ETV Bharat / bharat

Tiger Cubs: মায়ের হদিশ না পেয়ে চারটি বাঘের বাচ্চার ঠাঁই হল তিরুপতি চিড়িয়াখানায় - বন দফতর

গত 6 মার্চ চারটি বাঘের শাবক উদ্ধার হয় অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা জেলায় (Four Triger Cubs Found in Andhra Village) ৷ বাঘের শাবকগুলির মা জঙ্গলে ঘুরলেও বাচ্চাদের উদ্ধার করতে আসেনি ৷ তাই বাচ্চাগুলিকে তিরুপতি চিড়িয়াখানায় রাখার ব্যবস্থা করল বন দফতর ৷

Tiger Cubs
Tiger Cubs
author img

By

Published : Mar 10, 2023, 2:17 PM IST

উদ্ধার করার পর বাঘের শাবকগুলি

নান্দিয়ালা (অন্ধ্রপ্রদেশ), 10 মার্চ: উদ্ধার হওয়া চারটি ব্যঘ্রশাবককে অন্ধ্রপ্রদেশের তিরুপতি চিড়িয়াখানায় (Tirupati Zoo Park) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর ৷ কারণ, বনকর্মীদের অনেক চেষ্টার পরও ওই ব্যঘ্রশাবকদের মায়ের হদিশ মেলেনি ৷ যদিও এই জন্য প্রচেষ্টার ত্রুটি রাখেননি বনকর্মীরা ৷ প্রায় 300 জন বনকর্মী ওই ব্যঘ্রশাবকদের মায়ের সন্ধানে নিযুক্ত করা হয়েছিল ৷

ওই ব্যঘ্রশাবকগুলি উদ্ধার হয়েছিল গত 6 মার্চ ৷ সেদিন চারটি বাঘের শাবক পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা জেলার কোথাপল্লি মণ্ডলের পেদ্দা গুম্মদাপুরমে ৷ বন দফতরের তরফ থেকে জানা গিয়েছে, তাদের মা টি-108 ৷ সেই বাঘিনী নাল্লামালা বনাঞ্চলে ঘোরাঘুরি করছে ৷ তার শারীরিক অবস্থাও ঠিক রয়েছে ৷ স্থানীয় মুসালিমাডুগু গ্রামের জলাশয়ের কাছাকাছি ওই বাঘিনীকে দিন কয়েক আগে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল ৷ সঙ্গে ব্যাঘ্রশাবকগুলিও ছিল ৷

Tiger Cubs
উদ্ধার করার পর বাঘের শাবকগুলি

বাঘের শাবকগুলি যাতে মায়ের কাছে যেতে পারে সেই কারণে এলাকায় 40টি সিসিটিভি ক্যামেরা বসানো হয় ৷ বাঘের শাবকগুলিকে বন দফতরের গেস্ট হাউজের বাইরে এনক্লোজার করে রেখে দেওয়া হয় ৷ তার পরই বাঘিনীর সন্ধান মেলেনি ৷ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেন বনকর্মীরা ৷ পরে তাদের গেস্ট হাউজের ভিতরে নিয়ে গিয়ে রাখা হয় ৷ তার পরই তাদের তিরুপতি চিড়িয়াখানায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বন দফতরের তরফে (Tiger Cubs moved to Tirupati Zoo Park) ৷

Tiger Cubs
বাঘের শাবকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে তিরুপতি চিড়িয়াখানায়

তাদের চারজন চিকিৎসকের সঙ্গে একটি বিশেষ গাড়িতে আত্মাকুরু মণ্ডল থেকে তিরুপতিতে নিয়ে যাওয়া হয় । বনাধিকারিকরা জানিয়েছেন, বাঘের শাবকগুলিকে তিরুপতি চিড়িয়াখানায় নিরাপদে রাখা হবে ৷ আগামী দুই বছর তাদের পর্যবেক্ষণ করা হবে ৷ পরে নাল্লামালা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে । বনাধিকারিকদের অনুমান, যেহেতু ওই বাঘগুলি মানুষের সংস্পর্শে এসেছে, তাই হয়তো বাচ্চাদের কাছে বাঘিনী আসছে না ৷

Tiger Cubs
বাঘের শাবকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে তিরুপতি চিড়িয়াখানায়

