ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় সকাল 9 টা
টপ নিউজ় সকাল 9 টা
author img

By

Published : Aug 6, 2021, 8:58 AM IST

1.Tokyo Olympics : ইতিহাস গড়া হল না, ব্রিটিশদের বিরুদ্ধে হার রানিদের

গ্রেট ব্রিটেনের কাছে 4-3 গোলে হেরে অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হল ৷

2.Messi : বার্সায় শেষ মেসি অধ্যায়, মন ভাঙল লাখো অনুরাগীর

বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাব ছাড়ছেন মেসি ৷ তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করা হয়েছে ৷

3.Bengal BJP : 9 থেকে 16 অগাস্ট 'পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচি, তেড়েফুঁড়ে নামছে বঙ্গ বিজেপি

বিজেপি সূত্রে খবর, রাজ্যজুড়ে কর্মসূচি হবে । ইতিমধ্যেই 39টি সাংগঠনিক জেলা সভাপতিকে নির্দেশ পাঠানো হয়েছে । 9 অগাস্ট হবে শহিদ দিবস ৷ ওই দিন তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ও জাল ভ্যাকসিনের প্রতিবাদে জেলায় জেলায় মশাল মিছিল করবে বিজেপির যুব মোর্চা । এছাড়া বিজেপির এসটি মোর্চা বিশ্ব আদিবাসী দিবস পালন করবে ।

4.WBJEE 2021 : আজ জয়েন্টের ফল, জেনে নিন কোথায় জানবেন রেজাল্ট

এই বছর রাজ্যে 92 হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল । সংক্রমণের জেরে পিছিয়ে যায় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা । শেষ পর্যন্ত গত 17 জুলাইয়ে হয় পরীক্ষা । পরীক্ষার 20 দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফলাফল ।

5.Corona Vaccine : ভাঁড়ারে নেই ডোজ, কলকাতা পৌরনিগমে অনিশ্চিত কোভিশিল্ডের টিকাকরণ

কলকাতা পৌরনিগমের ভাঁড়ারে এবার নেই কোভিশিল্ড ৷ তাই আগামিকাল শহরে বন্ধ থাকবে এই টিকাকরণ ৷ কয়েকদিন আগে ফুরিয়েছিল কোভ্যাকসিনের জোগান ৷ যদিও কালই ফের কোভ্যাকসিন এসেছে ৷ এবার বাড়ন্ত হল কোভিশিল্ড ৷ পৌর নিগমের কমিশনার বিনোদ কুমার জানিয়েছেন, ভ্যাকসিন না থাকার জন্য কোভিশিল্ডের টিকাকরণ আপাতত শহরে অনিশ্চিত ৷

6.Ravi Dahiya: গোটা দেশকে উদ্বুদ্ধ করেছে তোমার সাফল্য, রবিকে ফোনে অভিনন্দন মোদির

টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) রুপো জয়ের জন্য কুস্তিগীর রবি দাহিয়াকে (Ravi Dahiya) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ রবি ও তাঁর কোচ অনিল মানকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের জন্য গর্বিত গোটা দেশ ৷

7.WBMSC : মাদ্রাসার চার হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের প্রস্তাব

দ্রুত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কথা জানাল মাদ্রাসা কমিশন (The West Bengal Madrasah Service Commission) ৷ 614টি মাদ্রাসার মোট 3 হাজার 800টি শূন্য পদে নিয়োগের কথা ভাবছে কমিশন ৷ এনিয়ে রাজ্য সরকারকে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়েছে সংশ্লিষ্ট দফতর ৷

8.suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু

বিজেপির হেস্টিংস দফতরে আজ ‘স্বাস্থ্য স্বেচ্ছাসেবক’ অভিযানের সূচনা করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই ডিভিসির পলি পরিষ্কার না করা নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে করেছেন, তা মিথ্যে বলে দাবি করেন শুভেন্দু ৷ জানান, তিনি এর পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন ৷

9.Ambulance : মাথাপিছু আড়াইশো টাকায় যাত্রী তুলল সরকারি অ্যাম্বুলেন্স; চালক-সহ আটক 12

বৃহস্পতিবার দুপুর নাগাদ কলকাতা মেডিকেল কলেজ থেকে এক রোগীকে বীরভূমের নলহাটিতে পৌঁছে দিয়ে একটি 102 সরকারি অ্যাম্বুলেন্স কলকাতা ফিরছিল । পথে মুর্শিদাবাদের জঙ্গিপুরের চাঁদের মোড়ের কাছে দশ জন রাজমিস্ত্রি বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন । তাঁদের মাথাপিছু আড়াইশো টাকা ভাড়ায় ডানকুনি অবধি নিয়ে যেতে রাজি হন অ্যাম্বুলেন্স চালক ।

10.West Bengal Corona Update : রাজ্যে সামান্য কমল সংক্রমণ, এদিনও সংক্রমণে 100 পার উত্তর 24 পরগনায়

