ETV Bharat / bharat

75 Years of Independence মাও আতঙ্ক অতীত, স্বাধীনতার 75 বছর পর প্রথম জাতীয় পতাকা উড়ল বাস্তারের এই গ্রামে - ছত্তিশগড়ের গ্রাম

একসময় মাও অধ্যুষিত এলাকা বলে পরিচিত ছিল ছত্তিশগড়ের বাস্তারের চন্দমেটা গ্রাম ৷ কিন্তু নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে এখন পরিস্থিতি বদলেছে, পিছু হঠেছে মাওবাদীরা ৷ এবছর তাই প্রথমবার জাতীয় পতাকা উড়ল এই গ্রামে (Tricolor hoisted for the first time after independence in Chandameta of Bastar) ৷

chhattishgarh village hoisted tricolor flag for the first time
বাস্তারের গ্রাম চন্দমেটা
author img

By

Published : Aug 15, 2022, 9:19 PM IST

বাস্তার (ছত্তিশগড়), 15 অগস্ট: স্বাধীনতার 75তম বর্ষ পালন করছে দেশ ৷ 1947 সালের 15 অগস্ট ভারত যে স্বাধীনতা পেয়েছিল তার হীরকজয়ন্তী আজ ৷ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পর দেশের প্রতিটি প্রান্তে এত বছর ধরে এই বিশেষ দিনে উত্তোলিত হয়েছে জাতীয় পতাকা, গর্বের তেরঙা ৷ কিন্তু জানেন কি, ছত্তিশগড়ের বাস্তার জেলায় এমন এক অঞ্চল রয়েছে, যেখানে এত বছর ধরে উড়েনি কোনও জাতীয় পতাকা ! এবছরই প্রথম সেখানকার বাসিন্দারা অংশ নিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবং তুললেন জাতীয় পতাকা (Tricolor hoisted for the first time after independence in Chandameta of Bastar) ৷

মাওবাদীদের গড় বলে পরিচিত বাস্তার ৷ এখানকারই এক ছোট গ্রাম চন্দমেটা ৷ ছত্তিশগড় ও ওড়িশা সীমানার কাছে অবস্থিত এই গ্রাম একসময় মাও আতঙ্কে কাঁটা হয়ে থাকত ৷ মাও অধ্যুষিত এই এলাকায় কোনও বছরই 15 অগস্টে জাতীয় পতাকা তুলতে দেওয়া হত না গ্রামবাসীদের ৷ কিন্তু এখন পরিস্থিতি বদলেছে ৷ কমেছে মাও আতঙ্ক ৷ নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে পিছু হঠতে বাধ্য হয়েছে মাওবাদীরা ৷

স্বাধীনতার 75 বছর পর প্রথম জাতীয় পতাকা উড়ল বাস্তারের এই গ্রামে

আরও পড়ুন: পিরপাঞ্জালে আজাদি কা অমৃত মহোৎসব পালন ভারতীয় সেনার

ফলে হাসি এসেছে চন্দমেটার বাসিন্দাদের মুখে ৷ এবছর তাই তাঁরাও শামিল হয়েছেন স্বাধীনতা দিবস উদযাপনে ৷ নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেছেন গ্রামবাসীরা ৷ 'ভারত মাতা কী জয়' বলতে বলতে হেঁটেছেন গ্রামের বৃষ্টিভেজা পথে ৷

বাস্তার (ছত্তিশগড়), 15 অগস্ট: স্বাধীনতার 75তম বর্ষ পালন করছে দেশ ৷ 1947 সালের 15 অগস্ট ভারত যে স্বাধীনতা পেয়েছিল তার হীরকজয়ন্তী আজ ৷ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পর দেশের প্রতিটি প্রান্তে এত বছর ধরে এই বিশেষ দিনে উত্তোলিত হয়েছে জাতীয় পতাকা, গর্বের তেরঙা ৷ কিন্তু জানেন কি, ছত্তিশগড়ের বাস্তার জেলায় এমন এক অঞ্চল রয়েছে, যেখানে এত বছর ধরে উড়েনি কোনও জাতীয় পতাকা ! এবছরই প্রথম সেখানকার বাসিন্দারা অংশ নিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবং তুললেন জাতীয় পতাকা (Tricolor hoisted for the first time after independence in Chandameta of Bastar) ৷

মাওবাদীদের গড় বলে পরিচিত বাস্তার ৷ এখানকারই এক ছোট গ্রাম চন্দমেটা ৷ ছত্তিশগড় ও ওড়িশা সীমানার কাছে অবস্থিত এই গ্রাম একসময় মাও আতঙ্কে কাঁটা হয়ে থাকত ৷ মাও অধ্যুষিত এই এলাকায় কোনও বছরই 15 অগস্টে জাতীয় পতাকা তুলতে দেওয়া হত না গ্রামবাসীদের ৷ কিন্তু এখন পরিস্থিতি বদলেছে ৷ কমেছে মাও আতঙ্ক ৷ নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে পিছু হঠতে বাধ্য হয়েছে মাওবাদীরা ৷

স্বাধীনতার 75 বছর পর প্রথম জাতীয় পতাকা উড়ল বাস্তারের এই গ্রামে

আরও পড়ুন: পিরপাঞ্জালে আজাদি কা অমৃত মহোৎসব পালন ভারতীয় সেনার

ফলে হাসি এসেছে চন্দমেটার বাসিন্দাদের মুখে ৷ এবছর তাই তাঁরাও শামিল হয়েছেন স্বাধীনতা দিবস উদযাপনে ৷ নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেছেন গ্রামবাসীরা ৷ 'ভারত মাতা কী জয়' বলতে বলতে হেঁটেছেন গ্রামের বৃষ্টিভেজা পথে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.