ফিরোজাবাদ, 13 অক্টোবর: ফের যোগীরাজ্যে গণধর্ষণ! ফিরোজাবাদের উত্তর কোতোয়ালি থানা এলাকার এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণে অভিযুক্ত তিন যুবক। বুধবার রাতের এই ঘটনার কথা জানিয়েছে সে রাজ্যের পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের নাম-অঙ্কুশ, গুড্ডু এবং রাহুল ৷ তাদের ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, বাবাকে বলা সত্ত্বেও না-নিয়ে যাওয়ায় ওই কিশোরী গতকাল রাতে একাই দিদার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ তারপরই ঘটে সেই অনভিপ্রেত ঘটনা! বাড়ি থেকে বেরনোর সময়ই তাকে ওই অভিযুক্তরা ছুরি দেখিয়ে অপহরণ করে বলে অভিযোগ। এরপর তার মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণ করা হয়। ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে। আহত ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।
মেয়েটি সময়ে তার দিদার বাড়ি পৌঁছয়নি জেনে তার বাবা মেয়ের খোঁজ শুরু করেন। তখনই তার বাবাকে এক প্রত্যক্ষদর্শী জানান, তিন যুবক তাঁর মেয়েকে ধারালো অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে গিয়েছে। পরবর্তীতে বাবা তার মেয়েকে এলাকারই এক ফাঁকা জমিতে করুণ অবস্থায় দেখতে পান ৷ মেয়েটি তার বাবাকে জানায়, তিন যুবক এই ফাঁকা জমিতে তাকে গণধর্ষণ করেছে । পরে পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে জেলা মহিলা হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করায়। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে বর্তমানে জেলা মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ নির্যাতিতার তরফে অঙ্কুশ, গুড্ডু এবং রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উত্তর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কমলেশ কুমার বলেন, "নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তিন যুবকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
আরও পড়ুন: ধূপগুড়ির নিখোঁজ বালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার, ধর্ষণের পর খুন প্রতিবেশীর!