ETV Bharat / bharat

Gyanvapi Mosque Case : মঙ্গলে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে - SC to hear plea challenging survey of Gyanvapi Mosque on Tuesday

এই মসজিদে সমীক্ষার যে কাজ চলছে তা বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি (Committee of Management Anjuman Intezamia Masjid) ৷

Gyanvapi mosque case hearing in sc
মঙ্গলে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে
author img

By

Published : May 16, 2022, 6:40 PM IST

Updated : May 16, 2022, 7:06 PM IST

নয়াদিল্লি, 16 মে : মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হবে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলার ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা (SC to hear plea challenging survey of Gyanvapi Mosque on Tuesday) ৷ এই মসজিদে সমীক্ষার যে কাজ চলছে তা বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷

কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ এই সমীক্ষার বিরোধীতা করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷ কিন্তু এবিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে দেয় হাইকোর্ট ৷ এরপরেই এই মুসলিম সংগঠনটির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয় ৷

আরও পড়ুন : 'বুদ্ধের বাণী আরও শান্ত করতে পারে পৃথিবীকে', বার্তা দিয়ে নেপাল গেলেন মোদি

অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল এই সমীক্ষার কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য ৷ তবে মামলার শুনানি ছাড়া, তথ্য বিচার না করে এই স্থগিতাদেশ দিতে চায়নি সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 16 মে : মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হবে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলার ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা (SC to hear plea challenging survey of Gyanvapi Mosque on Tuesday) ৷ এই মসজিদে সমীক্ষার যে কাজ চলছে তা বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷

কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ এই সমীক্ষার বিরোধীতা করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷ কিন্তু এবিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে দেয় হাইকোর্ট ৷ এরপরেই এই মুসলিম সংগঠনটির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয় ৷

আরও পড়ুন : 'বুদ্ধের বাণী আরও শান্ত করতে পারে পৃথিবীকে', বার্তা দিয়ে নেপাল গেলেন মোদি

অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল এই সমীক্ষার কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য ৷ তবে মামলার শুনানি ছাড়া, তথ্য বিচার না করে এই স্থগিতাদেশ দিতে চায়নি সুপ্রিম কোর্ট ৷

Last Updated : May 16, 2022, 7:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.