বন দফতরের (Forest Department) এক ফিল্ড ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, "আমরা নিখোঁজ বাঘের শাবকগুলিকে তাদের মায়ের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি ৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ বাঘের চিহ্নগুলির সঠিক পরীক্ষা করার পরে আমরা তাদের তিরুপতি চিড়িয়াখানা পার্কে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছি ৷"

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ

উদ্ধার করার পর বাঘের শাবকগুলি

নান্দিয়ালা (অন্ধ্রপ্রদেশ), 10 মার্চ: উদ্ধার হওয়া চারটি ব্যঘ্রশাবককে অন্ধ্রপ্রদেশের তিরুপতি চিড়িয়াখানায় (Tirupati Zoo Park) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর ৷ কারণ, বনকর্মীদের অনেক চেষ্টার পরও ওই ব্যঘ্রশাবকদের মায়ের হদিশ মেলেনি ৷ যদিও এই জন্য প্রচেষ্টার ত্রুটি রাখেননি বনকর্মীরা ৷ প্রায় 300 জন বনকর্মী ওই ব্যঘ্রশাবকদের মায়ের সন্ধানে নিযুক্ত করা হয়েছিল ৷

ওই ব্যঘ্রশাবকগুলি উদ্ধার হয়েছিল গত 6 মার্চ ৷ সেদিন চারটি বাঘের শাবক পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা জেলার কোথাপল্লি মণ্ডলের পেদ্দা গুম্মদাপুরমে ৷ বন দফতরের তরফ থেকে জানা গিয়েছে, তাদের মা টি-108 ৷ সেই বাঘিনী নাল্লামালা বনাঞ্চলে ঘোরাঘুরি করছে ৷ তার শারীরিক অবস্থাও ঠিক রয়েছে ৷ স্থানীয় মুসালিমাডুগু গ্রামের জলাশয়ের কাছাকাছি ওই বাঘিনীকে দিন কয়েক আগে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল ৷ সঙ্গে ব্যাঘ্রশাবকগুলিও ছিল ৷

Tiger Cubs
উদ্ধার করার পর বাঘের শাবকগুলি

বাঘের শাবকগুলি যাতে মায়ের কাছে যেতে পারে সেই কারণে এলাকায় 40টি সিসিটিভি ক্যামেরা বসানো হয় ৷ বাঘের শাবকগুলিকে বন দফতরের গেস্ট হাউজের বাইরে এনক্লোজার করে রেখে দেওয়া হয় ৷ তার পরই বাঘিনীর সন্ধান মেলেনি ৷ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেন বনকর্মীরা ৷ পরে তাদের গেস্ট হাউজের ভিতরে নিয়ে গিয়ে রাখা হয় ৷ তার পরই তাদের তিরুপতি চিড়িয়াখানায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বন দফতরের তরফে (Tiger Cubs moved to Tirupati Zoo Park) ৷

Tiger Cubs
বাঘের শাবকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে তিরুপতি চিড়িয়াখানায়

তাদের চারজন চিকিৎসকের সঙ্গে একটি বিশেষ গাড়িতে আত্মাকুরু মণ্ডল থেকে তিরুপতিতে নিয়ে যাওয়া হয় । বনাধিকারিকরা জানিয়েছেন, বাঘের শাবকগুলিকে তিরুপতি চিড়িয়াখানায় নিরাপদে রাখা হবে ৷ আগামী দুই বছর তাদের পর্যবেক্ষণ করা হবে ৷ পরে নাল্লামালা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে । বনাধিকারিকদের অনুমান, যেহেতু ওই বাঘগুলি মানুষের সংস্পর্শে এসেছে, তাই হয়তো বাচ্চাদের কাছে বাঘিনী আসছে না ৷

Tiger Cubs
বাঘের শাবকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে তিরুপতি চিড়িয়াখানায়

বন দফতরের (Forest Department) এক ফিল্ড ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, "আমরা নিখোঁজ বাঘের শাবকগুলিকে তাদের মায়ের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি ৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ বাঘের চিহ্নগুলির সঠিক পরীক্ষা করার পরে আমরা তাদের তিরুপতি চিড়িয়াখানা পার্কে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছি ৷"

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.