নয়াদিল্লি,10 জানুয়ারি : সাম্প্রতিক পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে (PM Narendra Modi's Security Breach) পড়ার ঘটনায় স্বতন্ত্র তদন্ত কমিটি তৈরি করার সিদ্ধান্ত দেশের শীর্ষ আদালতের ৷ কমিটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি (Supreme Court will form Probe Panel headed by Retired Judge) ৷ সোমবার সংশ্লিষ্ট জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ৷
আরও পড়ুন : PM Security Breach : প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনে মামলা শুরু শীর্ষ আদালতে
গত 5 জানুয়ারি পঞ্জাবে নির্বাচনী প্রচার-সহ বেশ কিছু কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেই সফরেই ফিরোজপুর যাওয়ার পথে তাঁর কনভয় আটকে দেন স্থানীয় কৃষকরা ৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে ৷ বিজেপি তথা গেরুয়া শিবিরের দাবি, ইচ্ছাকৃতভাবেই প্রধানমন্ত্রী নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে ৷ আর তার জন্য পঞ্জাব সরকারকেই দায়ী করেছে তারা ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি তুলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করে একটি সংগঠন ৷ তারই প্রেক্ষিতে এদিন এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বতন্ত্র তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন : PMs New Maybach Car : প্রধানমন্ত্রীর গাড়ির দাম নিয়ে খবর সঠিক নয়, দাবি কেন্দ্রীয় সূত্রের
জানা গিয়েছে, এদিন শীর্ষ আদালত যে তদন্ত কমিটি গঠনের কথা বলেছে, তাতে চণ্ডীগড়ের ডিজিপি, এনআইএ-র আইজি, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং পঞ্জাবের এডিজিপি (নিরাপত্তা)-কে রাখা হবে ৷ এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই পঞ্জাব সরকারের একাধিক উচ্চপদস্থ কর্তাকে শোকজ করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু, কেন্দ্রের এই পদক্ষেপকে ‘স্ববিরোধী’ বলে কটাক্ষ করেছে শীর্ষ আদালত ৷ আদালতের বক্তব্য, কেন্দ্র যদি ওই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করে, তাহলে তার অর্থ হল এসপিজি আইন কোথাও লঙ্ঘিত হয়েছে কিনা, কেন্দ্র তা খতিয়ে দেখতে চাইছে ৷ আবার তারাই পঞ্জাবের মুখ্যসচিব এবং ডিজিকে অপরাধী হিসাবে দেগে দিচ্ছে ৷ একইসঙ্গে করা এই দু’টি পদক্ষেপ পরস্পরবিরোধী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