নান্দিয়ালা (অন্ধ্রপ্রদেশ), 10 মার্চ: উদ্ধার হওয়া চারটি ব্যঘ্রশাবককে অন্ধ্রপ্রদেশের তিরুপতি চিড়িয়াখানায় (Tirupati Zoo Park) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর ৷ কারণ, বনকর্মীদের অনেক চেষ্টার পরও ওই ব্যঘ্রশাবকদের মায়ের হদিশ মেলেনি ৷ যদিও এই জন্য প্রচেষ্টার ত্রুটি রাখেননি বনকর্মীরা ৷ প্রায় 300 জন বনকর্মী ওই ব্যঘ্রশাবকদের মায়ের সন্ধানে নিযুক্ত করা হয়েছিল ৷
ওই ব্যঘ্রশাবকগুলি উদ্ধার হয়েছিল গত 6 মার্চ ৷ সেদিন চারটি বাঘের শাবক পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা জেলার কোথাপল্লি মণ্ডলের পেদ্দা গুম্মদাপুরমে ৷ বন দফতরের তরফ থেকে জানা গিয়েছে, তাদের মা টি-108 ৷ সেই বাঘিনী নাল্লামালা বনাঞ্চলে ঘোরাঘুরি করছে ৷ তার শারীরিক অবস্থাও ঠিক রয়েছে ৷ স্থানীয় মুসালিমাডুগু গ্রামের জলাশয়ের কাছাকাছি ওই বাঘিনীকে দিন কয়েক আগে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল ৷ সঙ্গে ব্যাঘ্রশাবকগুলিও ছিল ৷
বাঘের শাবকগুলি যাতে মায়ের কাছে যেতে পারে সেই কারণে এলাকায় 40টি সিসিটিভি ক্যামেরা বসানো হয় ৷ বাঘের শাবকগুলিকে বন দফতরের গেস্ট হাউজের বাইরে এনক্লোজার করে রেখে দেওয়া হয় ৷ তার পরই বাঘিনীর সন্ধান মেলেনি ৷ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেন বনকর্মীরা ৷ পরে তাদের গেস্ট হাউজের ভিতরে নিয়ে গিয়ে রাখা হয় ৷ তার পরই তাদের তিরুপতি চিড়িয়াখানায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বন দফতরের তরফে (Tiger Cubs moved to Tirupati Zoo Park) ৷
তাদের চারজন চিকিৎসকের সঙ্গে একটি বিশেষ গাড়িতে আত্মাকুরু মণ্ডল থেকে তিরুপতিতে নিয়ে যাওয়া হয় । বনাধিকারিকরা জানিয়েছেন, বাঘের শাবকগুলিকে তিরুপতি চিড়িয়াখানায় নিরাপদে রাখা হবে ৷ আগামী দুই বছর তাদের পর্যবেক্ষণ করা হবে ৷ পরে নাল্লামালা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে । বনাধিকারিকদের অনুমান, যেহেতু ওই বাঘগুলি মানুষের সংস্পর্শে এসেছে, তাই হয়তো বাচ্চাদের কাছে বাঘিনী আসছে না ৷
বন দফতরের (Forest Department) এক ফিল্ড ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, "আমরা নিখোঁজ বাঘের শাবকগুলিকে তাদের মায়ের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি ৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ বাঘের চিহ্নগুলির সঠিক পরীক্ষা করার পরে আমরা তাদের তিরুপতি চিড়িয়াখানা পার্কে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছি ৷"
আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