ETV Bharat / bharat

Uddhav Thackeray Addresses State : বিধায়করা না-চাইলে মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত, সাধারণের উদ্দেশে বার্তায় বললেন উদ্ধব

Uddhav Thackeray
সোশ্যাল মিডিয়ায় সাধারণের উদ্দেশে বার্তা উদ্ধবের
author img

By

Published : Jun 22, 2022, 5:34 PM IST

Updated : Jun 22, 2022, 6:34 PM IST

18:03 June 22

দলে থেকে 'বিদ্রোহী' একনাথ শিন্ডে ৷ শিবসেনাকে বিজেপি-র সঙ্গে জোট বাঁধতে হবে ৷ এই মর্মে 40 জন বিধায়ককে সঙ্গে নিয়ে শিন্ডের বিদ্রোহ ঘোষণায় অস্তিত্ব সংকটে উদ্ধব ঠাকরে সরকারের ৷ বুধবার সকালে গুয়াহাটি পৌঁছে শিন্ডের সমর্থনে 40 জন বিধায়ক একটি চিঠিতে স্বাক্ষরও করেন ৷ পরিস্থিতি বেগতিক দেখে এদিন বিকেল 5টায় মুম্বইয়ে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সংবিধান অনুসারে সদস্যপদ বাতিল করা হবে বলেও খোলা চিঠিতে জানায় শিবসেনা ৷ ভার্চুয়ালি সেই বৈঠকের পর এদিন সন্ধেয় সোশাল মিডিয়ায় ফেসবুক লাইভে রাজ্যের মানুষের উদ্দেশে বার্তা দেন উদ্ধব (Uddhav Thackeray addresses the state via FB live) ৷ সেখানে বিক্ষুব্ধ বিধায়কদের তিনি বলেন, "আমি ইস্তফাপত্র তৈরিই রেখেছি ৷ মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা আমাকে পছন্দ না-করলে বলুন ৷ আমি সরে যেতে প্রস্তুত ৷"

  • উদ্ধব ঠাকরে জানান, শিব-সৈনিকরা সঙ্গে থাকলে আমার আর উদ্বেগের কোনও কারণ নেই ৷

17:56 June 22

  • বিধায়করা না চাইলে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে তৈরি ৷ বার্তায় জানালেন উদ্ধব ঠাকরে ৷

17:54 June 22

  • কয়েকজন বিক্ষুব্ধ বিধায়ক দলে ফিরতে চেয়ে যোগাযোগ করেছেন ৷ সোশাল মিডিয়া বার্তায় জানালেন উদ্ধব ঠাকরে ৷

17:49 June 22

  • 'হিন্দুত্ব' থেকে কখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি শিবসেনা, সাধারণের উদ্দেশে বার্তায় বললেন উদ্ধব ঠাকরে ৷ বালাসাহেব ঠাকরের 'হিন্দুত্ব'-কেই তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ৷

17:39 June 22

  • আজই উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি প্রধান শরদ পওয়র ৷ যাঁকে এহেন সংকটের মুহূর্তে 'মাসিহা' বলে মনে করছে শিবসেনা ৷

17:11 June 22

  • দলে থেকে 'বিদ্রোহী' একনাথ শিন্ডে ৷ রাজ্যে চরম রাজনৈতিক সংকটের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই সাধারণের উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

18:03 June 22

দলে থেকে 'বিদ্রোহী' একনাথ শিন্ডে ৷ শিবসেনাকে বিজেপি-র সঙ্গে জোট বাঁধতে হবে ৷ এই মর্মে 40 জন বিধায়ককে সঙ্গে নিয়ে শিন্ডের বিদ্রোহ ঘোষণায় অস্তিত্ব সংকটে উদ্ধব ঠাকরে সরকারের ৷ বুধবার সকালে গুয়াহাটি পৌঁছে শিন্ডের সমর্থনে 40 জন বিধায়ক একটি চিঠিতে স্বাক্ষরও করেন ৷ পরিস্থিতি বেগতিক দেখে এদিন বিকেল 5টায় মুম্বইয়ে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সংবিধান অনুসারে সদস্যপদ বাতিল করা হবে বলেও খোলা চিঠিতে জানায় শিবসেনা ৷ ভার্চুয়ালি সেই বৈঠকের পর এদিন সন্ধেয় সোশাল মিডিয়ায় ফেসবুক লাইভে রাজ্যের মানুষের উদ্দেশে বার্তা দেন উদ্ধব (Uddhav Thackeray addresses the state via FB live) ৷ সেখানে বিক্ষুব্ধ বিধায়কদের তিনি বলেন, "আমি ইস্তফাপত্র তৈরিই রেখেছি ৷ মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা আমাকে পছন্দ না-করলে বলুন ৷ আমি সরে যেতে প্রস্তুত ৷"

  • উদ্ধব ঠাকরে জানান, শিব-সৈনিকরা সঙ্গে থাকলে আমার আর উদ্বেগের কোনও কারণ নেই ৷

17:56 June 22

  • বিধায়করা না চাইলে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে তৈরি ৷ বার্তায় জানালেন উদ্ধব ঠাকরে ৷

17:54 June 22

  • কয়েকজন বিক্ষুব্ধ বিধায়ক দলে ফিরতে চেয়ে যোগাযোগ করেছেন ৷ সোশাল মিডিয়া বার্তায় জানালেন উদ্ধব ঠাকরে ৷

17:49 June 22

  • 'হিন্দুত্ব' থেকে কখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি শিবসেনা, সাধারণের উদ্দেশে বার্তায় বললেন উদ্ধব ঠাকরে ৷ বালাসাহেব ঠাকরের 'হিন্দুত্ব'-কেই তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ৷

17:39 June 22

  • আজই উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি প্রধান শরদ পওয়র ৷ যাঁকে এহেন সংকটের মুহূর্তে 'মাসিহা' বলে মনে করছে শিবসেনা ৷

17:11 June 22

  • দলে থেকে 'বিদ্রোহী' একনাথ শিন্ডে ৷ রাজ্যে চরম রাজনৈতিক সংকটের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই সাধারণের উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷
Last Updated : Jun 22, 2022, 6:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.