ETV Bharat / bharat

Promise Day 2023: মনের মানুষকে নিয়ে কীভাবে কাটাবেন প্রমিস ডে ? রইল কিছু টিপস - প্রতিশ্রুতি দিবস 2023

শনিবার প্রমিস দিবস (Promise Day 2023) ৷ কীভাবে আরও স্পেশাল করে তুলবেন এই দিনটাকে ? রইল কিছু টিপস ৷

tips to celebrate Promise Day 2023 with your Valentine
প্রতিশ্রুতি দিবস
author img

By

Published : Feb 11, 2023, 2:00 PM IST

Updated : Feb 11, 2023, 3:35 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ভ্য়ালেনটাইস সপ্তাহ (Valentine's Week) শুরু হয়ে গিয়েছে ৷ শনিবার সেই সপ্তাহের পঞ্চম দিন ৷ এই দিন আদতে প্রিয়জনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দিন ! তাই এর নাম প্রমিস দিবস (Promise Day 2023) ৷ মনের মানুষের সঙ্গে কীভাবে কাটাবেন এই বিশেষ দিন ? তারই কিছু 'টিপস' রইল ইটিভি ভারতের তরফে ৷

প্রতিশ্রুতি দিবস কী ?

এটি এমন একটি দিন, যেদিন আনুষ্ঠানিকভাবে আপনি আপনার প্রিয়জনের কাছে কোনও প্রতিশ্রুতি করতে পারেন ৷ তবে, এক্ষেত্রে অতি রোম্যান্টিক হওয়ার বা আকাশ-কুসুম ভাবনার কোনও প্রয়োজন নেই ৷ বরং, প্রতিশ্রুতি এমন করুন, যা পালন করা বাস্তবসম্মত ৷ যেমন- আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি তাঁর কথা সময় নিয়ে শুনবেন, তাঁকে আরও একটু বেশি সময় দেবেন ৷ তাঁকে ঘরের কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দিতে পারেন ৷ কিংবা একসঙ্গে কোনও সিনেমা দেখতে যেতে পারেন ৷

আরও পড়ুন: সম্পর্কের প্রতিশ্রুতি হোক মিষ্টিমধুর

আংটি উপহার:

এই বিশেষ দিনে প্রিয়জনকে আংটি উপহার দিন ৷ তাঁকে বলুন, এই আংটি শুধুমাত্র ভালোবাসা বা প্রেমের প্রতীক নয় ৷ এই আংটি আদতে সর্বক্ষণ পাশে থাকার প্রতিশ্রুতি ৷ তার মানে এই নয় যে আপনাকে সবসময় তাঁর সঙ্গে লেজুড় হয়ে থাকতে হবে ৷ কিন্তু, তিনি যখনই কোনও সমস্যায় বা বিপদে পড়বেন, বা মনকষ্টে ভুগবেন, তখন এই আংটি তাঁকে মনে করিয়ে দেবে, পৃথিবীতে অন্তত একজন মানুষ আছেন, যিনি তাঁর সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ৷

ম্যাচিং ট্যাটু:

যদি আপনি এবং আপনার মনের মানুষ সারাজীবন একসঙ্গে কাটানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হন এবং আপনারা দু'জনই ট্য়াটুপ্রেমী হন, তাহলে প্রতিশ্রুতি দিবসে অবশ্যই একসঙ্গে শরীরে একই ট্যাটু খোদাই করতে পারেন ৷ তবে, এর জন্য বুকে একটু সাহস এবং ব্যথা সহ্য করার ক্ষমতা থাকা দরকার ৷

tips to celebrate Promise Day 2023 with your Valentine
প্রিয়জন দিন আংটি উপহার

ভিডিয়োবার্তা:

ভিডিয়োবার্তা আজকাল খুব ট্রেন্ডিং ৷ আসলে সকলেরই হাতে হাতে এখন স্মার্টফোন ৷ তাই প্রিয়জনকে ভিডিয়োবার্তা পাঠানোও খুব সহজ ৷ প্রতিশ্রুতি দিবসে তেমন কিছুও করে ফেলতে পারেন ৷ প্রযুক্তির কারসাজি জানা থাকলে সেই ভিডিয়োবার্তা হয়ে উঠতে পারে আরও সুন্দর ৷ তবে, কথা যদি খাঁটি হয়, তাহলে সাদামাটা ভিডিয়োবার্তাও মন জিতে নেয় ৷

tips to celebrate Promise Day 2023 with your Valentine
একসঙ্গে আরও বেশি সময় কাটান

ফুল উপহার:

যাঁদের মনে হচ্ছে, উপরের কোনওটাই তাঁদের পক্ষে করা সম্ভব নয়, সেক্ষেত্রে হাতের পাঁচ হতে পারে ফুল ৷ হ্যাঁ ৷ প্রতিশ্রুতি দিবসে প্রিয়জনের হাতে তুলে দিন এক থোকা তরতাজা ফুল ৷ সামর্থ্যে না কুলোলে একটা গোলাপই না হয় দিন ৷ দেখবেন, তাতেও তাঁর মুখে হাসি ফুটবে ৷ কারণ, সত্যি বলতে কী, উপহার এখানে নিমিত্ত মাত্র ৷ আসল তো হল, প্রতিশ্রুতি পালনের মানসিকতা ৷ সেটা কিন্তু খাঁটি হওয়া চাই ৷

