হায়দরাবাদ, 27 মার্চ : আগামী সোমবার ইয়াদাদ্রি শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেশবচন্দ্র শেখর রাও ৷ নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করতে ইতিমধ্যেই ইয়াদাদ্রি শহরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে কড়া পুলিশি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে (Inauguration Ceremony of Revamped Yadadri Temple) ৷
বিশ্বস্ত সূত্র জানা গিয়েছে, ইয়াদাদ্রির শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরটির সংস্কার চলছিল ৷ সেই সংস্কার কার্য শেষ হওয়ার এদিন মন্দিরে ভক্তদের প্রবেশাধিকারের অনুমতি মিলবে ৷ এদিন মন্দিরের এই উদ্বোধনী অনুষ্ঠানে ‘মহা কুম্ভ সম্প্রকাশানা’-র আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্য়মন্ত্রী ৷ এদিন বিপুল পরিমাণে ভক্ত সামাগম হবে বলে অনুমান করছেন মন্দির কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: Yadadri Temple : সোনায় মোড়া হবে ইয়াদাদরি মন্দিরের চূড়া, 125 কেজি স্বর্ণ কিনবে তেলাঙ্গানা সরকারে
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সমস্ত দর্শনার্থী যাতে ভগবানের প্রসাদ পায় তার জন্য স্বয়ংক্রিয় প্রসাদ বিতরণের যন্ত্রের ব্যবস্থা করেছ মন্দির কর্তৃপক্ষ ৷ প্রাসদ হিসাবে লাড্ডু, পুলিহারা ও বড়া বিতরণ করা হবে ৷