ETV Bharat / bharat

Encounter in Rajouri-Baramulla: উপত্যকার রাজৌরি-বারামুলায় জোড়া এনকাউন্টার , নিকেশ লস্কর জঙ্গি

জম্মু-কাশ্মীরে জি-20 গোষ্ঠীর সম্মেলন চলছে ৷ শুক্রবারই বিদেশমন্ত্রীদের সম্মেলন হয়েছে এখানে ৷ তারই মধ্যে বারামুলা ও রাজৌরি, দুই জায়গাতে জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে ৷ খতম হয়েছে লস্কর-ই-তইবার এক জঙ্গি ৷

encounters underway in Rajouri and Baramulla
জম্মু কাশ্মীরে এনকাউন্টার
author img

By

Published : May 6, 2023, 8:06 AM IST

Updated : May 6, 2023, 8:49 AM IST

বারামুলা, 6 মে: উপত্যকার দু'জায়গায় দু'টি এনকাউন্টার চলছে ৷ একটি রাজৌরিতে, অন্যটি বারামুলায় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার কারহামা কুনজের এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীদের মধ্যে এনকাউন্টার শুরু হয় ৷ পুলিশ জানিয়েছে, বারামুলার কারহামা কুনজের এলাকায় এনকাউন্টার চলছে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনী তাদের কাজ করে যাচ্ছে ৷

পুলিশ ও নিরাপত্তাবাহিনী গোপন সূত্রে খবর পায় যে জঙ্গিরা রয়েছে ৷ তারা এলাকাটি ঘিরে ফেলে ৷ লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ বাহিনী পালটা জবাব দেয়। বারামুলার এসএসপি আমোদ অশোক নাগপুরে জানিয়েছেন, সন্দেহজনক গতিবিধি সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৷

তিনি বলেন, "আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হতেই এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান আরম্ভ করি ৷ তাতেই একজন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে ৷" উপত্যকায় জি-20 সামিট চলছে ৷ তাই সেনাবাহিনী সতর্ক রয়েছে ৷ তিনি আশ্বাস দিয়েছেন উপত্যকায় জি-20 গোষ্ঠীর সম্মেলন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে ৷ যে কোনও রকম সন্ত্রাসবাদী হামলার সূত্র পেলেই তার মোকাবিলা করবে বাহিনী ৷

সেনাবাহিনীর নর্দান কম্যান্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত মাসে ভাটা ধুরিয়ানের টোটা গালিকে সেনাবাহিনীর ট্রাককে লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায় ৷ এরপর গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে নিরন্তর তল্লাশি অভিযান চলছে এলাকায় ৷ প্রতিরক্ষা দফতরের পিআরও লেফটন্যান্ট কলোনেল দেবেন্দর আনন্দ বলেন, "রাজৌরি সেক্টরের কান্দির জঙ্গলে তল্লাশি অভিযান চলছে ৷ শুক্রবার রাত 1.15 মিনিট নাগাদ জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয়েছে ৷"

  • Northern Army Commander Lt Gen Upendra Dwivedi is at Ground Zero, to review the operational situation on the ongoing operations at Kandi in Rajouri where contact was re-established with militants. He was briefed on all aspects of the operations by ground commanders. pic.twitter.com/2rQTPLs2fW

    — ANI (@ANI) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে শুক্রবার একটি বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিরাপত্তা কর্মী এবং এক মেজরের মৃত্যু হয়েছে ৷ এই বিস্ফোরণটি রাজৌরির কান্দি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে ঘটে ৷ তারপরই জঙ্গি নিকেশের উদ্দেশ্যে এই তল্লাশি অভিযান ৷ ইতিমধ্যে রাজৌরিতে কান্দিতে গ্রাউন্ড জিরোয় পৌঁছেছেন নর্দার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷

আরও পড়ুন: বারামুলায় গুলির লড়াই, সেনার এনকাউন্টারে নিকেশ দুই লস্কর জঙ্গি

বারামুলা, 6 মে: উপত্যকার দু'জায়গায় দু'টি এনকাউন্টার চলছে ৷ একটি রাজৌরিতে, অন্যটি বারামুলায় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার কারহামা কুনজের এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীদের মধ্যে এনকাউন্টার শুরু হয় ৷ পুলিশ জানিয়েছে, বারামুলার কারহামা কুনজের এলাকায় এনকাউন্টার চলছে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনী তাদের কাজ করে যাচ্ছে ৷

পুলিশ ও নিরাপত্তাবাহিনী গোপন সূত্রে খবর পায় যে জঙ্গিরা রয়েছে ৷ তারা এলাকাটি ঘিরে ফেলে ৷ লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ বাহিনী পালটা জবাব দেয়। বারামুলার এসএসপি আমোদ অশোক নাগপুরে জানিয়েছেন, সন্দেহজনক গতিবিধি সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৷

তিনি বলেন, "আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হতেই এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান আরম্ভ করি ৷ তাতেই একজন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে ৷" উপত্যকায় জি-20 সামিট চলছে ৷ তাই সেনাবাহিনী সতর্ক রয়েছে ৷ তিনি আশ্বাস দিয়েছেন উপত্যকায় জি-20 গোষ্ঠীর সম্মেলন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে ৷ যে কোনও রকম সন্ত্রাসবাদী হামলার সূত্র পেলেই তার মোকাবিলা করবে বাহিনী ৷

সেনাবাহিনীর নর্দান কম্যান্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত মাসে ভাটা ধুরিয়ানের টোটা গালিকে সেনাবাহিনীর ট্রাককে লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায় ৷ এরপর গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে নিরন্তর তল্লাশি অভিযান চলছে এলাকায় ৷ প্রতিরক্ষা দফতরের পিআরও লেফটন্যান্ট কলোনেল দেবেন্দর আনন্দ বলেন, "রাজৌরি সেক্টরের কান্দির জঙ্গলে তল্লাশি অভিযান চলছে ৷ শুক্রবার রাত 1.15 মিনিট নাগাদ জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয়েছে ৷"

  • Northern Army Commander Lt Gen Upendra Dwivedi is at Ground Zero, to review the operational situation on the ongoing operations at Kandi in Rajouri where contact was re-established with militants. He was briefed on all aspects of the operations by ground commanders. pic.twitter.com/2rQTPLs2fW

    — ANI (@ANI) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে শুক্রবার একটি বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিরাপত্তা কর্মী এবং এক মেজরের মৃত্যু হয়েছে ৷ এই বিস্ফোরণটি রাজৌরির কান্দি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে ঘটে ৷ তারপরই জঙ্গি নিকেশের উদ্দেশ্যে এই তল্লাশি অভিযান ৷ ইতিমধ্যে রাজৌরিতে কান্দিতে গ্রাউন্ড জিরোয় পৌঁছেছেন নর্দার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷

আরও পড়ুন: বারামুলায় গুলির লড়াই, সেনার এনকাউন্টারে নিকেশ দুই লস্কর জঙ্গি

Last Updated : May 6, 2023, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.