ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় সকাল 9 টা
টপ নিউজ় সকাল 9 টা
author img

By

Published : Aug 8, 2021, 9:01 AM IST

1.Neeraj Chopra: অলিম্পিকসের চাপ অনুভব করেননি, জানিয়ে দিলেন সোনার ছেলে

চাপ তো দূরে থাক নীরজ এদিন জানিয়ে দিলেন, "প্রথম থ্রো ভাল হওয়ায় আমি অলিম্পিকস রেকর্ড (90.57 মিটার ) ভাঙার যায় কি-না ভাবছিলাম ৷" নীরজের এই আত্মবিশ্বাস কি এক ভারতীয় সেনার আত্মবিশ্বাস ?

2.Tokyo Olympics : 22 শ্রাবণেই টোকিয়োতে 'জনগণমন', নীরজ-ছোঁয়ায় রবি প্রণাম

25 বৈশাখ আর 22 শ্রাবণ মনে রাখা অভ্যাস বাঙালির ৷ কিন্তু তাতেও বাধ সেধেছে মহামারি করোনা ৷ ফলে গত বছর থেকেই কবিপক্ষ অতি সামান্য ৷ তাও ভার্চুয়ালে ৷ আজ 22 শ্রাবণেও ঘটা করা রবীন্দ্রপুজো হচ্ছে না কোথাও ৷ কে জানত, সেই কবিকে তাঁর প্রয়াণ দিবসে সর্বোত্তম শ্রদ্ধা জানাবে হরিয়ানার এক বছর তেইশের ছেলে ! তাও দেশের গণ্ডি ছাড়িয়ে সুদুর জাপানে ৷

3.Weather Forecast : দক্ষিণে আজও আকাশ মেঘলা, মঙ্গল থেকে ভাসবে উত্তরও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

4.East Bengal : চুক্তিজট কাটাতে প্রাক্তনীদের সঙ্গে আলোচনায় বাইচুং

খারাপ হচ্ছে ভাবমূর্তি । কোনও সন্দেহ নেই ইস্টবেঙ্গলের সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে । তবে আমি বলব, সমর্থকরা যখন চাইছেন তখন ইস্টবেঙ্গলের আইএসএলে খেলা উচিত । তার জন্য যা করতে হবে তাই করা উচিত ৷ মত বাইচুং ভুটিয়ার ৷

5.Dibyendu Adhikari : হলদিয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ল দিব্যেন্দু অধিকারীর গাড়ি

হলদিয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ল দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikar) গাড়ি ৷ সাংসদের হাতে হালকা চোট লেগেছে ৷ তবে এটি নিছক দুর্ঘটনা ৷ এনিয়ে থানায় কোনও অভিযোগ জানাবেন না বলেই জানিয়েছেন সাংসদ ৷

6.KMC : অবৈধভাবে জলাশয় ভরাট রুখতে কড়া কলকাতা পৌরনিগম

জলাভূমি পরিবেশ সংরক্ষণের আইন কোনও পুলিশকর্মী না পালন করতে পারলে, তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হবে পুলিশ কমিশনারের কাছে ।

7.Neeraj Chopra : নীরজের হাত ধরে সোনা এল ঘরে

2018 সালে এশিয়ান গেমসে সোনা পান নীরজ ৷ এছাড়া বিশ্ব অ্যথলিট জুনিয়রেও সোনা জেতেন ৷ পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 3-তে 88.07 মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েন নীরজ ৷

8.jangalmahal : সরকারি চাকরির লোভে মাওবাদী সাজার হিড়িক, নাম নথিভুক্তির লম্বা লাইন জঙ্গলমহলে

সরকারি চাকরি পেতে মাওবাদী সাজার হিড়িক পড়েছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে ৷ আগে জামিনের জন্য যাঁরা আইনজীবীদের কাছে হত্যে দিতেন, এখন তাঁরাই জেলে ঢোকানোর জন্য আর্জি জানাচ্ছেন ৷ 110 জন আত্মসমর্পণকারী মাওবাদী চাকরি পেয়েছেন হোমগার্ড পদে ৷ তারপরই দেখা যাচ্ছে এই উলট পুরাণ ৷ কারণ আত্মসমর্পণকারী মাওবাদী হলেই পাওয়া যাবে সরকারি চাকরি ৷

9.Rajib Banerjee : অভিষেকের সঙ্গে বৈঠকের জের, বিজেপি থেকে বহিষ্কার হতে পারেন রাজীব

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের জেরে বিজেপি থেকে বহিষ্কৃত হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee) ৷ রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত ধরে নিয়েই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল ৷ এখন শুধু দিল্লির অনুমতির অপেক্ষা ৷

10.Neeraj Chopra : সোনার ছেলে নীরজের সাফল্যে উচ্ছ্বসিত কোবিন্দ-মোদি-মমতা

টোকিয়ো অলিম্পিকসে সোনার পদক ভারতের ৷ জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া আজ সোনা পেয়েছেন ৷ তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ ৷

1.Neeraj Chopra: অলিম্পিকসের চাপ অনুভব করেননি, জানিয়ে দিলেন সোনার ছেলে

চাপ তো দূরে থাক নীরজ এদিন জানিয়ে দিলেন, "প্রথম থ্রো ভাল হওয়ায় আমি অলিম্পিকস রেকর্ড (90.57 মিটার ) ভাঙার যায় কি-না ভাবছিলাম ৷" নীরজের এই আত্মবিশ্বাস কি এক ভারতীয় সেনার আত্মবিশ্বাস ?

