ETV Bharat / bharat

Dead Bodies Found in Raipur: রায়পুরে শিশুপুত্র সহ দম্পতির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ - তদন্তে পুলিশ

বাবা, মা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু ৷ ছত্তীসগড়ের রায়পুরের ঘটনা ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Dead Bodies Found in Raipur
Dead Bodies Found in Raipur
author img

By

Published : Apr 22, 2023, 3:14 PM IST

রায়পুর (ছত্তীসগড়), 22 এপ্রিল: একই পরিবারের তিনজনের মৃত্যু ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের রাজধানী রায়পুরে ৷ সেখানকার গ্রামীণ এলাকায় ওই তিনজনের মৃতদেহ উদ্ধার হয় ৷ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় খারোরা থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করেছে ৷ পুলিশ জানিয়েছে, যাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁরা সম্পর্কে মা-বাবা ও ছেলে ৷ মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ ৷ তার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল মতিমপুর গ্রাম ৷ শুক্রবার সকাল 9টা নাগাদ পুলিশের কাছে খবর আসে ৷ তার পর ঘটনাস্থলে যায় পুলিশ ৷ সেখানে গিয়ে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করে ৷ মৃতদের নাম - তুকেশ্বর সোনকার (30), নিকি (26) ও নিহাল (4) ৷ নিকি তুকেশ্বরের স্ত্রী ৷ নিহাল তুকেশ্বর ও নিকির ছেলে ৷ তুকেশ্বরের দেহ পুলিশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে ৷ নিকি ও নিহালের দেহ মাটিতে পড়েছিল ৷

পরিবারের অন্য সদস্যদের দাবি, রাতে সব স্বাভাবিক ছিল ৷ রাতের খাওয়াদাওয়ার পর সবাই ঘরে চলে গিয়েছিলেন ৷ সকালে উঠে দেখেন তুকেশ্বর এবং তাঁর স্ত্রী ও ছেলে ঘর থেকে বের হননি ৷ প্রথমে ডাকাডাকি করা হয় ৷ দরজা না খোলায় পরিবারের সদস্যরাই দরজা ভাঙেন ৷ তখন তাঁরা এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷

পুলিশ জানিয়েছে, মৃত তুকেশ্বর দিনমজুরের কাজ করতেন । তিনি যৌথ পরিবারে থাকতেন । তাঁর মা ও বাবা আলাদা ঘরে থাকতেন । তাঁর এক ভাই আছেন । তিনিও অন্য ঘরে থাকেন । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে ইঁদুর মারার ওষুধ পাওয়া গিয়েছে । প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে ৷

আপাতত পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে ৷ পারিবারিক কোনও সমস্যা আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ঋণ সংক্রান্ত কোনও সমস্যা আছে কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: পথকুকুরের আক্রমণে 18 মাসের শিশুকন্যার মর্মান্তিক পরিণতি

রায়পুর (ছত্তীসগড়), 22 এপ্রিল: একই পরিবারের তিনজনের মৃত্যু ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের রাজধানী রায়পুরে ৷ সেখানকার গ্রামীণ এলাকায় ওই তিনজনের মৃতদেহ উদ্ধার হয় ৷ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় খারোরা থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করেছে ৷ পুলিশ জানিয়েছে, যাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁরা সম্পর্কে মা-বাবা ও ছেলে ৷ মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ ৷ তার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল মতিমপুর গ্রাম ৷ শুক্রবার সকাল 9টা নাগাদ পুলিশের কাছে খবর আসে ৷ তার পর ঘটনাস্থলে যায় পুলিশ ৷ সেখানে গিয়ে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করে ৷ মৃতদের নাম - তুকেশ্বর সোনকার (30), নিকি (26) ও নিহাল (4) ৷ নিকি তুকেশ্বরের স্ত্রী ৷ নিহাল তুকেশ্বর ও নিকির ছেলে ৷ তুকেশ্বরের দেহ পুলিশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে ৷ নিকি ও নিহালের দেহ মাটিতে পড়েছিল ৷

পরিবারের অন্য সদস্যদের দাবি, রাতে সব স্বাভাবিক ছিল ৷ রাতের খাওয়াদাওয়ার পর সবাই ঘরে চলে গিয়েছিলেন ৷ সকালে উঠে দেখেন তুকেশ্বর এবং তাঁর স্ত্রী ও ছেলে ঘর থেকে বের হননি ৷ প্রথমে ডাকাডাকি করা হয় ৷ দরজা না খোলায় পরিবারের সদস্যরাই দরজা ভাঙেন ৷ তখন তাঁরা এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷

পুলিশ জানিয়েছে, মৃত তুকেশ্বর দিনমজুরের কাজ করতেন । তিনি যৌথ পরিবারে থাকতেন । তাঁর মা ও বাবা আলাদা ঘরে থাকতেন । তাঁর এক ভাই আছেন । তিনিও অন্য ঘরে থাকেন । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে ইঁদুর মারার ওষুধ পাওয়া গিয়েছে । প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে ৷

আপাতত পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে ৷ পারিবারিক কোনও সমস্যা আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ঋণ সংক্রান্ত কোনও সমস্যা আছে কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: পথকুকুরের আক্রমণে 18 মাসের শিশুকন্যার মর্মান্তিক পরিণতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.