ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top @ 5 pm
টপ নিউজ় @ বিকেল 5টা
author img

By

Published : Dec 30, 2020, 5:16 PM IST

1 রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

জগদীপ ধনকড় এই পদের যোগ্য নন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তাই মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি দল রাষ্ট্রপতির কাছে ধনকড়কে সরানোর আবেদন জানিয়েছে।

2 পথ দুর্ঘটনার কবলে মহম্মদ আজ়হারউদ্দিন

পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন ৷ রাজস্থানের সুরওয়ালে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি ৷ যদিও নিরাপদে আছেন প্রাক্তন অধিনায়ক ৷


3 সোনাঝুরিতে আদিবাসী দোকানে রান্না, চা পান মুখ্যমন্ত্রীর

বুধবার সকালে রাঙাবিতান গেস্ট হাউস থেকে বেরিয়ে আদিবাসী গ্রাম পরিদর্শন করেন । সেখানে মহিলাদের জন্য 130টি শৌচাগার নির্মাণের নির্দেশ দেন । একটি দোকানে বসে চা খান । রান্নাও করেন ।

4 শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে "সৌজন্য" সাক্ষাৎ বিজেপি সাংসদের

শুভেন্দুর বাড়িতে জ্যোতির্ময় মাহাতর চা পান ৷ যদিও এই বৈঠককে রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

5 বর্ষবরণের উৎসবে রাশ টানতে রাজ্যগুলিকে অনুরোধ কেন্দ্রের

বিশেষ করে বর্ষবরণ ও শীতে একাধিক জায়গায় যে ভিড় জমে তার প্রেক্ষিতেই নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। সেটাই ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

6 কলকাতায় মিলল কোরোনার নতুন স্ট্রেন, সংক্রমিত যুবক ভরতি মেডিকেল কলেজে

ব্রিটেনে COVID-19-এর ভাইরাস SARS-CoV-2-এর নতুন যে স্ট্রেনের সংক্রমণ ধরা পড়েছে, তা সুপার স্প্রেডার বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অর্থাৎ, এতদিন ধরে COVID-19-এর ভাইরাস SARS-CoV-2-এর পুরানো স্ট্রেনের সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে, SARS-CoV-2-এর এই নতুন স্ট্রেনের সংক্রমণ তার থেকেও অনেক বেশি সংক্রামক।

7 উত্তরপ্রদেশে ব্রিটেন থেকে ফেরা 565 জনের খোঁজ নেই, চিন্তায় প্রশাসন

সম্প্রতি যাঁরা ব্রিটেন থেকে ফিরেছেন ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত 1 হাজার 90 জনকে চিহ্নিত করা গিয়েছে বলে খবর। তবে সন্ধান মেলেনি বাকি 565 জনের । তাঁদের খোঁজ চলছে।

8 ফের উত্তপ্ত নন্দীগ্রাম, রাতেই ভাঙচুর তৃণমূল কার্যালয়

মঙ্গলবারই সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে ফের থানা ঘেরাও করা হবে । 24 ঘণ্টা কাটতে না কাটতে রাতেই নন্দীগ্রামে তৃণমূল কার্যালয় ভাঙচুরের ঘটনায় বুধবার সকাল থেকে ফের উত্তপ্ত এলাকা ।

9 কোভিড-কালে বর্ষবরণে বিপদ, সতর্ক করছেন চিকিৎসকরা

কোভিডের মধ্যেই বড়দিনে কলকাতা শহর দেখেছে রেকর্ড ভিড় ৷ যা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে । তাদের চিন্তা, এই যদি 25 ডিসেম্বরের হাল হয়, তবে বছর শেষে কী হবে ? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্ষবরণের রাতে "মাস গ‍্যাদারিং" হল বিপদ !