2.Tokyo Olympics : 22 শ্রাবণেই টোকিয়োতে 'জনগণমন', নীরজ-ছোঁয়ায় রবি প্রণাম

25 বৈশাখ আর 22 শ্রাবণ মনে রাখা অভ্যাস বাঙালির ৷ কিন্তু তাতেও বাধ সেধেছে মহামারি করোনা ৷ ফলে গত বছর থেকেই কবিপক্ষ অতি সামান্য ৷ তাও ভার্চুয়ালে ৷ আজ 22 শ্রাবণেও ঘটা করা রবীন্দ্রপুজো হচ্ছে না কোথাও ৷ কে জানত, সেই কবিকে তাঁর প্রয়াণ দিবসে সর্বোত্তম শ্রদ্ধা জানাবে হরিয়ানার এক বছর তেইশের ছেলে ! তাও দেশের গণ্ডি ছাড়িয়ে সুদুর জাপানে ৷

3.Weather Forecast : দক্ষিণে আজও আকাশ মেঘলা, মঙ্গল থেকে ভাসবে উত্তরও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

4.East Bengal : চুক্তিজট কাটাতে প্রাক্তনীদের সঙ্গে আলোচনায় বাইচুং

খারাপ হচ্ছে ভাবমূর্তি । কোনও সন্দেহ নেই ইস্টবেঙ্গলের সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে । তবে আমি বলব, সমর্থকরা যখন চাইছেন তখন ইস্টবেঙ্গলের আইএসএলে খেলা উচিত । তার জন্য যা করতে হবে তাই করা উচিত ৷ মত বাইচুং ভুটিয়ার ৷

5.Dibyendu Adhikari : হলদিয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ল দিব্যেন্দু অধিকারীর গাড়ি

হলদিয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ল দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikar) গাড়ি ৷ সাংসদের হাতে হালকা চোট লেগেছে ৷ তবে এটি নিছক দুর্ঘটনা ৷ এনিয়ে থানায় কোনও অভিযোগ জানাবেন না বলেই জানিয়েছেন সাংসদ ৷

6.KMC : অবৈধভাবে জলাশয় ভরাট রুখতে কড়া কলকাতা পৌরনিগম

জলাভূমি পরিবেশ সংরক্ষণের আইন কোনও পুলিশকর্মী না পালন করতে পারলে, তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হবে পুলিশ কমিশনারের কাছে ।

7.Neeraj Chopra : নীরজের হাত ধরে সোনা এল ঘরে

2018 সালে এশিয়ান গেমসে সোনা পান নীরজ ৷ এছাড়া বিশ্ব অ্যথলিট জুনিয়রেও সোনা জেতেন ৷ পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 3-তে 88.07 মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েন নীরজ ৷

8.jangalmahal : সরকারি চাকরির লোভে মাওবাদী সাজার হিড়িক, নাম নথিভুক্তির লম্বা লাইন জঙ্গলমহলে

সরকারি চাকরি পেতে মাওবাদী সাজার হিড়িক পড়েছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে ৷ আগে জামিনের জন্য যাঁরা আইনজীবীদের কাছে হত্যে দিতেন, এখন তাঁরাই জেলে ঢোকানোর জন্য আর্জি জানাচ্ছেন ৷ 110 জন আত্মসমর্পণকারী মাওবাদী চাকরি পেয়েছেন হোমগার্ড পদে ৷ তারপরই দেখা যাচ্ছে এই উলট পুরাণ ৷ কারণ আত্মসমর্পণকারী মাওবাদী হলেই পাওয়া যাবে সরকারি চাকরি ৷

9.Rajib Banerjee : অভিষেকের সঙ্গে বৈঠকের জের, বিজেপি থেকে বহিষ্কার হতে পারেন রাজীব

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের জেরে বিজেপি থেকে বহিষ্কৃত হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee) ৷ রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত ধরে নিয়েই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল ৷ এখন শুধু দিল্লির অনুমতির অপেক্ষা ৷

10.Neeraj Chopra : সোনার ছেলে নীরজের সাফল্যে উচ্ছ্বসিত কোবিন্দ-মোদি-মমতা

টোকিয়ো অলিম্পিকসে সোনার পদক ভারতের ৷ জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া আজ সোনা পেয়েছেন ৷ তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.