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ভ্য়ালেনটাইস সপ্তাহ (Valentine's Week) শুরু হয়ে গিয়েছে ৷ শনিবার সেই সপ্তাহের পঞ্চম দিন ৷ এই দিন আদতে প্রিয়জনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দিন ! তাই এর নাম প্রমিস দিবস (Promise Day 2023) ৷ মনের মানুষের সঙ্গে কীভাবে কাটাবেন এই বিশেষ দিন ? তারই কিছু 'টিপস' রইল ইটিভি ভারতের তরফে ৷

প্রতিশ্রুতি দিবস কী ?

এটি এমন একটি দিন, যেদিন আনুষ্ঠানিকভাবে আপনি আপনার প্রিয়জনের কাছে কোনও প্রতিশ্রুতি করতে পারেন ৷ তবে, এক্ষেত্রে অতি রোম্যান্টিক হওয়ার বা আকাশ-কুসুম ভাবনার কোনও প্রয়োজন নেই ৷ বরং, প্রতিশ্রুতি এমন করুন, যা পালন করা বাস্তবসম্মত ৷ যেমন- আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি তাঁর কথা সময় নিয়ে শুনবেন, তাঁকে আরও একটু বেশি সময় দেবেন ৷ তাঁকে ঘরের কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দিতে পারেন ৷ কিংবা একসঙ্গে কোনও সিনেমা দেখতে যেতে পারেন ৷

আরও পড়ুন: সম্পর্কের প্রতিশ্রুতি হোক মিষ্টিমধুর

আংটি উপহার:

এই বিশেষ দিনে প্রিয়জনকে আংটি উপহার দিন ৷ তাঁকে বলুন, এই আংটি শুধুমাত্র ভালোবাসা বা প্রেমের প্রতীক নয় ৷ এই আংটি আদতে সর্বক্ষণ পাশে থাকার প্রতিশ্রুতি ৷ তার মানে এই নয় যে আপনাকে সবসময় তাঁর সঙ্গে লেজুড় হয়ে থাকতে হবে ৷ কিন্তু, তিনি যখনই কোনও সমস্যায় বা বিপদে পড়বেন, বা মনকষ্টে ভুগবেন, তখন এই আংটি তাঁকে মনে করিয়ে দেবে, পৃথিবীতে অন্তত একজন মানুষ আছেন, যিনি তাঁর সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ৷

ম্যাচিং ট্যাটু:

যদি আপনি এবং আপনার মনের মানুষ সারাজীবন একসঙ্গে কাটানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হন এবং আপনারা দু'জনই ট্য়াটুপ্রেমী হন, তাহলে প্রতিশ্রুতি দিবসে অবশ্যই একসঙ্গে শরীরে একই ট্যাটু খোদাই করতে পারেন ৷ তবে, এর জন্য বুকে একটু সাহস এবং ব্যথা সহ্য করার ক্ষমতা থাকা দরকার ৷

tips to celebrate Promise Day 2023 with your Valentine
প্রিয়জন দিন আংটি উপহার

ভিডিয়োবার্তা:

ভিডিয়োবার্তা আজকাল খুব ট্রেন্ডিং ৷ আসলে সকলেরই হাতে হাতে এখন স্মার্টফোন ৷ তাই প্রিয়জনকে ভিডিয়োবার্তা পাঠানোও খুব সহজ ৷ প্রতিশ্রুতি দিবসে তেমন কিছুও করে ফেলতে পারেন ৷ প্রযুক্তির কারসাজি জানা থাকলে সেই ভিডিয়োবার্তা হয়ে উঠতে পারে আরও সুন্দর ৷ তবে, কথা যদি খাঁটি হয়, তাহলে সাদামাটা ভিডিয়োবার্তাও মন জিতে নেয় ৷

tips to celebrate Promise Day 2023 with your Valentine
একসঙ্গে আরও বেশি সময় কাটান

ফুল উপহার:

যাঁদের মনে হচ্ছে, উপরের কোনওটাই তাঁদের পক্ষে করা সম্ভব নয়, সেক্ষেত্রে হাতের পাঁচ হতে পারে ফুল ৷ হ্যাঁ ৷ প্রতিশ্রুতি দিবসে প্রিয়জনের হাতে তুলে দিন এক থোকা তরতাজা ফুল ৷ সামর্থ্যে না কুলোলে একটা গোলাপই না হয় দিন ৷ দেখবেন, তাতেও তাঁর মুখে হাসি ফুটবে ৷ কারণ, সত্যি বলতে কী, উপহার এখানে নিমিত্ত মাত্র ৷ আসল তো হল, প্রতিশ্রুতি পালনের মানসিকতা ৷ সেটা কিন্তু খাঁটি হওয়া চাই ৷

Last Updated : Feb 11, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.