ETV Bharat / bharat

Eid al-Adha 2022: গায়ে লেখা আল্লার নাম, ছাগলের দাম 'মাত্র' 70 লক্ষ টাকা ! কিনবেন নাকি ?

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, 12 মাসের মধ্যে 10 তারিখে বকরি ঈদ পালিত হয় (Eid al-Adha 2022) । সেখানেই 70 লক্ষ টাকায় ছাগল বিক্রি করবেন বলে ঠিক করেছেন ওয়াহিদ খান । ছাগলের দাম 11 টাকা রেখেছেন শাহরুখ খান ।

Bakrid 2022 news
গায়ে লেখা আল্লার নাম, ছাগলের দাম 'মাত্র' 70 লক্ষ টাকা
author img

By

Published : Jul 9, 2022, 10:11 PM IST

রায়পুর, 9 জুলাই: রাত পেরোলেই বকরি ঈদ । তার আগে কুরবানীর ছাগল বিক্রি করতে এসেছেন স্বয়ং শাহরুখ খান । তিনি ছাগলের দাম রেখেছেন 11 লাখ টাকা । ওয়াহিদ হোসেন আবার এককাঠি ওপরে । তাঁর ছাগলের দাম আরেকটু বেশি । 'মাত্র' 70 লাখ টাকা । হঠাৎ ছাগলের এতো দাম কেন জানেন (Eid al-Adha 2022) ?

ইসলাম ধর্মের প্রধান উৎসবগুলির মধ্যে বকরি ঈদ অন্যতম । ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এবার এই উৎসব পালিত হবে 10 জুলাই । বকরি ঈদে সারাদেশে জমজমাট হয় ছাগলের বাজার ৷ এবারও ঈদকে কেন্দ্র করে ভিড় বেড়েছে রায়পুরের বাকরা মান্ডিতে । রায়পুরের বৈজনাথপাড়ার সিরাত মাঠে বসেছে ছাগলের হাট । দেশের বিভিন্ন এলাকা থেকে ছাগল ব্যবসায়ীরা ছাগল নিয়ে পৌঁছন ।

এই ছাগলের বাজারেই এবার আলোচনার বিষয় মধ্যপ্রদেশের অনুপুরের একটি ছাগল । দাম প্রায় 70 লাখ টাকা । মালিকের নাম ওয়াহিদ হোসেন । তিনি বলেন, "এই ছাগলটি খুবই বিশেষ । ছাগলটির জন্য নাগপুর থেকে 22 লক্ষ টাকার অফার এসেছে । আমাদের ফোনে কথা হয়েছে । কিন্তু চুক্তি এখনও চূড়ান্ত হয়নি । আমি আশা করছি আরও দাম পাব । আমার আর্থিক অবস্থা ভালো নয় । স্ত্রী ছাড়াও ঘরে ছয় সন্তান রয়েছে । ছাগলের এই দাম পেলে আমি আমার মেয়েদের বিয়ে দেব ।"

মধ্যপ্রদেশের সুসনারের বাসিন্দা শাহরুখ খানের ছাগলের নাম সুলতান, খোরাক প্রতিদিন 100 গ্রাম কাজু এবং বাদাম । সাড়ে তিন ফুটের সুলতানের ওজন প্রায় 60 কেজি । শাহরুখের দাবি, ছাগলের গায়ে আল্লাহ ও মহম্মদ লেখা রয়েছে । এজন্যই এত দাম । অন্যদিকে,

আরও পড়ুন: তিরুনেলভেলির একটি মন্দিরে ছাগল প্রতিদিন ঘণ্টা বাজায়

দু'বছর পর জয়পুরের ঈদগাহের কাছের বাকরা মান্ডির কিছু ছাগল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । কানে-পেটে ‘আল্লাহ’ লেখা, কিছু ছাগলের পিঠে আবার চাঁদ থাকে । লাখ লাখ টাকা দর দিয়েও ছাগলের মালিকরা এদের বিক্রি করতে রাজি নয় । দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এগুলিকে দেখতে । সোশাল মিডিয়াতেও এদেরই আধিপত্য, বিভিন্ন গ্রুপেও চলছে এগুলিকে নিয়ে কথা চালাচালি ।

রায়পুর, 9 জুলাই: রাত পেরোলেই বকরি ঈদ । তার আগে কুরবানীর ছাগল বিক্রি করতে এসেছেন স্বয়ং শাহরুখ খান । তিনি ছাগলের দাম রেখেছেন 11 লাখ টাকা । ওয়াহিদ হোসেন আবার এককাঠি ওপরে । তাঁর ছাগলের দাম আরেকটু বেশি । 'মাত্র' 70 লাখ টাকা । হঠাৎ ছাগলের এতো দাম কেন জানেন (Eid al-Adha 2022) ?

ইসলাম ধর্মের প্রধান উৎসবগুলির মধ্যে বকরি ঈদ অন্যতম । ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এবার এই উৎসব পালিত হবে 10 জুলাই । বকরি ঈদে সারাদেশে জমজমাট হয় ছাগলের বাজার ৷ এবারও ঈদকে কেন্দ্র করে ভিড় বেড়েছে রায়পুরের বাকরা মান্ডিতে । রায়পুরের বৈজনাথপাড়ার সিরাত মাঠে বসেছে ছাগলের হাট । দেশের বিভিন্ন এলাকা থেকে ছাগল ব্যবসায়ীরা ছাগল নিয়ে পৌঁছন ।

এই ছাগলের বাজারেই এবার আলোচনার বিষয় মধ্যপ্রদেশের অনুপুরের একটি ছাগল । দাম প্রায় 70 লাখ টাকা । মালিকের নাম ওয়াহিদ হোসেন । তিনি বলেন, "এই ছাগলটি খুবই বিশেষ । ছাগলটির জন্য নাগপুর থেকে 22 লক্ষ টাকার অফার এসেছে । আমাদের ফোনে কথা হয়েছে । কিন্তু চুক্তি এখনও চূড়ান্ত হয়নি । আমি আশা করছি আরও দাম পাব । আমার আর্থিক অবস্থা ভালো নয় । স্ত্রী ছাড়াও ঘরে ছয় সন্তান রয়েছে । ছাগলের এই দাম পেলে আমি আমার মেয়েদের বিয়ে দেব ।"

মধ্যপ্রদেশের সুসনারের বাসিন্দা শাহরুখ খানের ছাগলের নাম সুলতান, খোরাক প্রতিদিন 100 গ্রাম কাজু এবং বাদাম । সাড়ে তিন ফুটের সুলতানের ওজন প্রায় 60 কেজি । শাহরুখের দাবি, ছাগলের গায়ে আল্লাহ ও মহম্মদ লেখা রয়েছে । এজন্যই এত দাম । অন্যদিকে,

আরও পড়ুন: তিরুনেলভেলির একটি মন্দিরে ছাগল প্রতিদিন ঘণ্টা বাজায়

দু'বছর পর জয়পুরের ঈদগাহের কাছের বাকরা মান্ডির কিছু ছাগল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । কানে-পেটে ‘আল্লাহ’ লেখা, কিছু ছাগলের পিঠে আবার চাঁদ থাকে । লাখ লাখ টাকা দর দিয়েও ছাগলের মালিকরা এদের বিক্রি করতে রাজি নয় । দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এগুলিকে দেখতে । সোশাল মিডিয়াতেও এদেরই আধিপত্য, বিভিন্ন গ্রুপেও চলছে এগুলিকে নিয়ে কথা চালাচালি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.