদের অর্থমন্ত্রী নিজের হাতে সংসদ ভবনে মিষ্টিমুখ করাবেন ৷ বাজেট 'লক-ইন' প্রসেস হওয়ার আগে বৃহস্পতিবার এই অনুষ্ঠান পালিত হবে ৷ বহুদিন ধরেই চলে আসছে এই প্রথা ।

উল্লেখ্য, এই প্রথাগত 'হালুয়া সেরিমনি' কেন্দ্রের বার্ষিক বাজেট ছাপাখানায় যাওয়ার আগে হয়ে থাকে ৷ সংসদ ভবনে এটিকে নতুন অর্থবর্ষের সূচনার শুভারম্ভ হিসেবে ধরা হয় ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রথাগত 'হালুয়া সেরিমনি'র সূচনা করবেন ৷ 1 ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবেন তিনি ৷ সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 31 জানুয়ারি থেকে ৷ ওইদিন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন বসবে ৷ সেখান রাষ্ট্রপতি বক্তব্য পেশ করবেন ৷

হালুয়া সেরিমনিতে অর্থমন্ত্রী ছাড়াও, মন্ত্রকের দুই রাষ্ট্রমন্ত্রী ডক্টর ভগবত কিষাণ রাও কারাদ এবং শ্রী পঙ্কজ চৌধুরি উপস্থিত থাকবেন ৷ এছাড়াও কেন্দ্রীয় অর্থসচিব এবং মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে ৷ 2021-22 অর্থবর্ষের বাজেটের আগে করোনার কারণে 'হালুয়া সেরিমনি’ আয়োজিত হয়নি ৷ তবে, 2022-23 অর্থবর্ষের বাজেটের আগে কোভিডবিধি মেনে ‘হালুয়া সেরিমনি’ করা হয় ৷

আরও পড়ুন: নতুন সংসদ ভবনে বাজেট পেশ করতে পারেন সীতারমন, প্রস্তুতি তুঙ্গে

উল্লেখ্য, এই হালুয়া সেরিমনির পর বাজেট তৈরি করার দায়িত্বে থাকা অর্থমন্ত্রকের আধিকারিকদের আলাদা রাখা হয় ৷ 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার পর তাঁদের অর্থমন্ত্রকের নর্থ ব্লক থেকে বেরনোর অনুমতি দেওয়া হয় ৷ এর প্রধান কারণ, বাজেটের বিষয়বস্তুকে গোপন রাখা ৷ এমনকী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীরা বাইরে বেরনোর অনুমতি পেলেও তাঁদের একাধিক বিধিনিষেধ মেনে চলতে হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.