ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - TOP NEWS

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS
author img

By

Published : Dec 12, 2020, 9:00 PM IST

1. নাড্ডার কনভয়ে হামলা : 3 আইপিএসকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে যোগ দিতে নির্দেশ


2. কিডনি 25 শতাংশ কাজ করছে, সংকটে লালুপ্রসাদ যাদব

যে কোনও মুহূর্তে লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর চিকিৎসক উমেশ প্রসাদ ।


3. "কৃষকদের আয় বাড়বে", কৃষি আইনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

নয়া কৃষি আইন কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে ৷ নতুন কৃষি আইন কৃষি ও সহযোগী ক্ষেত্রের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে ৷ ফিকির সাধারণ সভায় নয়া কৃষি আইন নিয়ে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷


4. দুপুরে ব্ল‍্যাক টি খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাতে চাইলেন সুপ

চিকিৎসক সৌতিক পান্ডা বলেন, "আজ দুপুরের পরে বুদ্ধদেববাবু নিজেই একটু চা খেতে চেয়েছিলেন । ব্ল্যাক টি উনি চেয়েছিলেন । ওনাকে ব্ল্যাক টি দেওয়া হয়েছে । চা উনি পুরোটাই মুখে দিয়ে খেয়েছেন। আজ রাতে উনি স্যুপ খেতে চেয়েছেন । সুপের ব্যবস্থা আমরা করছি ।"

5. সংবিধান না মেনে তলব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি কল্যাণের

জেপি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক ।


6.কন্যাশ্রী, রূপশ্রী বনাম মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধকেই একটা প্রধান ইশু করে এবার প্রচারে নামতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দলগুলি। অপরদিকে শাসকদলের প্রচারের হাতিয়ার কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি।


7. কর্নাটকে আইফোন প্রস্তুতকারী সংস্থার অফিসে ভাঙচুর কর্মীদের

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষোভকারী কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ এই ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে ওই সংস্থার ৷


8. হচ্ছে না পৌষমেলা, পৌষ উৎসবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

পৌষ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।


9. রাজ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস রাজ্যপালের

"অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যবাসীর অধিকার । এনিয়ে আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করছি। এই উদ্দেশেই আমাদের কাজও করতে হবে । ভোটাররাই আসল স্টেকহোল্ডার । কিন্তু, আইনের শাসন ছাড়াই রাজনৈতিক ক্ষমতার ব্যবহার হলে তা আমাকে চিন্তিত করে তোলে । তাছাড়া, যে-কেউ রাজনীতি করতে পারেন । তা তাঁদের ব্যক্তিগত ব্যাপার ।" এক সংবাদস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

10. নাড্ডার বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি দেবশ্রীর

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বক্তব্য বিকৃত করা হয়েছে ৷ এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি।

1. নাড্ডার কনভয়ে হামলা : 3 আইপিএসকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে যোগ দিতে নির্দেশ


2. কিডনি 25 শতাংশ কাজ করছে, সংকটে লালুপ্রসাদ যাদব

যে কোনও মুহূর্তে লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর চিকিৎসক উমেশ প্রসাদ ।


3. "কৃষকদের আয় বাড়বে", কৃষি আইনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

নয়া কৃষি আইন কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে ৷ নতুন কৃষি আইন কৃষি ও সহযোগী ক্ষেত্রের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে ৷ ফিকির সাধারণ সভায় নয়া কৃষি আইন নিয়ে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷


4. দুপুরে ব্ল‍্যাক টি খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাতে চাইলেন সুপ

চিকিৎসক সৌতিক পান্ডা বলেন, "আজ দুপুরের পরে বুদ্ধদেববাবু নিজেই একটু চা খেতে চেয়েছিলেন । ব্ল্যাক টি উনি চেয়েছিলেন । ওনাকে ব্ল্যাক টি দেওয়া হয়েছে । চা উনি পুরোটাই মুখে দিয়ে খেয়েছেন। আজ রাতে উনি স্যুপ খেতে চেয়েছেন । সুপের ব্যবস্থা আমরা করছি ।"

5. সংবিধান না মেনে তলব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি কল্যাণের

জেপি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক ।


6.কন্যাশ্রী, রূপশ্রী বনাম মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধকেই একটা প্রধান ইশু করে এবার প্রচারে নামতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দলগুলি। অপরদিকে শাসকদলের প্রচারের হাতিয়ার কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি।


7. কর্নাটকে আইফোন প্রস্তুতকারী সংস্থার অফিসে ভাঙচুর কর্মীদের

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষোভকারী কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ এই ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে ওই সংস্থার ৷


8. হচ্ছে না পৌষমেলা, পৌষ উৎসবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

পৌষ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।


9. রাজ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস রাজ্যপালের

"অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যবাসীর অধিকার । এনিয়ে আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করছি। এই উদ্দেশেই আমাদের কাজও করতে হবে । ভোটাররাই আসল স্টেকহোল্ডার । কিন্তু, আইনের শাসন ছাড়াই রাজনৈতিক ক্ষমতার ব্যবহার হলে তা আমাকে চিন্তিত করে তোলে । তাছাড়া, যে-কেউ রাজনীতি করতে পারেন । তা তাঁদের ব্যক্তিগত ব্যাপার ।" এক সংবাদস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

10. নাড্ডার বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি দেবশ্রীর

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বক্তব্য বিকৃত করা হয়েছে ৷ এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.