ETV Bharat / bharat

Alapan Bandyopadhyay : আলাপনকে চিঠি প্রতিহিংসামূলক, কেন্দ্রের নিন্দায় তৃণমূল - Saugata Roy

সোমবার কেন্দ্র ফের চিঠি দিয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) ৷ এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৷ বলা হয়েছে, এক মাসের মধ্যে জবাব না দিলে করা হবে কড়া পদক্ষেপ ৷ এই ঘটনার পর মঙ্গলবার বিকেলে দলের হয়ে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) এবং সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে তাঁরা বলেন, ভোটে হেরে মেনে নিতে না পেরে এ-সব করছে তারা ৷

আলাপন বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 22, 2021, 5:53 PM IST

কলকাতা, 22 জুন : আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) ফের কেন্দ্রের চিঠি পাঠানো নিয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস ৷ এদিন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) এবং সাংসদ সৌগত রায় (Saugata Roy) তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে বললেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের দেওয়া চিঠি প্রতিহিংসামূলক ৷ বিধানসভা ভোটের ব্যাপক পরাজয় মেনে নিতে না পেরেই এসব করছে ৷

আলাপনকে কেন্দ্রের এই চিঠির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে কি না তা নিয়ে সুখেন্দুশেখর জানান, আলাপন বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তবে তিনি আইনি পদক্ষেপ করবেন তাহলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয় ৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টির নিন্দা করা হচ্ছে ৷ বিজেপির নাম না করে খোঁচা দেন সুখেন্দু ৷ বলেন, "নির্বাচনের পরাজয় তারা মেনে নিতে পারছে না ৷ যাঁরা দুন্দুভি বাজিয়ে, বুক ফুলিয়ে বলেছিলেন, দু'শোর বেশি আসন পাবেন... দেখা গেল, দু'শোর বেশি আসন হল ৷ তবে সেটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ব্যাপক পরাজয়টাকে ওরা কিছুতেই মেনে নিতে পারছেন না ৷ তাই কোথায় একটা ছিদ্র খুঁজে পাওয়া যায় দেখছেন যাতে সেটা নিয়ে একটা ঘোঁট পাকানো যায়, প্রশাসনকে যদি একটু কড়কে দেওয়া যায় ৷ তবে এসব করে কিছুই করা যাবে না ৷ বাংলার মানুষ ঐক্যবন্ধ রয়েছেন ৷ এ ধরনের যে কোনও প্রচেষ্টাকে কীভাবে ব্যর্থ করতে হয় বাংলার মানুষ জানেন ৷"

এদিন সৌগত রায় বলেন, "একটাই কথা, পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে এক সৎ, দক্ষ বাঙালি অফিসারকে কীভাবে অপমান করার চেষ্টা কেন্দ্র করছে ৷ বাংলার মানুষ এসব দেখছেন, তবে দীর্ঘদিন সহ্য করবেন না ৷ বাইরে থেকে চাপ দিয়ে বাঙালি অফিসারকে অপমান করার, ছোট করার এই চেষ্টা বাংলার মানুষ সহ্য করবে না ৷"

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি পাঠিয়েছে কেন্দ্র ৷ জানানো হয়েছে, এক মাসের মধ্যে চিঠির জবাব না দিলে না জানিয়েই কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ চিঠিতে আলাপনের বিরুদ্ধে তদন্তের কথা বলা হয়েছে । তাঁর বিরুদ্ধে খারাপ ব্যবহার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে । তবে বলা হয়েছে, আলাপন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন । তাঁর যা কিছু জানানোর এক মাসের মধ্যে জানাতে হবে । নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব না দিলে একতরফা ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র ।

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপনকে কড়া চিঠি কেন্দ্রের , জবাব না দিলে ব্যবস্থা

কলকাতা, 22 জুন : আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) ফের কেন্দ্রের চিঠি পাঠানো নিয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস ৷ এদিন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) এবং সাংসদ সৌগত রায় (Saugata Roy) তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে বললেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের দেওয়া চিঠি প্রতিহিংসামূলক ৷ বিধানসভা ভোটের ব্যাপক পরাজয় মেনে নিতে না পেরেই এসব করছে ৷

আলাপনকে কেন্দ্রের এই চিঠির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে কি না তা নিয়ে সুখেন্দুশেখর জানান, আলাপন বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তবে তিনি আইনি পদক্ষেপ করবেন তাহলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয় ৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টির নিন্দা করা হচ্ছে ৷ বিজেপির নাম না করে খোঁচা দেন সুখেন্দু ৷ বলেন, "নির্বাচনের পরাজয় তারা মেনে নিতে পারছে না ৷ যাঁরা দুন্দুভি বাজিয়ে, বুক ফুলিয়ে বলেছিলেন, দু'শোর বেশি আসন পাবেন... দেখা গেল, দু'শোর বেশি আসন হল ৷ তবে সেটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ব্যাপক পরাজয়টাকে ওরা কিছুতেই মেনে নিতে পারছেন না ৷ তাই কোথায় একটা ছিদ্র খুঁজে পাওয়া যায় দেখছেন যাতে সেটা নিয়ে একটা ঘোঁট পাকানো যায়, প্রশাসনকে যদি একটু কড়কে দেওয়া যায় ৷ তবে এসব করে কিছুই করা যাবে না ৷ বাংলার মানুষ ঐক্যবন্ধ রয়েছেন ৷ এ ধরনের যে কোনও প্রচেষ্টাকে কীভাবে ব্যর্থ করতে হয় বাংলার মানুষ জানেন ৷"

এদিন সৌগত রায় বলেন, "একটাই কথা, পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে এক সৎ, দক্ষ বাঙালি অফিসারকে কীভাবে অপমান করার চেষ্টা কেন্দ্র করছে ৷ বাংলার মানুষ এসব দেখছেন, তবে দীর্ঘদিন সহ্য করবেন না ৷ বাইরে থেকে চাপ দিয়ে বাঙালি অফিসারকে অপমান করার, ছোট করার এই চেষ্টা বাংলার মানুষ সহ্য করবে না ৷"

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি পাঠিয়েছে কেন্দ্র ৷ জানানো হয়েছে, এক মাসের মধ্যে চিঠির জবাব না দিলে না জানিয়েই কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ চিঠিতে আলাপনের বিরুদ্ধে তদন্তের কথা বলা হয়েছে । তাঁর বিরুদ্ধে খারাপ ব্যবহার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে । তবে বলা হয়েছে, আলাপন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন । তাঁর যা কিছু জানানোর এক মাসের মধ্যে জানাতে হবে । নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব না দিলে একতরফা ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র ।

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপনকে কড়া চিঠি কেন্দ্রের , জবাব না দিলে ব্যবস্থা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.