ETV Bharat / bharat

Foreign Passengers Offloaded from Flight: অভব্য আচরণের অভিযোগ, গো ফার্স্টের বিমান থেকে নামানো হল 2 বিদেশিকে - Go First

মুম্বইগামী গো ফার্স্ট বিমান থেকে দুই বিদেশি যাত্রীকে নামিয়ে দেওয়া হল (Two Foreign Passengers Offloaded from Go First Flight) ৷ অভিযোগ দুই যাত্রী বিমান কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করছিলেন (Passing Lewd Comments to Crew Members) ৷ তাই পাইলট তাঁদের বিমান থেকে নামিয়ে দেন ৷

Two Foreign Passengers Offloaded from Go First Flight ETV BHARAT
Two Foreign Passengers Offloaded from Go First Flight
author img

By

Published : Jan 8, 2023, 8:54 PM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার পর এবার গো ফার্স্টের বিমানে 2 যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ (Two Foreign Passengers Offloaded from Go First Flight) ৷ গোয়া থেকে মুম্বইগামী গো ফার্স্ট বিমানে দুই বিদেশি যাত্রীর বিরুদ্ধে বিমান সেবিকাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য (Passing Lewd Comments to Crew Members) করার অভিযোগ উঠল ৷ গত 6 জানুয়ারির ঘটনায় গো ফার্স্ট বিমান থেকে ওই দুই যাত্রীকে নামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ৷ এমনকী এই দু'জন বিমানের অন্যান্য যাত্রীদের সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ উঠেছে ৷

গো ফার্স্টের তরফে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, "গোয়া থেকে মুম্বইগামী জি-372 বিমান থেকে দুই বিদেশি যাত্রীকে নামিয়ে দেওয়া হয় ৷ কারণ, তাঁরা বিমানের সুরক্ষাবিধি ভেঙে ছিলেন ৷ দুই যাত্রীই বিমান সেবিকাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করছিলেন এবং অন্যান্য যাত্রীদেরও বিরক্ত করছিলেন ৷" এই ঘটনা বিমানের দায়িত্বে থাকা পাইলটকে জানানো হলে, তিনি অবিলম্বে ওই দুই বিদেশিকে বিমান থেকে নামিয়ে দেন এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার হাতে তুলে দেন ৷

গো ফার্স্টের মুখাপাত্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য ডিজিসিএ-কে জানানো হয়েছে ৷ এর আগে গত বছর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ সেই ঘটনায় অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এবং কেন্দ্রীয় মন্ত্রকের তরফে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এমনকী গতকাল অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রকে গ্রেফতারও করেছে দিল্লি পুলিশ ৷ ঘটনাটি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে, আজ এ নিয়ে এয়ার ইন্ডিয়ার মাদার কোম্পানি টাটা গ্রুপের চেয়ারম্যানকে বিবৃতি দিতে হয়েছে ৷

আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র

ডিজিসিএ-র তরফেও এই ধরনের ঘটনার সমালোচনায় বলা হয়েছে, "গত কয়েক মাসে ডিজিসিএ লক্ষ্য করেছে, কিছু অনৈতিক ঘটনা এবং কাজ বিভিন্ন সংস্থার বিমানে ভ্রমণকারী যাত্রীদের কয়েকজন করছেন ৷ এটাও দেখা গিয়েছে দায়িত্বে থাকা শীর্ষ ব্যক্তিত্ব, পাইলট এবং বিমানকর্মীরা সেই ঘটনা নিয়ে সঠিক পদক্ষেপ নিতেও ব্যর্থ হচ্ছেন ৷" ডিজিসিএ-র এই বিবৃতি দেশের প্রায় সবক’টি অসামরিক বিমান পরিবহণ সংস্থার উদ্দেশ্যেই ছিল ৷ যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায় এবং হলেও তাতে সঠিক পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করে ৷

নয়াদিল্লি, 8 জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার পর এবার গো ফার্স্টের বিমানে 2 যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ (Two Foreign Passengers Offloaded from Go First Flight) ৷ গোয়া থেকে মুম্বইগামী গো ফার্স্ট বিমানে দুই বিদেশি যাত্রীর বিরুদ্ধে বিমান সেবিকাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য (Passing Lewd Comments to Crew Members) করার অভিযোগ উঠল ৷ গত 6 জানুয়ারির ঘটনায় গো ফার্স্ট বিমান থেকে ওই দুই যাত্রীকে নামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ৷ এমনকী এই দু'জন বিমানের অন্যান্য যাত্রীদের সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ উঠেছে ৷

গো ফার্স্টের তরফে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, "গোয়া থেকে মুম্বইগামী জি-372 বিমান থেকে দুই বিদেশি যাত্রীকে নামিয়ে দেওয়া হয় ৷ কারণ, তাঁরা বিমানের সুরক্ষাবিধি ভেঙে ছিলেন ৷ দুই যাত্রীই বিমান সেবিকাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করছিলেন এবং অন্যান্য যাত্রীদেরও বিরক্ত করছিলেন ৷" এই ঘটনা বিমানের দায়িত্বে থাকা পাইলটকে জানানো হলে, তিনি অবিলম্বে ওই দুই বিদেশিকে বিমান থেকে নামিয়ে দেন এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার হাতে তুলে দেন ৷

গো ফার্স্টের মুখাপাত্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য ডিজিসিএ-কে জানানো হয়েছে ৷ এর আগে গত বছর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ সেই ঘটনায় অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এবং কেন্দ্রীয় মন্ত্রকের তরফে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এমনকী গতকাল অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রকে গ্রেফতারও করেছে দিল্লি পুলিশ ৷ ঘটনাটি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে, আজ এ নিয়ে এয়ার ইন্ডিয়ার মাদার কোম্পানি টাটা গ্রুপের চেয়ারম্যানকে বিবৃতি দিতে হয়েছে ৷

আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র

ডিজিসিএ-র তরফেও এই ধরনের ঘটনার সমালোচনায় বলা হয়েছে, "গত কয়েক মাসে ডিজিসিএ লক্ষ্য করেছে, কিছু অনৈতিক ঘটনা এবং কাজ বিভিন্ন সংস্থার বিমানে ভ্রমণকারী যাত্রীদের কয়েকজন করছেন ৷ এটাও দেখা গিয়েছে দায়িত্বে থাকা শীর্ষ ব্যক্তিত্ব, পাইলট এবং বিমানকর্মীরা সেই ঘটনা নিয়ে সঠিক পদক্ষেপ নিতেও ব্যর্থ হচ্ছেন ৷" ডিজিসিএ-র এই বিবৃতি দেশের প্রায় সবক’টি অসামরিক বিমান পরিবহণ সংস্থার উদ্দেশ্যেই ছিল ৷ যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায় এবং হলেও তাতে সঠিক পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.