ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 1 টা
টপ নিউজ় @ দুপুর 1 টা
author img

By

Published : Apr 5, 2021, 1:24 PM IST

1.আজ ফের জিজ্ঞাসাবাদ, লালাকে হেফাজতে চায় সিবিআই

এই নিয়ে চতুর্থবার জিজ্ঞাসাবাদের জন্য লালাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে ডাকা হল ।

2.দেশে সর্বপ্রথম লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ

গত 24 ঘণ্টায় দেশে সর্বাধিক দৈনিক সংক্রমণ ৷ আক্রান্ত 1 লাখ 3 হাজার 558 জন ৷

3.তৃতীয় দফায় ওয়েব কাস্টিংয়ে বাড়তি নজরদারির নির্দেশ কমিশনের

প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ওয়েব কাস্টিংয়ের ক্ষেত্রে বেজায় সমস্যার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে ৷ সেই সমস্যা দূর করতে 6 এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে আরও সতর্কতা অবলম্বন করতে চলেছে নির্বাচন কিমশন ৷ নির্বাচন চলাকালীন যাতে ওয়েব কাস্টিং-এ কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ৷

4.চুঁচুড়ার সভায় বাবুল-লকেটকে তীব্র কটাক্ষ মমতার

হুগলির চুঁচুড়ার জনসভায় দুই বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও লকেট চট্টোপাধ্যায়কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির স্থানীয় লোক নেই বলেই সাংসদদের বিধানসভা ভোটের প্রার্থী করতে হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি ৷

5.জয়াদিকে পটিয়ে-পাটিয়ে নিয়ে এসেছে, কটাক্ষ দিলীপের

সোমবার দিলীপ ঘোষ বললেন, আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে । বাকিরা মাঠের বাইরে হয়ে গেছে ৷

6.400 মাওবাদীর আচমকা হামলা, তিন দিক ঘিরে চলে গুলিবর্ষণ

সিআরপিএফ প্রধানের মতে, তাঁর জাওয়ানরা আচমকা আক্রমণ মুখে পড়ে ৷ যা কয়েক ঘণ্টা ধরে চলে ৷ সম্ভবত উপায়হীন পরিস্থিতি তৈরি করেছিল মাওবাদীরা ৷

7.আমাদের কোনও প্রতিপক্ষ নেই, দাবি ইংরেজবাজারে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রচৌধুরীর

সোমবার মনোনয়ন জমা দিলেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রচৌধুরী ৷ মন্দিরে পুজো দিয়ে, কর্মী-সমর্থকদের নিয়ে এদিন মালদায় প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন তিনি ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে দাবি করলেন, এবারে লক্ষাধিক ভোটে জয়ী হবেন তিনি ৷ তাঁর প্রতিপক্ষ বলে কিছু নেই ৷

8.চতুর্থ দফায় 22% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বিজেপির রয়েছে 61%

রাজ্যের চতুর্থ দফার ভোটের 22 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ জানাল এডিআর ৷ এর মধ্যে বিজেপির 61 শতাংশ ও তৃণমূল কংগ্রেসের 17 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷

9.ক্যানিংয়ে রোড শো শতাব্দীর

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের প্রচারে হয়ে প্রচারে নামলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায় ৷ আজ ক্যানিং থানার সামনে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড’শো করলেন তিনি ৷ সেই সঙ্গে প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার কথা বললেন শতাব্দী রায় ৷

10.মহেশতলা বিধানসভায় প্রচারে সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরী

মহেশতলা বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরী ৷ আজ বজবজ ট্রাঙ্ক রোডে প্রায় 6 কিলোমিটারের মিছিলে অংশ নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমাস বসু ৷

1.আজ ফের জিজ্ঞাসাবাদ, লালাকে হেফাজতে চায় সিবিআই

এই নিয়ে চতুর্থবার জিজ্ঞাসাবাদের জন্য লালাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে ডাকা হল ।

2.দেশে সর্বপ্রথম লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ

গত 24 ঘণ্টায় দেশে সর্বাধিক দৈনিক সংক্রমণ ৷ আক্রান্ত 1 লাখ 3 হাজার 558 জন ৷

3.তৃতীয় দফায় ওয়েব কাস্টিংয়ে বাড়তি নজরদারির নির্দেশ কমিশনের

প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ওয়েব কাস্টিংয়ের ক্ষেত্রে বেজায় সমস্যার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে ৷ সেই সমস্যা দূর করতে 6 এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে আরও সতর্কতা অবলম্বন করতে চলেছে নির্বাচন কিমশন ৷ নির্বাচন চলাকালীন যাতে ওয়েব কাস্টিং-এ কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ৷

4.চুঁচুড়ার সভায় বাবুল-লকেটকে তীব্র কটাক্ষ মমতার

হুগলির চুঁচুড়ার জনসভায় দুই বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও লকেট চট্টোপাধ্যায়কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির স্থানীয় লোক নেই বলেই সাংসদদের বিধানসভা ভোটের প্রার্থী করতে হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি ৷

5.জয়াদিকে পটিয়ে-পাটিয়ে নিয়ে এসেছে, কটাক্ষ দিলীপের

সোমবার দিলীপ ঘোষ বললেন, আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে । বাকিরা মাঠের বাইরে হয়ে গেছে ৷

6.400 মাওবাদীর আচমকা হামলা, তিন দিক ঘিরে চলে গুলিবর্ষণ

সিআরপিএফ প্রধানের মতে, তাঁর জাওয়ানরা আচমকা আক্রমণ মুখে পড়ে ৷ যা কয়েক ঘণ্টা ধরে চলে ৷ সম্ভবত উপায়হীন পরিস্থিতি তৈরি করেছিল মাওবাদীরা ৷

7.আমাদের কোনও প্রতিপক্ষ নেই, দাবি ইংরেজবাজারে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রচৌধুরীর

সোমবার মনোনয়ন জমা দিলেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রচৌধুরী ৷ মন্দিরে পুজো দিয়ে, কর্মী-সমর্থকদের নিয়ে এদিন মালদায় প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন তিনি ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে দাবি করলেন, এবারে লক্ষাধিক ভোটে জয়ী হবেন তিনি ৷ তাঁর প্রতিপক্ষ বলে কিছু নেই ৷

8.চতুর্থ দফায় 22% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বিজেপির রয়েছে 61%

রাজ্যের চতুর্থ দফার ভোটের 22 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ জানাল এডিআর ৷ এর মধ্যে বিজেপির 61 শতাংশ ও তৃণমূল কংগ্রেসের 17 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷

9.ক্যানিংয়ে রোড শো শতাব্দীর

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের প্রচারে হয়ে প্রচারে নামলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায় ৷ আজ ক্যানিং থানার সামনে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড’শো করলেন তিনি ৷ সেই সঙ্গে প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার কথা বললেন শতাব্দী রায় ৷

10.মহেশতলা বিধানসভায় প্রচারে সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরী

মহেশতলা বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরী ৷ আজ বজবজ ট্রাঙ্ক রোডে প্রায় 6 কিলোমিটারের মিছিলে অংশ নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমাস বসু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.