ETV Bharat / bharat

TMC-Congress: অনির্দিষ্টকাল কংগ্রেসের অপেক্ষায় থাকবে না তৃণমূল, মন্তব্য সুখেন্দুর - Mamata Banerjee

জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট গঠন করার ক্ষেত্রে তৃণমূল আর অপেক্ষা করবে না ৷ বিশেষ করে কংগ্রেস কবে সম্মতি দেবে, সেই অপেক্ষায় তৃণমূল আর বসে নেই বলে জানিয়ে দিলেন সুখেন্দুশেখর রায় ৷ দিল্লিতে সুস্মিতা দেবের সাংসদ পদে শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷

tmc-cant-wait-for-congress-indefinitely-to-bring-together-oppsition-against-bjp-says-sukhendu-shekhar-roy
‘‘অনির্দিষ্টকাল কংগ্রেসের অপেক্ষায় থাকবে না তৃণমূল’’, জানালেন সুখেন্দু
author img

By

Published : Oct 26, 2021, 8:20 PM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর : কংগ্রেস অন্যান্য বিজেপি বিরোধী দলকে কবে একছাতার তলায় নিয়ে আসবে, সেই আশায় তৃণমূল অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করে বসে থাকবে না ৷ আজ এমনটাই জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ আজ সুস্মিতা দেব তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন ৷ সেই শপথগ্রহণ শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল ৷ সেখানেই সুখেন্দুশেখর রায় অভিযোগের সুরে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিজেপি বিরোধী দলগুলিকে জোট গড়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু, কেউ সেই উদ্যোগে এগিয়ে আসেনি ৷ তাই তৃণমূলও কারও জন্য অপেক্ষা করবে না ৷’’

সুখেন্দুশেখর রায় আরও বলেন, ‘‘অন্য কেউ নয়, তৃণমূল সুপ্রিমো নিজে সকল রাজনৈতিক দলের কাছে আগাম জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন ৷ তিনি সোনিয়া গান্ধি এবং অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করেন ৷ আমরা দীর্ঘ ছয় মাস অপেক্ষা করেছি ৷ কিন্তু, সেখানে কারও তরফে কোনও সাড়া মেলেনি অথবা কোনও তরফে উদ্যোগও নেওয়া হয়নি ৷ তাই আমরা এগিয়ে এসেছি এবং নিজেদের পরিধি বিস্তারের সিদ্ধান্ত নিয়েছি ৷ সম্ভবত কংগ্রেস তাদের ভিতরের সমস্যা নিয়ে বেশি ব্যস্ত রয়েছে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

ভবিষ্যতে কংগ্রেস বা অন্য কোনও বিজেপি দলের সঙ্গে কী তৃণমূল জোটে যাবে, এই প্রশ্নের জবাবে তৃণমূলের এই নেতা বলেন, ‘‘এটা সম্পূর্ণ কংগ্রেস এবং অন্যান্য দলের উপর নির্ভর করছে ৷ তারা ঠিক করবে একছাতার তলায় থাকবে না আলাদা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে ৷’’

আরও পড়ুন : Sushmita Dev : রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

নয়াদিল্লি, 26 অক্টোবর : কংগ্রেস অন্যান্য বিজেপি বিরোধী দলকে কবে একছাতার তলায় নিয়ে আসবে, সেই আশায় তৃণমূল অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করে বসে থাকবে না ৷ আজ এমনটাই জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ আজ সুস্মিতা দেব তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন ৷ সেই শপথগ্রহণ শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল ৷ সেখানেই সুখেন্দুশেখর রায় অভিযোগের সুরে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিজেপি বিরোধী দলগুলিকে জোট গড়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু, কেউ সেই উদ্যোগে এগিয়ে আসেনি ৷ তাই তৃণমূলও কারও জন্য অপেক্ষা করবে না ৷’’

সুখেন্দুশেখর রায় আরও বলেন, ‘‘অন্য কেউ নয়, তৃণমূল সুপ্রিমো নিজে সকল রাজনৈতিক দলের কাছে আগাম জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন ৷ তিনি সোনিয়া গান্ধি এবং অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করেন ৷ আমরা দীর্ঘ ছয় মাস অপেক্ষা করেছি ৷ কিন্তু, সেখানে কারও তরফে কোনও সাড়া মেলেনি অথবা কোনও তরফে উদ্যোগও নেওয়া হয়নি ৷ তাই আমরা এগিয়ে এসেছি এবং নিজেদের পরিধি বিস্তারের সিদ্ধান্ত নিয়েছি ৷ সম্ভবত কংগ্রেস তাদের ভিতরের সমস্যা নিয়ে বেশি ব্যস্ত রয়েছে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

ভবিষ্যতে কংগ্রেস বা অন্য কোনও বিজেপি দলের সঙ্গে কী তৃণমূল জোটে যাবে, এই প্রশ্নের জবাবে তৃণমূলের এই নেতা বলেন, ‘‘এটা সম্পূর্ণ কংগ্রেস এবং অন্যান্য দলের উপর নির্ভর করছে ৷ তারা ঠিক করবে একছাতার তলায় থাকবে না আলাদা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে ৷’’

আরও পড়ুন : Sushmita Dev : রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.