10 আজ কেন্দ্র-কৃষক বৈঠক, সমস্যার সমাধান চায় দু'পক্ষই

গত একমাসে ছ'বার কথা হয়েছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে ৷ যদিও সমাধান সূত্র মেলেনি ৷ এই পরিস্থিতিতে আজকের বৈঠকের দিকে তাকিয়ে দু'পক্ষই ৷

1 রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

জগদীপ ধনকড় এই পদের যোগ্য নন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তাই মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি দল রাষ্ট্রপতির কাছে ধনকড়কে সরানোর আবেদন জানিয়েছে।

2 পথ দুর্ঘটনার কবলে মহম্মদ আজ়হারউদ্দিন

পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন ৷ রাজস্থানের সুরওয়ালে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি ৷ যদিও নিরাপদে আছেন প্রাক্তন অধিনায়ক ৷


3 সোনাঝুরিতে আদিবাসী দোকানে রান্না, চা পান মুখ্যমন্ত্রীর

বুধবার সকালে রাঙাবিতান গেস্ট হাউস থেকে বেরিয়ে আদিবাসী গ্রাম পরিদর্শন করেন । সেখানে মহিলাদের জন্য 130টি শৌচাগার নির্মাণের নির্দেশ দেন । একটি দোকানে বসে চা খান । রান্নাও করেন ।

4 শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে "সৌজন্য" সাক্ষাৎ বিজেপি সাংসদের

শুভেন্দুর বাড়িতে জ্যোতির্ময় মাহাতর চা পান ৷ যদিও এই বৈঠককে রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

5 বর্ষবরণের উৎসবে রাশ টানতে রাজ্যগুলিকে অনুরোধ কেন্দ্রের

বিশেষ করে বর্ষবরণ ও শীতে একাধিক জায়গায় যে ভিড় জমে তার প্রেক্ষিতেই নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। সেটাই ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

6 কলকাতায় মিলল কোরোনার নতুন স্ট্রেন, সংক্রমিত যুবক ভরতি মেডিকেল কলেজে

ব্রিটেনে COVID-19-এর ভাইরাস SARS-CoV-2-এর নতুন যে স্ট্রেনের সংক্রমণ ধরা পড়েছে, তা সুপার স্প্রেডার বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অর্থাৎ, এতদিন ধরে COVID-19-এর ভাইরাস SARS-CoV-2-এর পুরানো স্ট্রেনের সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে, SARS-CoV-2-এর এই নতুন স্ট্রেনের সংক্রমণ তার থেকেও অনেক বেশি সংক্রামক।

7 উত্তরপ্রদেশে ব্রিটেন থেকে ফেরা 565 জনের খোঁজ নেই, চিন্তায় প্রশাসন

সম্প্রতি যাঁরা ব্রিটেন থেকে ফিরেছেন ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত 1 হাজার 90 জনকে চিহ্নিত করা গিয়েছে বলে খবর। তবে সন্ধান মেলেনি বাকি 565 জনের । তাঁদের খোঁজ চলছে।

8 ফের উত্তপ্ত নন্দীগ্রাম, রাতেই ভাঙচুর তৃণমূল কার্যালয়

মঙ্গলবারই সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে ফের থানা ঘেরাও করা হবে । 24 ঘণ্টা কাটতে না কাটতে রাতেই নন্দীগ্রামে তৃণমূল কার্যালয় ভাঙচুরের ঘটনায় বুধবার সকাল থেকে ফের উত্তপ্ত এলাকা ।

9 কোভিড-কালে বর্ষবরণে বিপদ, সতর্ক করছেন চিকিৎসকরা

কোভিডের মধ্যেই বড়দিনে কলকাতা শহর দেখেছে রেকর্ড ভিড় ৷ যা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে । তাদের চিন্তা, এই যদি 25 ডিসেম্বরের হাল হয়, তবে বছর শেষে কী হবে ? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্ষবরণের রাতে "মাস গ‍্যাদারিং" হল বিপদ !

10 আজ কেন্দ্র-কৃষক বৈঠক, সমস্যার সমাধান চায় দু'পক্ষই

গত একমাসে ছ'বার কথা হয়েছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে ৷ যদিও সমাধান সূত্র মেলেনি ৷ এই পরিস্থিতিতে আজকের বৈঠকের দিকে তাকিয়ে দু'পক্ষই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.