চণ্ডীগড়, 4 এপ্রিল : মাত্র চারমাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মোহভঙ্গ ৷ সোমবারই আম আদমি পার্টিতে যোগদান করতে চলেছেন হরিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার ৷ ঠিক কী কারণে তৃণমূলে তাঁর মোহভঙ্গ তা জানা না-গেলেও আজ দুপুর 2টোয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরেই আম আদমি পার্টিতে যোগদান করছেন অশোক ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর তেমনটাই (TMC leader Ashok Tanwar to join AAP today in Delhi) ৷
উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ সম্প্রতি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে শাখা-প্রশাখা বিস্তার করতে উদ্যোগী হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ ঠিক সে সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হয়েছিলেন অশোক ৷ মমতাও হরিয়ানায় তৃণমূলের সংগঠন বিস্তারে অশোকের শরণাপন্ন হয়েছিলেন ৷ 2021 নভেম্বরের শেষদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি সফরের মাঝে তাঁরই হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন সিরসার প্রাক্তন সাংসদ (Ashok Tanwar joined TMC in November) ৷
আরও পড়ুন : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি
কিন্তু চারমাসে সেই মধুচন্দ্রিমায় ইতি ৷ অশোক তানওয়ারের দলবদলে হরিয়ানায় সংগঠন বিস্তারে তৃণমূল বড় ধাক্কা খেল বলা যায় ৷ অশোকের তৃণমূল ত্যাগের কারণ স্পষ্ট না হলেও পঞ্জাবে সদ্য বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিপুল জয় এই দলত্যাগের অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ পঞ্জাবের পর প্রতিবেশী হরিয়ানার মসনদে বসতে অশোক তানওয়ারের হাতেই কেজরিওয়াল সব দায়িত্ব অর্পণ করবেন বলে মনে করা হচ্ছে ৷