ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় সকাল 9 টা
টপ নিউজ় সকাল 9 টা
author img

By

Published : Aug 4, 2021, 9:06 AM IST

1.Tokyo Olympics : জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ

যোগ্যতা অর্জনের জন্য 83.50 মিটার থ্রো করতে হত, অথবা দুটি গ্রুপ মিলিয়ে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ গ্রুপ এ -র প্রতিযোগিতায় নিজের প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করে নেন নীরজ ৷

2.Tokyo Olympics : কলম্বিয়ার প্রতিযোগীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রেসলার রবি ধাইয়া

দ্বিতীয় পিরিয়ডে অপ্রতিরোধ্য দেখায় রবি ধাইয়াকে ৷ প্রতিপক্ষকে প্রায় বিনা বাধায় ধরাশায়ী করেন ভারতীয় রেসলার ৷ খেলার ফলাফল 13 -2 ৷

3.Tokyo Olympics : লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে বিধানসভা

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত সবথকে গুরুত্বপূর্ণ ম্যাচে বক্সিং রিংয়ে নামতে চলেছেন লভলিনা ৷ আজ জিতলেন সোনা বা রুপো নিশ্চিত ৷ তবে রুপো জয় নয়, লভলিনার নজরে শুধুই সোনা ৷ আর তিনি যদি তা করতে পারেন, তাহলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন অসমের এই মেয়ে ৷

4.PV Sindhu : দিল্লি পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা সিন্ধুকে

পাঁচ বছর আগে রিও-তে জিতেছিলেন রুপো ৷ আর এবারের টোকিয়োতে (Olympic Games Tokyo 2020) জয় করেছেন ব্রোঞ্জ ৷ বিশ্বচ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু এদিন দিল্লির বিমানবন্দরের পা রাখতেই বিমানবন্দর কর্মীরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানালেন ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক টার্মিনাল (Indira Gandhi International Airport) থেকে নিরাপত্তারক্ষীদের বলয়ে করোনা বিধি মেনেই বেরোতে দেখা যায় তাঁকে ৷

5.India vs England : করোনা থেকে চোট, একাধিক চ্যালেঞ্জ সামলে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ব্লু টাইগাররা

ম্যাচের একটি বলও গড়ানোর আগে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় দল ৷ কোভিড 19-এর চোখ রাঙানি থেকে শুরু করে একাধিক চোটে জর্জরিত কোহলির টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডের মাটিতে শেষবার যখন দুই দেশ মুখোমুখি হয়েছিল, 4-1 ব্যবধানে সিরিজ় হারতে হয় ভারতকে ৷ তবে এই ফলাফল দেখে সেই সিরিজ়ে খেলার গুণমান অনুমান করা বৃথা ৷

6.Malda Youth : পাঁচ বছর পর শিকলমুক্ত সেলিম গেল হাসপাতাল

দীর্ঘ পাঁচ বছর চেষ্টার পর ছেলের চিকিৎসায় অবশেষে মিলল প্রশাসনের সাহায্য ৷ শিকল বন্দি ছেলেকে মুক্ত করে সরকারি প্রচেষ্টায় হাসপাতালের পথে রওনা দিলেন বাবা ৷ সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন শিকলবন্দি সেলিমের বাবা ও দাদু ৷

7.Weather Forecast: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যে জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ।

8.East Bengal Club : চুক্তিজট খুলতে এবার মুখ্যমন্ত্রীর দারস্থ হতে চাইছে ইস্টবেঙ্গল

'খেলা হবে' দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমি চাই ইস্টবেঙ্গল আইএসএল খেলুক ৷" এরপরেই উদ্যোগী হয়েছে ক্লাবের প্রাক্তন ফুটবলার থেকে কর্মকর্তারা ৷ এবার মুখ্যমন্ত্রীর কাছে সময় চাইবেন তাঁরা । মঙ্গলবার ক্লাবের কর্মসমিতির বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

9.Rakhal Bera: কীভাবে ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা, প্রশ্ন হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও কী করে রাখাল বেরাকে (Rakhal Bera) ফের গ্রেফতার করা হল ? রাজ্য সরকারের থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ । কাল সকালের মধ্যে আদালতকে এর জবাব দিতে হবে ৷

10.Sisir Adhikari : এখন কি পদ্মে, উত্তর জানাতে বিড়লার কাছে একমাস সময় চাইলেন শিশির

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে ৷ তাঁকে অবশ্য আনুষ্ঠানিকভাবে যোগদান করতে দেখা যায়নি গেরুয়া শিবির ৷ তাই তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

