জয়পুর, 25 নভেম্বর: লুকোচুরি খেলতে গিয়ে আটকা পড়ে আইসক্রিমের ফ্রিজারে ৷ শ্বাসরোধ হয়ে মৃত্যু দুই বোনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে রাজস্থানের রাজসামন্দ জেলার বালিচা গ্রামের খামনোর এলাকায় ৷ মৃত্যু 10 বছরের পায়েল এবং 11 বছরের রিতিকার ৷
জানা গিয়েছে, বালিচা গ্রামের খামনোর এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল নাবালিকারা ৷ তারা সম্পর্কে কাকাতুতো বোন ৷ অনুষ্ঠানের মাঝে লুকোচুরি খেলছিল তারা ৷ সেসময় বাড়ির সদস্যরা যখন কাজে ব্যস্ত তখন লুকোচুরি খেলতে খেলতে সকলের নজর এড়িয়ে আইসক্রিম ফ্রিজারে ঢুকে যায় বালিকারা ৷ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল ওই আইসক্রিম ফ্রিজারটি ৷ পরে সেখান থেকে তারা আর বেরতে পারেনি ৷ ফলে শ্বাসরোধ করে ফ্রিজারেই মৃত্যু হয় নাবালিকাদের ৷
এসএইচও ভবানী শঙ্কর বলেন, "পায়েল ও রিতিকা খেলতে খেলতে ফ্রিজারে ঢুকে পরে ৷ এরপর বাইরে থেকে কোনওভাবে ফ্রিজারের দরজা বন্ধ হয়ে যায় ৷ যার ফলে তারা ভেতরে আটকা পড়ে ৷ যখন শিশুরা খেলছিল তখন বাড়ির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে ব্যস্ত ছিল ৷ যখন পরিবারের সদস্যরা বুঝতে পারে যে মেয়ে দুটি দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ তারা দু'জনকে খুঁজতে শুরু করে ৷ পরে ফ্রিজারের মধ্যে তাদের মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা ।"
পুলিশ জানিয়েছে, রিতিকার বাবা শম্ভু সিং মুম্বইতে কাজ করেন এবং পায়েলের বাবা একজন বাসের চালক ৷ শুক্রবার ময়নাতদন্ত শেষে বালিকাদের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসএইচও । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ৷ অনুষ্ঠান বাড়িতে এভাবে ছোট দুটি মেয়ের মৃত্যুকে মেনে নিতে পারছেন না পরিবার ৷
আরও পড়ুন: