দিল্লি, 14 ফেব্রুয়ারি : পড়ুয়াদের বুদ্ধি বাড়াতে তাদের স্য়ালাইন দেওয়ার অভিযোগ উঠল বছর কুড়ির গৃহশিক্ষকের বিরুদ্ধে । ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত সন্দীপকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ৷ সূত্রের খবর, সন্দীপ নিজে বিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া৷ নিজের পড়াশোনার পাশাপাশি ষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়াদেরও বিনামূল্য়ে পড়ান তিনি৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপের এক ছাত্রের অভিভাবকের বিষয়টি প্রথম নজরে আসে৷ তিনি দেখেন বাড়িতে বসে তাঁর সন্তান ইনজেকশন নিচ্ছে ৷ এরপরই পুলিশকে গোটা ঘটনা জানান ওই অভিভাবক৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পড়ুয়াদের বুদ্ধি বাড়ানোর জন্য তাদের সাধারণ স্য়ালাইন দিতেন সন্দীপ৷
আরও পড়ুন: আরও 12 জনের দেহ উদ্ধার, উত্তরাখণ্ডে মৃত বেড়ে 50
পূর্ব দিল্লির ডিসিপি দীপ যাদব জানিয়েছেন, ‘‘সন্দীপ জেরায় দাবি করেছেন ইউটিউব দেখেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি৷ সেখানে নাকি বলা হয়েছে, পড়ুয়াদের সাধারণ স্য়ালাইন দিলে তাদের বুদ্ধিমত্তা বাড়ে! সন্দীপের বিরুদ্ধে ইতিমধ্যেই মান্ডাওয়ালি থানায় একটি এফআইআর করা হয়েছে৷’’
সন্দীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 336 নম্বর ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ৷ তার পড়ুয়াদের সকলের স্বাস্থ্যপরীক্ষাও করানো হয়েছে৷