ETV Bharat / bharat

KCR Health Check Up: ছুটির দিনে হাসপাতালে কেসিআর, স্বাস্থ্যপরীক্ষায় কী ধরা পড়ল ? - অসুস্থ কেসিআর

পেটে অস্বস্তি হচ্ছিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (Telangana Chief Minister K Chandrasekhar Rao) ৷ যার জেরে রবিবার তাঁকে হাসপাতালে যেতে হয় ৷ স্বাস্থ্যপরীক্ষায় ধরা পড়ে সমস্যার কারণ ৷

Telangana Chief Minister K Chandrasekhar Rao visits Hospital for Health Check Up
ফাইল ছবি
author img

By

Published : Mar 12, 2023, 7:33 PM IST

হায়দরাবাদ, 12 মার্চ: অসুস্থ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana Chief Minister K Chandrasekhar Rao) ৷ যার জেরে রবিবার হাসপাতালে যেতে হয় তাঁকে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পেটের সমস্য়ায় ভুগছেন ৷ এদিন একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে যান কেসিআর (KCR visits Hospital for Health Check Up) ৷ সেখানে তাঁর একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ তাতে তাঁর পাকস্থলীতে একটি ছোট আলসার ধরা পড়েছে ৷

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পেটে অস্বস্তি অনুভব করছিলেন কেসিআর ৷ সেই কারণেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত তিনি ৷ রবিবার ছুটির দিন ৷ কাজের চাপ তুলনামূলক কম ৷ তাই ছুটির দিনেই হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী ৷ হাসপাতালে তাঁকে বেশ কিছুক্ষণ থাকতে হয় ৷ চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন ৷ সেইসঙ্গে, একাধিক স্বাস্থ্যপরীক্ষাও করা হয় ৷ তারপরই ধরা পড়ে রোগের উৎস ৷

চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পাকস্থলীতে আলসার থাকলেও তা নিয়ে চিন্তার কিছু নেই ৷ কারণ, সঠিক সময় সঠিক চিকিৎসা করালে এবং নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চললে সহজেই এই অসুখ সেরে যায় ৷ চিকিৎসকরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরুও করে দিয়েছেন ৷ তাঁদের আশা, খুব দ্রুত কেসিআর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ৷ তাঁরা আরও জানিয়েছেন, পাকস্থলীতে আলসার ছাড়া মুখ্যমন্ত্রীর আর কোনও শারীরিক অসুস্থতা ধরা পড়েনি ৷

আরও পড়ুন: 113 দিন বাদে সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশ, 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 524

কেসিআরের বয়স 69 বছর ৷ তাঁর এদিনের হাসপাতালযাত্রা এবং স্বাস্থ্যপরীক্ষা নিয়ে পরবর্তীতে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, রবিবার সকালে পেটের অস্বস্তিটা বেশ বেড়েছিল মুখ্যমন্ত্রীর ৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে, "রবিবার কেসিআরকে এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর এন্ডোস্কোপি-সহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয় ৷ তাঁর পাকস্থলীতে একটি ছোট আলসার ধরা পড়েছে ৷ যা চিকিৎসার মাধ্যমে সহজেই সেরে যায় ৷ এর বাইরে মুখ্যমন্ত্রীর আর কোনও সমস্য়া নেই ৷"

হায়দরাবাদ, 12 মার্চ: অসুস্থ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana Chief Minister K Chandrasekhar Rao) ৷ যার জেরে রবিবার হাসপাতালে যেতে হয় তাঁকে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পেটের সমস্য়ায় ভুগছেন ৷ এদিন একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে যান কেসিআর (KCR visits Hospital for Health Check Up) ৷ সেখানে তাঁর একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ তাতে তাঁর পাকস্থলীতে একটি ছোট আলসার ধরা পড়েছে ৷

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পেটে অস্বস্তি অনুভব করছিলেন কেসিআর ৷ সেই কারণেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত তিনি ৷ রবিবার ছুটির দিন ৷ কাজের চাপ তুলনামূলক কম ৷ তাই ছুটির দিনেই হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী ৷ হাসপাতালে তাঁকে বেশ কিছুক্ষণ থাকতে হয় ৷ চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন ৷ সেইসঙ্গে, একাধিক স্বাস্থ্যপরীক্ষাও করা হয় ৷ তারপরই ধরা পড়ে রোগের উৎস ৷

চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পাকস্থলীতে আলসার থাকলেও তা নিয়ে চিন্তার কিছু নেই ৷ কারণ, সঠিক সময় সঠিক চিকিৎসা করালে এবং নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চললে সহজেই এই অসুখ সেরে যায় ৷ চিকিৎসকরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরুও করে দিয়েছেন ৷ তাঁদের আশা, খুব দ্রুত কেসিআর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ৷ তাঁরা আরও জানিয়েছেন, পাকস্থলীতে আলসার ছাড়া মুখ্যমন্ত্রীর আর কোনও শারীরিক অসুস্থতা ধরা পড়েনি ৷

আরও পড়ুন: 113 দিন বাদে সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশ, 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 524

কেসিআরের বয়স 69 বছর ৷ তাঁর এদিনের হাসপাতালযাত্রা এবং স্বাস্থ্যপরীক্ষা নিয়ে পরবর্তীতে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, রবিবার সকালে পেটের অস্বস্তিটা বেশ বেড়েছিল মুখ্যমন্ত্রীর ৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে, "রবিবার কেসিআরকে এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর এন্ডোস্কোপি-সহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয় ৷ তাঁর পাকস্থলীতে একটি ছোট আলসার ধরা পড়েছে ৷ যা চিকিৎসার মাধ্যমে সহজেই সেরে যায় ৷ এর বাইরে মুখ্যমন্ত্রীর আর কোনও সমস্য়া নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.