ETV Bharat / bharat

Threat Call to Nitin Gadkari: নাগপুরে নীতিন গড়করির দফতরে হুমকি ফোন, বাড়ানো হল নিরাপত্তা

author img

By

Published : Jan 14, 2023, 3:17 PM IST

Updated : Jan 14, 2023, 4:00 PM IST

শনিবার পরপর তিনবার হুমকি ফোন আসে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির নাগপুরস্থিত পার্টি অফিসে ৷ এরপরেই বাড়ানো হয়েছে মন্ত্রীর কার্যালয় ও তাঁর বাড়ির নিরাপত্তা (security of Nitin Gadkari) ৷

ETV Bharat
নাগপুরে নীতিন গডকরির পার্টি অফিস

নাগপুর, 14 জানুয়ারি: বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির দলীয় কার্যালয়ে হুমকি ফোন ৷ শনিবার সকাল সাড়ে 11টা 25 মিনিট থেকে 12টা 32 মিনিটের মধ্যে নাগপুরে গড়করির পার্টি অফিসে এই হুমকি ফোন আসে বলে পুলিশ জানিয়েছে ৷ ফোনে বিপুল অর্থের দাবি ছাড়াও প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর (Nitin Gadkaris nagpur office receives threatening calls) ৷

নাগপুরের ডিসিপি রাহুল মাদানে সংবাদসংস্থাকে জানিয়েছেন, মোট তিনটি হুমকি ফোন আসে এদিন নীতিন গড়করির পার্টি অফিসে ৷ ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে, নম্বরগুলি যাচাই করা হচ্ছে ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ এই হুমকির পর কেন্দ্রীয় মন্ত্রীর অনুষ্ঠান স্থলগুলির নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, একটি বিএসএল নম্বর থেকে তিনবার হুমকি ফোন আসে এদিন ৷ সকাল 11টা 25 মিনিট, 11টা 32 মিনিট ও 12টা 32 মিনিটে এই ফোনগুলি আসে নাগপুরে গড়করির পার্টি অফিসে ৷

পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীতিন গড়করির বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে (security of Nitin Gadkari increased) ৷ এদিন ওই হুমকি ফোন আসার পরেই নাগপুরের বিজেপি পার্টি অফিসটি থেকে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয় ৷ উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষে বর্তমানে নাগপুরে নিজের লোকসভা কেন্দ্রেই রয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী (Union Minister Nitin Gadkari) ৷

আরও পড়ুন: বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক

উল্লেখ্য, গত 31 ডিসেম্বর এইরকম একাধিক হুমকি ফোন এসেছিল মহারাষ্ট্রের নাগপুরস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর সদর দফতরে ৷ সেই হুমকি ফোনে বলা হয়েছিল মহল এলাকায় অবস্থিত আরএসএস দফতরটিকে বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে ৷ এই খবর আসার পরেই সেদিন বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর দিয়ে আরএসএস দফতরে তল্লাশি চালানো হয় ৷ কিন্তু চিরুনি তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ৷

নাগপুর, 14 জানুয়ারি: বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির দলীয় কার্যালয়ে হুমকি ফোন ৷ শনিবার সকাল সাড়ে 11টা 25 মিনিট থেকে 12টা 32 মিনিটের মধ্যে নাগপুরে গড়করির পার্টি অফিসে এই হুমকি ফোন আসে বলে পুলিশ জানিয়েছে ৷ ফোনে বিপুল অর্থের দাবি ছাড়াও প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর (Nitin Gadkaris nagpur office receives threatening calls) ৷

নাগপুরের ডিসিপি রাহুল মাদানে সংবাদসংস্থাকে জানিয়েছেন, মোট তিনটি হুমকি ফোন আসে এদিন নীতিন গড়করির পার্টি অফিসে ৷ ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে, নম্বরগুলি যাচাই করা হচ্ছে ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ এই হুমকির পর কেন্দ্রীয় মন্ত্রীর অনুষ্ঠান স্থলগুলির নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, একটি বিএসএল নম্বর থেকে তিনবার হুমকি ফোন আসে এদিন ৷ সকাল 11টা 25 মিনিট, 11টা 32 মিনিট ও 12টা 32 মিনিটে এই ফোনগুলি আসে নাগপুরে গড়করির পার্টি অফিসে ৷

পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীতিন গড়করির বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে (security of Nitin Gadkari increased) ৷ এদিন ওই হুমকি ফোন আসার পরেই নাগপুরের বিজেপি পার্টি অফিসটি থেকে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয় ৷ উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষে বর্তমানে নাগপুরে নিজের লোকসভা কেন্দ্রেই রয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী (Union Minister Nitin Gadkari) ৷

আরও পড়ুন: বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক

উল্লেখ্য, গত 31 ডিসেম্বর এইরকম একাধিক হুমকি ফোন এসেছিল মহারাষ্ট্রের নাগপুরস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর সদর দফতরে ৷ সেই হুমকি ফোনে বলা হয়েছিল মহল এলাকায় অবস্থিত আরএসএস দফতরটিকে বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে ৷ এই খবর আসার পরেই সেদিন বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর দিয়ে আরএসএস দফতরে তল্লাশি চালানো হয় ৷ কিন্তু চিরুনি তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ৷

Last Updated : Jan 14, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.