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 31 হাজার 662 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 193 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 823 জন ।

1.Tokyo Olympics : ইতিহাস গড়া হল না, ব্রিটিশদের বিরুদ্ধে হার রানিদের

গ্রেট ব্রিটেনের কাছে 4-3 গোলে হেরে অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হল ৷

2.Messi : বার্সায় শেষ মেসি অধ্যায়, মন ভাঙল লাখো অনুরাগীর

বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাব ছাড়ছেন মেসি ৷ তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করা হয়েছে ৷

3.Bengal BJP : 9 থেকে 16 অগাস্ট 'পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচি, তেড়েফুঁড়ে নামছে বঙ্গ বিজেপি

বিজেপি সূত্রে খবর, রাজ্যজুড়ে কর্মসূচি হবে । ইতিমধ্যেই 39টি সাংগঠনিক জেলা সভাপতিকে নির্দেশ পাঠানো হয়েছে । 9 অগাস্ট হবে শহিদ দিবস ৷ ওই দিন তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ও জাল ভ্যাকসিনের প্রতিবাদে জেলায় জেলায় মশাল মিছিল করবে বিজেপির যুব মোর্চা । এছাড়া বিজেপির এসটি মোর্চা বিশ্ব আদিবাসী দিবস পালন করবে ।

4.WBJEE 2021 : আজ জয়েন্টের ফল, জেনে নিন কোথায় জানবেন রেজাল্ট

এই বছর রাজ্যে 92 হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল । সংক্রমণের জেরে পিছিয়ে যায় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা । শেষ পর্যন্ত গত 17 জুলাইয়ে হয় পরীক্ষা । পরীক্ষার 20 দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফলাফল ।

5.Corona Vaccine : ভাঁড়ারে নেই ডোজ, কলকাতা পৌরনিগমে অনিশ্চিত কোভিশিল্ডের টিকাকরণ

কলকাতা পৌরনিগমের ভাঁড়ারে এবার নেই কোভিশিল্ড ৷ তাই আগামিকাল শহরে বন্ধ থাকবে এই টিকাকরণ ৷ কয়েকদিন আগে ফুরিয়েছিল কোভ্যাকসিনের জোগান ৷ যদিও কালই ফের কোভ্যাকসিন এসেছে ৷ এবার বাড়ন্ত হল কোভিশিল্ড ৷ পৌর নিগমের কমিশনার বিনোদ কুমার জানিয়েছেন, ভ্যাকসিন না থাকার জন্য কোভিশিল্ডের টিকাকরণ আপাতত শহরে অনিশ্চিত ৷

6.Ravi Dahiya: গোটা দেশকে উদ্বুদ্ধ করেছে তোমার সাফল্য, রবিকে ফোনে অভিনন্দন মোদির

টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) রুপো জয়ের জন্য কুস্তিগীর রবি দাহিয়াকে (Ravi Dahiya) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ রবি ও তাঁর কোচ অনিল মানকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের জন্য গর্বিত গোটা দেশ ৷

7.WBMSC : মাদ্রাসার চার হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের প্রস্তাব

দ্রুত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কথা জানাল মাদ্রাসা কমিশন (The West Bengal Madrasah Service Commission) ৷ 614টি মাদ্রাসার মোট 3 হাজার 800টি শূন্য পদে নিয়োগের কথা ভাবছে কমিশন ৷ এনিয়ে রাজ্য সরকারকে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়েছে সংশ্লিষ্ট দফতর ৷

8.suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু

বিজেপির হেস্টিংস দফতরে আজ ‘স্বাস্থ্য স্বেচ্ছাসেবক’ অভিযানের সূচনা করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই ডিভিসির পলি পরিষ্কার না করা নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে করেছেন, তা মিথ্যে বলে দাবি করেন শুভেন্দু ৷ জানান, তিনি এর পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন ৷

9.Ambulance : মাথাপিছু আড়াইশো টাকায় যাত্রী তুলল সরকারি অ্যাম্বুলেন্স; চালক-সহ আটক 12

বৃহস্পতিবার দুপুর নাগাদ কলকাতা মেডিকেল কলেজ থেকে এক রোগীকে বীরভূমের নলহাটিতে পৌঁছে দিয়ে একটি 102 সরকারি অ্যাম্বুলেন্স কলকাতা ফিরছিল । পথে মুর্শিদাবাদের জঙ্গিপুরের চাঁদের মোড়ের কাছে দশ জন রাজমিস্ত্রি বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন । তাঁদের মাথাপিছু আড়াইশো টাকা ভাড়ায় ডানকুনি অবধি নিয়ে যেতে রাজি হন অ্যাম্বুলেন্স চালক ।

10.West Bengal Corona Update : রাজ্যে সামান্য কমল সংক্রমণ, এদিনও সংক্রমণে 100 পার উত্তর 24 পরগনায়

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 31 হাজার 662 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 193 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 823 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.