পূর্ণিয়া (বিহার), 25 জানুয়ারি: বিহারের রাস্তায় ফিরে এল নির্ভয়াকাণ্ডের স্মৃতি ! ভর সন্ধেয় পূর্ণিয়ায় চলন্ত বাসে দার্জিলিং-এর এক শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ (Nirbhaya Case in Purnea) উঠল ৷ সম্ভ্রম রক্ষায় বাস থেকে ঝাঁপ দেন 35 বছরের সেই যুবতী (Teacher from Darjeeling jumps off moving bus)৷ মঙ্গলবারের এই ঘটনায় তিনি গুরুতর জখম হয়েছেন ৷
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা (Darjeeling Teacher Foils Rape Attempt)। পুলিশের একটি সূত্র জানিয়েছে যে, চলন্ত বাসে তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা ৷ বাসচালক ও কন্ডাক্টরও তাদের বাধা দেননি বলে অভিযোগ ৷ পুলিশের একটি সূত্র নিগৃহীতার অভিযোগের কথা জানিয়েছে ৷
নিগৃহীতা বলেছেন, "আমি যখন বাসে বসে ছিলাম, তখন সেখানে প্রচুর যাত্রীতে ছিলেন । কিন্তু কিছু সময় পরেই বাসটি ফাঁকা হতে শুরু করে । আমাকে একা দেখে পাঁচজন প্রথমে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে ৷ পরে তারা কাছে এসে আমায় ঘিরে ধরে । আমাকে স্পর্শ করে এবং আমাকে ধর্ষণ করার চেষ্টা করে । আমি চালক ও কন্ডাক্টরকে আমাকে সাহায্য করতে বলেছিলাম ৷ কিন্তু তারা ফিরেও তাকাননি এবং আমাকে বাঁচানোর জন্য কিছুই করেননি ৷"
আরও পড়ুন: একাধিকবার গর্ভপাত, শেষমেশ মৃত সন্তান প্রসব ! অকথ্য নির্যাতনের শিকার নাবালিকা
নিগৃহীতা জানিয়েছেন, তিনি যখন নিজেকে বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দেন, তখন বাসটি তার গতি আরও দ্রুত করে সেখান থেকে পালায় । তারই ধাক্কায় গুরুতর জখম হন তিনি । পথচলতি মানুষজন পুলিশের টহলদারী দলকে জানান যে চলন্ত বাস থেকে এক মহিলা ঝাঁপ দিয়েছেন । পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিগৃহীতাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে । তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডাক্তাররা জানিয়েছেন, তাঁর অবস্থা সংকটজনক ৷
এই ঘটনায় বিয়াসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তকারীরা জানিয়েছেন যে তাঁরা বাসটির হদিশ পেয়েছেন ৷ খুব শীঘ্রই অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে বলে আশাবাদী পুলিশ । একজন পুলিশ কর্মকর্তা বলেন, "নিগৃহীতাকে একটি অ্যাম্বুল্যান্সে করে পূর্ণিয়ায় সরকারি মেডিক্যাল কলেজে আনা হয়েছে । সেখানে তাঁর জীবন-মৃত্যুর লড়াই চলছে । পুলিশ শীঘ্রই দোষীদের ধরবে ৷"