হায়দরাবাদ, 9 নভেম্বর: 'ধরণী পপাত চ'.. রোড-শো করতে গিয়ে বিপত্তি ৷ গাড়ির মাথা থেকে উলটে সোজা মাটিতে আছড়ে পড়লেন তেলেঙ্গানার মন্ত্রী বিআরএস নেতা কেটিআর রাও ৷ নিজামবাদ জেলার আরমোরে একটি নির্বাচনী সমাবেশের সময় গাড়ি থেকে নীচে পড়ে যান তিনি।
জানা গিয়েছে, নিজামবাদ জেলার আরমোরে অনুষ্ঠিত বিআরএস-এর মনোনয়ন সমাবেশে বিরোধ দেখা দেয়। দলের প্রার্থী জীবন রেড্ডির মনোনয়ন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী কেটিআর। সেখানেই দলীয় নেতা-কর্মীরা রিটার্নিং আধিকারিকের কার্যালয় পর্যন্ত মিছিল করে যায়। আর সেই মিছিলেই কেটিআর এবং অন্যান্য নেতারা প্রচারের গাড়িতে উঠেছিলেন। আর সেই গাড়িতেই ঘটে বিপত্তি ৷
গাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন কেটিআর, সাংসদ সুরেশ রেড্ডি এবং বিআরএস প্রার্থী জীবন রেড্ডি ৷ সেই রোড-শো বেশ কিছুদূর যাওয়ার পরে আচমকা গাড়ির চালক হঠাৎ ব্রেক কষলে ঘটে বিপত্তি ৷ যদিও সতর্ক নিরাপত্তা কর্মীরা কেটিআরকে রীতিমতো 'ক্যাচ' করে ধরে নেয় ৷ কিন্তু সাংসদ সুরেশ রেড্ডিকে ধরা সম্ভব হয়নি ৷ তিনি একেবারেই গাড়ির উপর থেকে মাটিতে পড়ে যান।
এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটিআর রাও-ই বকলমে বিআরএস-এর চালন কর্তা ৷ আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা ৷ অনেকেই বিদ্রূপের সুরে জানাচ্ছেন, ভোটের আগেই যেভাবে রোড-শোয় গিয়ে পড়ে গেলেন কেটিআর, তাতে স্পষ্ট তেলেঙ্গানা থেকে বিআরএস-এর বিদায় নিশ্চিত ৷
সম্প্রতি হেলিকপ্টার বিভ্রাটের শিকার হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী কেসিআর রাও ৷ যে কপ্টারে তিনি যাচ্ছিলেন তাতে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় ৷ তড়িঘড়ি কপ্টারটি নীচে নামানো হয় ৷ এরপর এবার দুর্ঘটনার শিকার হলেন মুখ্যমন্ত্রীর ছেলে কেটিআর ৷ জানা গিয়েছে, চালক আচমকা ব্রেক কষলে গাড়ির মাথায় যে গ্রিল লাগানো ছিল সেটি খুলে যায় ৷ ফলে সামলাতে না পেরে উপরে দাঁড়িয়ে থাকা সব নেতাই নীচে পড়ে যান ৷ ঘটনায় সুরেশ রেড্ডি-সহ মন্ত্রী কেটিআর সামান্য আহত হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে আরমুর শহরের পুরাতন আলুর রোডে। পরে কেটিআর ও অন্যান্য নেতারা ফের মিছিল করেই মনোনয়ন দিতে যান। পরে কেটিআর জানান, তিনি একেবারেই সুস্থ আছেন ৷ তাঁর অবস্থা নিয়ে চিন্তা করার দরকার নেই। পরে তারা কোদাঙ্গাল রোড-শোয় অংশ নিতে আরমুর ছেড়ে যায়।