ETV Bharat / bharat

নাগপুর মেডিক্যাল কলেজে একই বেডে দুই করোনা রোগী - মহারাষ্ট্র

নাগপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক শয্যায় 2 জন করোনা রোগী ৷ এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিতর্ক তৈরি হয়েছে ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গিয়েছে ৷ বাড়ানো হয়েছে শয্যার সংখ্যা ৷

two Covid patients crammed into single bed in images from a hospital in Nagpur Maharashtra
নাগপুর মেডিক্যাল কলেজে এক শয্যায় 2জন করোনার রোগী! শুরু বিতর্ক
author img

By

Published : Mar 30, 2021, 5:01 PM IST

নাগপুর (মহারাষ্ট্র), 30 মার্চ : হাসপাতালের একই বেডে দু’জন করোনার রোগী ৷ মহারাষ্ট্রের নাগপুরের এমনই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, নাগপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছবি সেটি ৷ যেখানে একাধিক শয্যায় একসঙ্গে দু’জন করে রোগী রাখা হয়েছে ৷ যাঁরা একে অন্যের মুখের দিকে পা দিয়ে শুয়ে রয়েছেন ৷

প্রসঙ্গত, গত একমাসে দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে ৷ যে সংক্রমণের নিরিখে এবারেও মহারাষ্ট্র সবার উপরে রয়েছে ৷ আর সেই কারণেই এবার হাসপাতালগুলিতে শয্যার অভাব দেখা দিয়েছে ৷ করোনা রোগীতে ভরে গিয়েছে হাসপাতালগুলি ৷ নাগপুরের সরকারি ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্ত রোগীরা সবাই সরকারি হাসপাতালেই ভর্তি হচ্ছেন ৷ বেসরকারি হাসপাতালের অত্যাধিক খরচের হাত থেকে বাঁচতেই সবাই এই উপায় বেছে নিয়েছেন ৷ ফলে সরকারি হাসপাতালে শয্যার অভাব দেখা দিয়েছে ৷ আর নাগপুরের বেশিরভাগ সঙ্কটজনক করোনা রোগীদের মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হচ্ছে ৷ ফলে রোগীর চাপও বেড়ে চলেছে ৷

আরও পড়ুন : গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত 56 হাজারেরও বেশি

তবে, এই সমস্যা সাময়িক বলে জানিয়েছেন, হাসপাতালের এক শীর্ষ আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, এক শয্যায় দুই রোগী থাকার সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে ৷ এ নিয়ে হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট অবিনাশ গাওয়ান্ডে জানিয়েছেন, কোভিড-19 বিধি অনুযায়ী, সঙ্কটজনক করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করানো হবে ৷ এছাড়া শহরের বাইরে থেকে আসা করোনা রোগীদেরও হাসপাতালে ভর্তি করানোর নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পাশাপাশি তিনি এও বলেন, ‘‘নাগপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজের চাপ অনেক বেশি ৷ কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ শয্যার সংখ্যাও বাড়িয়েছে ৷’’ বর্তমানে সেখানে একটি শয্যায় একজন রোগীই থাকছেন বলে দাবি করেন অবিনাশ গাওয়ান্ডে ৷

নাগপুর (মহারাষ্ট্র), 30 মার্চ : হাসপাতালের একই বেডে দু’জন করোনার রোগী ৷ মহারাষ্ট্রের নাগপুরের এমনই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, নাগপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছবি সেটি ৷ যেখানে একাধিক শয্যায় একসঙ্গে দু’জন করে রোগী রাখা হয়েছে ৷ যাঁরা একে অন্যের মুখের দিকে পা দিয়ে শুয়ে রয়েছেন ৷

প্রসঙ্গত, গত একমাসে দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে ৷ যে সংক্রমণের নিরিখে এবারেও মহারাষ্ট্র সবার উপরে রয়েছে ৷ আর সেই কারণেই এবার হাসপাতালগুলিতে শয্যার অভাব দেখা দিয়েছে ৷ করোনা রোগীতে ভরে গিয়েছে হাসপাতালগুলি ৷ নাগপুরের সরকারি ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্ত রোগীরা সবাই সরকারি হাসপাতালেই ভর্তি হচ্ছেন ৷ বেসরকারি হাসপাতালের অত্যাধিক খরচের হাত থেকে বাঁচতেই সবাই এই উপায় বেছে নিয়েছেন ৷ ফলে সরকারি হাসপাতালে শয্যার অভাব দেখা দিয়েছে ৷ আর নাগপুরের বেশিরভাগ সঙ্কটজনক করোনা রোগীদের মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হচ্ছে ৷ ফলে রোগীর চাপও বেড়ে চলেছে ৷

আরও পড়ুন : গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত 56 হাজারেরও বেশি

তবে, এই সমস্যা সাময়িক বলে জানিয়েছেন, হাসপাতালের এক শীর্ষ আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, এক শয্যায় দুই রোগী থাকার সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে ৷ এ নিয়ে হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট অবিনাশ গাওয়ান্ডে জানিয়েছেন, কোভিড-19 বিধি অনুযায়ী, সঙ্কটজনক করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করানো হবে ৷ এছাড়া শহরের বাইরে থেকে আসা করোনা রোগীদেরও হাসপাতালে ভর্তি করানোর নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পাশাপাশি তিনি এও বলেন, ‘‘নাগপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজের চাপ অনেক বেশি ৷ কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ শয্যার সংখ্যাও বাড়িয়েছে ৷’’ বর্তমানে সেখানে একটি শয্যায় একজন রোগীই থাকছেন বলে দাবি করেন অবিনাশ গাওয়ান্ডে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.