ETV Bharat / bharat

Kashmiri Students Arrest : ভারতকে হারানোয় পাকিস্তানের প্রশংসা, ধৃত 3 কাশ্মীরি পড়ুয়া

ভারত-পাকিস্তান ম্যাচের পর পাক ক্রিকেটারদের প্রশংসা করে বিপাকে ৷ তিন কাশ্মীরি পড়ুয়া-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে ৷

three kashmiri students arrested in UP in charge of sedition  after india pakistan t-20 world cup match
Kashmiri Students Arrest : পাক ক্রিকেটারদের প্রশংসা করে গ্রেফতার তিন কাশ্মীরি পড়ুয়া
author img

By

Published : Oct 28, 2021, 1:57 PM IST

লখনউ, 28 অক্টোবর : টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরই ধরপাকড় শুরু হল উত্তরপ্রদেশে ৷ পুলিশ প্রশাসনের দাবি, ওই ম্যাচের পর যাঁরা ভারতবিরোধী কথা বলেছেন, তাঁদেরই রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে একটি টুইটও করা হয়েছে রাজ্য পুলিশের তরফে ৷ তাতে বলা হয়, গত 24 অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ হয় ৷ সেই ম্যাচের পর একাধিক সমাজবিরোধীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ যার ফলে শান্তি বিঘ্নিত হতে পারে ৷ এই ধরনের খবরের ভিত্তিতে এখনও পর্যন্ত মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷ আগ্রা, বরেলি, বাদউন এবং সীতাপুর জেলায় ঘটনাগুলি ঘটেছে ৷ যার জেরে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে ৷ এরপর হাতে আরও প্রমাণ এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন : Baramulla : নিশানায় ছিল স্থানীয় দোকানি, বারামুল্লায় জঙ্গিকে নিকেশ করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, যাঁদের পাকড়াও করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজন কাশ্মীরি পড়ুয়াও রয়েছেন ৷ 24 অক্টোবরের ম্যাচে পাকিস্তান জেতার পর তাঁরা উৎসবে মাতেন বলে দাবি করা হয়েছে ৷ এই পড়ুয়ারা রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং কলেজের (RBS) ছাত্র-ছাত্রী ৷ তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার সভাপতি শাইলু পণ্ডিত ৷ স্থানীয় জগদীশপুরা থানায় অরশাদ ইউসুফ, ইনায়াত আলতাফ শেখ এবং সওকত আহমেদ গনির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করেন তিনি ৷ শাইলুর দাবি, আরবিএস-এর বিচপুরী ক্যাম্পাসে অভিযুক্তরা দেশবিরোধী আচরণ করেছেন ৷ এই অভিযোগের ভিত্তিতেই ওই পড়ুয়াদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : AD Controversy : বিজ্ঞাপনী সৃজনশীলতা কি ধর্মের লক্ষ্মণরেখায় আটকে যাচ্ছে ?

এছাড়াও একই কারণে তিনজন কাশ্মীরি পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ হল, 24 অক্টোবরের ম্যাচের পর এই তিনজন হোয়াট্স অ্যাপ বার্তায় পাক ক্রিকেটারদের প্রশংসা করেছিলেন ভারতকে হারানোর জন্য ৷ আরবিএস-এর তরফে এই খবরের সত্যতা স্বীকার করেছেন ড. পঙ্কজ গুপ্তা ৷

লখনউ, 28 অক্টোবর : টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরই ধরপাকড় শুরু হল উত্তরপ্রদেশে ৷ পুলিশ প্রশাসনের দাবি, ওই ম্যাচের পর যাঁরা ভারতবিরোধী কথা বলেছেন, তাঁদেরই রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে একটি টুইটও করা হয়েছে রাজ্য পুলিশের তরফে ৷ তাতে বলা হয়, গত 24 অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ হয় ৷ সেই ম্যাচের পর একাধিক সমাজবিরোধীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ যার ফলে শান্তি বিঘ্নিত হতে পারে ৷ এই ধরনের খবরের ভিত্তিতে এখনও পর্যন্ত মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷ আগ্রা, বরেলি, বাদউন এবং সীতাপুর জেলায় ঘটনাগুলি ঘটেছে ৷ যার জেরে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে ৷ এরপর হাতে আরও প্রমাণ এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন : Baramulla : নিশানায় ছিল স্থানীয় দোকানি, বারামুল্লায় জঙ্গিকে নিকেশ করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, যাঁদের পাকড়াও করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজন কাশ্মীরি পড়ুয়াও রয়েছেন ৷ 24 অক্টোবরের ম্যাচে পাকিস্তান জেতার পর তাঁরা উৎসবে মাতেন বলে দাবি করা হয়েছে ৷ এই পড়ুয়ারা রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং কলেজের (RBS) ছাত্র-ছাত্রী ৷ তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার সভাপতি শাইলু পণ্ডিত ৷ স্থানীয় জগদীশপুরা থানায় অরশাদ ইউসুফ, ইনায়াত আলতাফ শেখ এবং সওকত আহমেদ গনির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করেন তিনি ৷ শাইলুর দাবি, আরবিএস-এর বিচপুরী ক্যাম্পাসে অভিযুক্তরা দেশবিরোধী আচরণ করেছেন ৷ এই অভিযোগের ভিত্তিতেই ওই পড়ুয়াদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : AD Controversy : বিজ্ঞাপনী সৃজনশীলতা কি ধর্মের লক্ষ্মণরেখায় আটকে যাচ্ছে ?

এছাড়াও একই কারণে তিনজন কাশ্মীরি পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ হল, 24 অক্টোবরের ম্যাচের পর এই তিনজন হোয়াট্স অ্যাপ বার্তায় পাক ক্রিকেটারদের প্রশংসা করেছিলেন ভারতকে হারানোর জন্য ৷ আরবিএস-এর তরফে এই খবরের সত্যতা স্বীকার করেছেন ড. পঙ্কজ গুপ্তা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.