1.Tokyo Olympics : জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ

যোগ্যতা অর্জনের জন্য 83.50 মিটার থ্রো করতে হত, অথবা দুটি গ্রুপ মিলিয়ে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ গ্রুপ এ -র প্রতিযোগিতায় নিজের প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করে নেন নীরজ ৷

2.Tokyo Olympics : কলম্বিয়ার প্রতিযোগীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রেসলার রবি ধাইয়া

দ্বিতীয় পিরিয়ডে অপ্রতিরোধ্য দেখায় রবি ধাইয়াকে ৷ প্রতিপক্ষকে প্রায় বিনা বাধায় ধরাশায়ী করেন ভারতীয় রেসলার ৷ খেলার ফলাফল 13 -2 ৷

3.Tokyo Olympics : লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে বিধানসভা

টোকিয়ো অলিম্পিকসে এখনও পর্যন্ত সবথকে গুরুত্বপূর্ণ ম্যাচে বক্সিং রিংয়ে নামতে চলেছেন লভলিনা ৷ আজ জিতলেন সোনা বা রুপো নিশ্চিত ৷ তবে রুপো জয় নয়, লভলিনার নজরে শুধুই সোনা ৷ আর তিনি যদি তা করতে পারেন, তাহলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন অসমের এই মেয়ে ৷

4.PV Sindhu : দিল্লি পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা সিন্ধুকে

পাঁচ বছর আগে রিও-তে জিতেছিলেন রুপো ৷ আর এবারের টোকিয়োতে (Olympic Games Tokyo 2020) জয় করেছেন ব্রোঞ্জ ৷ বিশ্বচ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু এদিন দিল্লির বিমানবন্দরের পা রাখতেই বিমানবন্দর কর্মীরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানালেন ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক টার্মিনাল (Indira Gandhi International Airport) থেকে নিরাপত্তারক্ষীদের বলয়ে করোনা বিধি মেনেই বেরোতে দেখা যায় তাঁকে ৷

5.India vs England : করোনা থেকে চোট, একাধিক চ্যালেঞ্জ সামলে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ব্লু টাইগাররা

ম্যাচের একটি বলও গড়ানোর আগে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় দল ৷ কোভিড 19-এর চোখ রাঙানি থেকে শুরু করে একাধিক চোটে জর্জরিত কোহলির টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডের মাটিতে শেষবার যখন দুই দেশ মুখোমুখি হয়েছিল, 4-1 ব্যবধানে সিরিজ় হারতে হয় ভারতকে ৷ তবে এই ফলাফল দেখে সেই সিরিজ়ে খেলার গুণমান অনুমান করা বৃথা ৷

6.Malda Youth : পাঁচ বছর পর শিকলমুক্ত সেলিম গেল হাসপাতাল

দীর্ঘ পাঁচ বছর চেষ্টার পর ছেলের চিকিৎসায় অবশেষে মিলল প্রশাসনের সাহায্য ৷ শিকল বন্দি ছেলেকে মুক্ত করে সরকারি প্রচেষ্টায় হাসপাতালের পথে রওনা দিলেন বাবা ৷ সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন শিকলবন্দি সেলিমের বাবা ও দাদু ৷

7.Weather Forecast: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যে জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ।

8.East Bengal Club : চুক্তিজট খুলতে এবার মুখ্যমন্ত্রীর দারস্থ হতে চাইছে ইস্টবেঙ্গল

'খেলা হবে' দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমি চাই ইস্টবেঙ্গল আইএসএল খেলুক ৷" এরপরেই উদ্যোগী হয়েছে ক্লাবের প্রাক্তন ফুটবলার থেকে কর্মকর্তারা ৷ এবার মুখ্যমন্ত্রীর কাছে সময় চাইবেন তাঁরা । মঙ্গলবার ক্লাবের কর্মসমিতির বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

9.Rakhal Bera: কীভাবে ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা, প্রশ্ন হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও কী করে রাখাল বেরাকে (Rakhal Bera) ফের গ্রেফতার করা হল ? রাজ্য সরকারের থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ । কাল সকালের মধ্যে আদালতকে এর জবাব দিতে হবে ৷

10.Sisir Adhikari : এখন কি পদ্মে, উত্তর জানাতে বিড়লার কাছে একমাস সময় চাইলেন শিশির

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে ৷ তাঁকে অবশ্য আনুষ্ঠানিকভাবে যোগদান করতে দেখা যায়নি গেরুয়া শিবির ৷ তাই তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.